বাসাইল প্রতিনিধি
বাসাইলে নির্বাচনী সহিংসতায় আহত হেলাল মিয়া (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যুর কারণ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার ভোরে উপজেলার ফুলকী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালিয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হেলাল মিয়া পরিবারের অভিযোগ নির্বাচনী সহিংসতায় আহত হয়ে তিনি মারা গেছেন। অপর দিকে প্রতিপক্ষ পরাজিত প্রার্থীসহ অনেকের দাবি তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে উপজেলার ফুলকী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালিয়া উত্তরপাড়া এলাকার সদস্য পদে জামাল উদ্দিন হেরে যান। নির্বাচনে হেরে যাওয়ার ক্ষোভ ও ভোট না দেওয়ায় অভিযোগ এনে ওই দিন রাতে জামাল উদ্দিনের লোকজন বালিয়া উত্তরপাড়া এলাকার লাভলু ও হেলাল মিয়াসহ একাধিক বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় হেলাল মিয়ার স্ত্রী মিনু বেগম তাঁকে নিয়ে পাশের একটি ঘরে আশ্রয় নেন। তখন মিনু বেগমকেও মারধর করা হয়। এ ঘটনার তিন দিন পর গতকাল ভোরে হেলাল মিয়া বাড়িতেই মারা যান।
হেলাল মিয়ার ছেলে মামুন মিয়া বলেন, ‘নির্বাচনে হেরে জামাল উদ্দিনের লোকজন আমাদের বাড়িতে হামলা করে। এ সময় আমার মা ও বাবাকে মারধর করা হয়। মারধরের কারণে বাবা মারা গেছেন।’
এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি হেলাল মিয়া আগে থেকেই অসুস্থ ছিলেন। এর আগেও তিনি স্ট্রোক করেছিলেন। হেলাল মিয়াকে মারধর করা হয়নি। তিনি স্বাভাবিকভাবেই মারা গেছেন। স্বাভাবিক মৃত্যুর বিষয়টি এখন তাঁরা নির্বাচনী সহিংসতা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে ওই দিন রাতে বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে টিনের বেড়া ভাঙচুর করা হয়।
বাড়িঘরে হামলার দায় স্বীকার করে পরাজিত প্রার্থী জামাল উদ্দিন বলেন, ‘আমার ছেলেসহ কয়েকজন কর্মী-সমর্থক বাড়িঘরে টিনের বেড়া ভাঙচুর করেছে। কিন্তু হেলাল মিয়াকে মারধর করেনি। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। তাঁর মৃত্যু নিয়ে মিথ্যা দাবি করে খুনের দায় চাপানোর অপচেষ্টা চলছে।’
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, বাড়িঘরে হামলার ঘটনায় গত শুক্রবার মামলা হয়েছে। মৃত্যু নিয়ে অভিযোগ ওঠায় লাশ উদ্ধার করেছেন। ময়নাতদন্তের জন্য মর্গে লাশ পাঠানো হয়েছে।
বাসাইলে নির্বাচনী সহিংসতায় আহত হেলাল মিয়া (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যুর কারণ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার ভোরে উপজেলার ফুলকী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালিয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হেলাল মিয়া পরিবারের অভিযোগ নির্বাচনী সহিংসতায় আহত হয়ে তিনি মারা গেছেন। অপর দিকে প্রতিপক্ষ পরাজিত প্রার্থীসহ অনেকের দাবি তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে উপজেলার ফুলকী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালিয়া উত্তরপাড়া এলাকার সদস্য পদে জামাল উদ্দিন হেরে যান। নির্বাচনে হেরে যাওয়ার ক্ষোভ ও ভোট না দেওয়ায় অভিযোগ এনে ওই দিন রাতে জামাল উদ্দিনের লোকজন বালিয়া উত্তরপাড়া এলাকার লাভলু ও হেলাল মিয়াসহ একাধিক বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় হেলাল মিয়ার স্ত্রী মিনু বেগম তাঁকে নিয়ে পাশের একটি ঘরে আশ্রয় নেন। তখন মিনু বেগমকেও মারধর করা হয়। এ ঘটনার তিন দিন পর গতকাল ভোরে হেলাল মিয়া বাড়িতেই মারা যান।
হেলাল মিয়ার ছেলে মামুন মিয়া বলেন, ‘নির্বাচনে হেরে জামাল উদ্দিনের লোকজন আমাদের বাড়িতে হামলা করে। এ সময় আমার মা ও বাবাকে মারধর করা হয়। মারধরের কারণে বাবা মারা গেছেন।’
এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি হেলাল মিয়া আগে থেকেই অসুস্থ ছিলেন। এর আগেও তিনি স্ট্রোক করেছিলেন। হেলাল মিয়াকে মারধর করা হয়নি। তিনি স্বাভাবিকভাবেই মারা গেছেন। স্বাভাবিক মৃত্যুর বিষয়টি এখন তাঁরা নির্বাচনী সহিংসতা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে ওই দিন রাতে বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে টিনের বেড়া ভাঙচুর করা হয়।
বাড়িঘরে হামলার দায় স্বীকার করে পরাজিত প্রার্থী জামাল উদ্দিন বলেন, ‘আমার ছেলেসহ কয়েকজন কর্মী-সমর্থক বাড়িঘরে টিনের বেড়া ভাঙচুর করেছে। কিন্তু হেলাল মিয়াকে মারধর করেনি। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। তাঁর মৃত্যু নিয়ে মিথ্যা দাবি করে খুনের দায় চাপানোর অপচেষ্টা চলছে।’
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, বাড়িঘরে হামলার ঘটনায় গত শুক্রবার মামলা হয়েছে। মৃত্যু নিয়ে অভিযোগ ওঠায় লাশ উদ্ধার করেছেন। ময়নাতদন্তের জন্য মর্গে লাশ পাঠানো হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে