নওগাঁ প্রতিনিধি
কারিগরি শিক্ষা অধিদপ্তরের স্টেপ প্রকল্পের অধীনে নিযুক্ত ৭৭৭ জন শিক্ষকের চাকরি দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছেন নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকেরা। চাকরি রাজস্ব খাতে স্থানান্তর ছাড়াও এ শিক্ষকেরা মানববন্ধনে ১৮ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান।
গতকাল মঙ্গলবার দুপুরে নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ মিনার প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ট্রেইনিং এনহ্যান্সমেন্ট প্রকল্পের (স্টেপ) অধীনে নিযুক্ত ১৭ জন কারিগরি শিক্ষক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে মোট শিক্ষক রয়েছেন ১ হাজার ৪২৭ জন। তার মধ্যে রাজস্ব খাতে ৬৫০ জন শিক্ষক রয়েছেন। বাকি ৭৭৭ জন স্টেপ প্রকল্পের অধীনে নিয়োগ পাওয়া। এসব পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকস্বল্পতা দূর করার লক্ষ্যে ২০২০ সালে কারিগরি শিক্ষা অধিদপ্তর স্টেপ প্রকল্পটি নেয়। প্রকল্পের অধীনে দুই ধাপে ১ হাজার ১৫ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। প্রকল্পটি ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত চালু ছিল। প্রকল্পটি শেষ হওয়ার দিন প্রধানমন্ত্রীর অনুমোদিত অনুশাসনের আলোকে স্টেপ প্রকল্পে নিযুক্ত ৭৮৬ জন শিক্ষককে সাময়িকভাবে বহাল রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য প্রজ্ঞাপন জারি করা হয়।
বক্তারা আরও বলেন, ২০১৯ সালের ১৪ জুলাই শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ওই ৭৮৬ জন শিক্ষকের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠায়। প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরের প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে স্টেপ প্রকল্পের অধীনে নিযুক্ত বর্তমানে কর্মরত ৭৭৭ জন শিক্ষক ১৮ মাস ধরে কোনো বেতন-ভাতা পাচ্ছেন না। এ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তাঁরা।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক আবু হাসান, আব্দুল্লাহ আল মাসুদ, ইয়াসমিন প্রমুখ।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের স্টেপ প্রকল্পের অধীনে নিযুক্ত ৭৭৭ জন শিক্ষকের চাকরি দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছেন নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকেরা। চাকরি রাজস্ব খাতে স্থানান্তর ছাড়াও এ শিক্ষকেরা মানববন্ধনে ১৮ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান।
গতকাল মঙ্গলবার দুপুরে নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ মিনার প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ট্রেইনিং এনহ্যান্সমেন্ট প্রকল্পের (স্টেপ) অধীনে নিযুক্ত ১৭ জন কারিগরি শিক্ষক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে মোট শিক্ষক রয়েছেন ১ হাজার ৪২৭ জন। তার মধ্যে রাজস্ব খাতে ৬৫০ জন শিক্ষক রয়েছেন। বাকি ৭৭৭ জন স্টেপ প্রকল্পের অধীনে নিয়োগ পাওয়া। এসব পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকস্বল্পতা দূর করার লক্ষ্যে ২০২০ সালে কারিগরি শিক্ষা অধিদপ্তর স্টেপ প্রকল্পটি নেয়। প্রকল্পের অধীনে দুই ধাপে ১ হাজার ১৫ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। প্রকল্পটি ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত চালু ছিল। প্রকল্পটি শেষ হওয়ার দিন প্রধানমন্ত্রীর অনুমোদিত অনুশাসনের আলোকে স্টেপ প্রকল্পে নিযুক্ত ৭৮৬ জন শিক্ষককে সাময়িকভাবে বহাল রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য প্রজ্ঞাপন জারি করা হয়।
বক্তারা আরও বলেন, ২০১৯ সালের ১৪ জুলাই শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ওই ৭৮৬ জন শিক্ষকের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠায়। প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরের প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে স্টেপ প্রকল্পের অধীনে নিযুক্ত বর্তমানে কর্মরত ৭৭৭ জন শিক্ষক ১৮ মাস ধরে কোনো বেতন-ভাতা পাচ্ছেন না। এ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তাঁরা।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক আবু হাসান, আব্দুল্লাহ আল মাসুদ, ইয়াসমিন প্রমুখ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে