চেখভের নাটক নিয়ে মঞ্চে আসছেন গাজী রাকায়েত

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৬ জুন ২০২২, ০৮: ৩১

১০ জুন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে এক টিকিটে তিন নাটকের প্রদর্শনীর আয়োজন করেছে চারুনীড়ম থিয়েটার। নাটক তিনটি হলো ‘আরশোলা’, ‘নানা রঙের দিন’ ও ‘শরতের মেঘ’। তিনটি নাটকেরই নির্দেশনা দিয়েছেন গাজী রাকায়েত।

‘আরশোলা’ লিখেছেন টেনিসি উইলিয়ামস। অনুবাদ করেছেন নিরুপ মিত্র। গল্পকার ও নাট্যকার আন্তন চেখভকে নিয়ে লেখা নাটকটিতে ফুটে উঠেছে বিখ্যাত হয়ে ওঠার আগে রাশিয়ায় আন্তন চেখভের সংগ্রামী জীবনের গল্প।

‘নানা রঙের দিন’ ও ‘শরতের মেঘ’ নাটক দুটির নাট্যকার আন্তন চেখভ। রূপান্তর করেছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। ‘নানা রঙের দিন’-এ একজন শিল্পীর সামাজিক মূল্যায়ন এবং ‘শরতের মেঘ’ নাটকটিতে নারী-পুরুষের চিরন্তন প্রেমের গল্প মূর্ত হয়েছে।

‘নানা রঙের দিন’ নাটকের দৃশ্যতিন নাটকে অভিনয় করছেন ড. মার্জিয়া আক্তার, আলমগীর সাগর, শাহরিয়ার মিথুন, অনন্যা হক, সুবর্ণা সাঈদ, আশিউল ইসলাম, আখন্দ জাহিদ ও গাজী রাকায়েত।

২০০৭ সালে ‘নানা রঙের দিন’ নাটকটি দিয়েই যাত্রা শুরু করেছিল চারুনীড়ম থিয়েটার।

নির্দেশক গাজী রাকায়েত বলেন, ‘১৯৯৬ সালে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শিত “নানা রঙের দিন” নাটকে অভিনয় করেছিলাম ৬৮ বছর বয়সের রজনীকান্তর চরিত্রে। দর্শক সারিতে ছিলেন বিভাষ চক্রবর্তী। নাটক শেষে তিনি আমাকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে বাহবা দিয়েছিলেন। সেই অনুপ্রেরণা চেখভকে নিয়ে অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫০০ কোটি টাকা

যানজটে গুলি করে ফেঁসে গেলেন জাপার সাবেক এমপি, অস্ত্রসহ আটক

শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরীমনি, কী ঘটেছিল সেখানে

এয়ারক্র্যাফটে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত