শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। হাট-বাজারে বোতলজাত সয়াবিন তেল খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে, খোলা তেলের দাম বেশি হওয়ায় ‘বোতলের তেল ভেঙে’ দোকানিরা খোলা তেল হিসেবে মেপে বিক্রি করছেন। তেল কিনতে না পেরে অনেকেই খালি হাতে বাড়ি ফিরছেন।
খোঁজ নিয়ে দেখা গেছে, শৈলকুপার হাট-বাজারে বোতলজাত ১ লিটারের সয়াবিন তেল পাওয়া গেলেও তার পরিমাণ খুবই কম। বাড়তি মুনাফার জন্য বোতলজাত তেল খুলে ব্যারেলে ঢেলে তা বেশি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। শৈলকুপার কবিরপুরে রয়েছেন এক ডজনের বেশি মহাজন। তাঁদের গুদাম ভর্তি ব্যারেল ব্যারেল তেল রয়েছে। শংকর কুণ্ডু, রাজু কুণ্ডু, মন্টু সাহা, মাসুম সাহাসহ ভোজ্য তেলের বড় বড় মহাজন রয়েছেন কবিরপুরে। তাঁরা বলছেন, খোলা তেল কিছু কিছু দোকানে পাওয়া গেলেও দাম অনেক বেশি। বড় বড় মহাজন, ডিলার আর ব্যবসায়ীদের কারসাজিতে এ অবস্থা দাঁড়িয়েছে।
গাড়াগঞ্জসহ উপজেলা শহরের ডিলারদের বিভিন্ন গুদাম আর ঘর ঘুরে দেখা গেছে, কোনো বোতলজাত তেল নেই। তবে ব্যারেল ব্যারেল খোলা সয়াবিন তেল।
অনেকের অভিযোগ, তেলের দাম বাড়ার কারণে অনেক ডিলার বোতলজাত তেল কেটে ব্যারেল আর ড্রাম ভর্তি করে রেখেছেন। একই কাজ করে চলেছেন বড় বড় ব্যবসায়ীরা। তাঁরা ডিলারদের কাছ থেকে বোতলজাত তেল নিয়ে তা কেটে ড্রাম ভর্তি করে খোলা তেল হিসেবে মেপে মেপে কেজিপ্রতি ইচ্ছামতো দামে বিক্রি করছেন।
উপজেলায় রুপচাঁদা, তীর, বসুন্ধরা, ফ্রেশসহ অন্যান্য কোম্পানির বোতলজাত সয়াবিন তেল বিক্রি হয়ে আসছে। তবে এসব কোম্পানির ডিলারদের হাতে বোতলজাত ২ লিটার, ৫ লিটারের কোনো তেল নেই। গাড়াগঞ্জে সরকার ট্রেডার্সের মালিক সঞ্জয় সরকার রুপচাঁদা সয়াবিনের ডিলার, মো. সেলিম ফ্রেশ সয়াবিনের ডিলার, শেখপাড়ার আব্দুল হামিদ তীর সয়াবিনের ডিলার, শৈলকুপা শহরে রয়েছেন বসুন্ধরার ডিলার বিপ্লব সাহা। রয়েছে আরও বিভিন্ন কোম্পানির সয়াবিন তেলের ডিলার।
ফ্রেশ সয়াবিনের ডিলার সেলিম বলেন, ‘আমরা মিল থেকে ঠিকমতো সয়াবিন তেল পাচ্ছি না। আবার যা পাচ্ছি পরিমাণে একেবারই কম। আমরা বোতলজাত কোনো সয়াবিন তেল কেটে ড্রামে ভরে বিক্রি করছি না। বাজারে এ তেল সংকটের জন্য আমরা দায়ী না।’
বাজারে তেল কিনতে আসা উপজেলার বয়ড়া গ্রামের বাসিন্দা আমিরুল ইসলাম বলেন, ‘তেল কিনতে এসে মোড়কজাত কোনো তেল পাচ্ছি না। আবার খোলা বাজারেও তেল সংকট দেখছি। খোলা বাজারের তেল কিনলাম ২০০ টাকা কেজি দরে, যা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি।’
উপজেলার কবিরপুরের শওকত আলী বলেন, ‘খোলাবাজারে এসব তেল খুচরা ব্যবসায়ীরা যে যেমন দামে বিক্রি করে চলছেন। বোতলের তেল ভেঙে ব্যারেলে দোকানিরা খোলা তেল হিসেবে দ্বিগুণ দামে মেপে বিক্রি করছেন। এতে সাধারণ গ্রাহকেরা প্রতারিত হচ্ছে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা বলেন, ‘এভাবে তেল বিক্রি করার কোনো আইনগত বৈধতা নেই। ইতিমধ্যে এসিল্যান্ড অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। আমি সরেজমিনে দেখে এঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
ঝিনাইদহের শৈলকুপায় সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। হাট-বাজারে বোতলজাত সয়াবিন তেল খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে, খোলা তেলের দাম বেশি হওয়ায় ‘বোতলের তেল ভেঙে’ দোকানিরা খোলা তেল হিসেবে মেপে বিক্রি করছেন। তেল কিনতে না পেরে অনেকেই খালি হাতে বাড়ি ফিরছেন।
খোঁজ নিয়ে দেখা গেছে, শৈলকুপার হাট-বাজারে বোতলজাত ১ লিটারের সয়াবিন তেল পাওয়া গেলেও তার পরিমাণ খুবই কম। বাড়তি মুনাফার জন্য বোতলজাত তেল খুলে ব্যারেলে ঢেলে তা বেশি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। শৈলকুপার কবিরপুরে রয়েছেন এক ডজনের বেশি মহাজন। তাঁদের গুদাম ভর্তি ব্যারেল ব্যারেল তেল রয়েছে। শংকর কুণ্ডু, রাজু কুণ্ডু, মন্টু সাহা, মাসুম সাহাসহ ভোজ্য তেলের বড় বড় মহাজন রয়েছেন কবিরপুরে। তাঁরা বলছেন, খোলা তেল কিছু কিছু দোকানে পাওয়া গেলেও দাম অনেক বেশি। বড় বড় মহাজন, ডিলার আর ব্যবসায়ীদের কারসাজিতে এ অবস্থা দাঁড়িয়েছে।
গাড়াগঞ্জসহ উপজেলা শহরের ডিলারদের বিভিন্ন গুদাম আর ঘর ঘুরে দেখা গেছে, কোনো বোতলজাত তেল নেই। তবে ব্যারেল ব্যারেল খোলা সয়াবিন তেল।
অনেকের অভিযোগ, তেলের দাম বাড়ার কারণে অনেক ডিলার বোতলজাত তেল কেটে ব্যারেল আর ড্রাম ভর্তি করে রেখেছেন। একই কাজ করে চলেছেন বড় বড় ব্যবসায়ীরা। তাঁরা ডিলারদের কাছ থেকে বোতলজাত তেল নিয়ে তা কেটে ড্রাম ভর্তি করে খোলা তেল হিসেবে মেপে মেপে কেজিপ্রতি ইচ্ছামতো দামে বিক্রি করছেন।
উপজেলায় রুপচাঁদা, তীর, বসুন্ধরা, ফ্রেশসহ অন্যান্য কোম্পানির বোতলজাত সয়াবিন তেল বিক্রি হয়ে আসছে। তবে এসব কোম্পানির ডিলারদের হাতে বোতলজাত ২ লিটার, ৫ লিটারের কোনো তেল নেই। গাড়াগঞ্জে সরকার ট্রেডার্সের মালিক সঞ্জয় সরকার রুপচাঁদা সয়াবিনের ডিলার, মো. সেলিম ফ্রেশ সয়াবিনের ডিলার, শেখপাড়ার আব্দুল হামিদ তীর সয়াবিনের ডিলার, শৈলকুপা শহরে রয়েছেন বসুন্ধরার ডিলার বিপ্লব সাহা। রয়েছে আরও বিভিন্ন কোম্পানির সয়াবিন তেলের ডিলার।
ফ্রেশ সয়াবিনের ডিলার সেলিম বলেন, ‘আমরা মিল থেকে ঠিকমতো সয়াবিন তেল পাচ্ছি না। আবার যা পাচ্ছি পরিমাণে একেবারই কম। আমরা বোতলজাত কোনো সয়াবিন তেল কেটে ড্রামে ভরে বিক্রি করছি না। বাজারে এ তেল সংকটের জন্য আমরা দায়ী না।’
বাজারে তেল কিনতে আসা উপজেলার বয়ড়া গ্রামের বাসিন্দা আমিরুল ইসলাম বলেন, ‘তেল কিনতে এসে মোড়কজাত কোনো তেল পাচ্ছি না। আবার খোলা বাজারেও তেল সংকট দেখছি। খোলা বাজারের তেল কিনলাম ২০০ টাকা কেজি দরে, যা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি।’
উপজেলার কবিরপুরের শওকত আলী বলেন, ‘খোলাবাজারে এসব তেল খুচরা ব্যবসায়ীরা যে যেমন দামে বিক্রি করে চলছেন। বোতলের তেল ভেঙে ব্যারেলে দোকানিরা খোলা তেল হিসেবে দ্বিগুণ দামে মেপে বিক্রি করছেন। এতে সাধারণ গ্রাহকেরা প্রতারিত হচ্ছে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা বলেন, ‘এভাবে তেল বিক্রি করার কোনো আইনগত বৈধতা নেই। ইতিমধ্যে এসিল্যান্ড অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। আমি সরেজমিনে দেখে এঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে