ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে গত শুক্রবার সকাল থেকেই শীতের তীব্রতা বেড়েছে। গতকাল রোববারও ঘন কুয়াশার সঙ্গে ছিল থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে দিনভর ভোগান্তি পোহাতে হয়েছে জেলাবাসীর। বিশেষ করে নিম্নআয়ের মানুষ বেশি বিপাকে পড়েছেন।
গতকাল জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে ঘন কুয়াশায় আচ্ছন্ন রাস্তাঘাট, নদ-নদী, খাল-বিল ও ফসলি জমি। জীবিকার সন্ধানে ঘর থেকে বের হওয়া দিনমজুর ও খেটে খাওয়া মানুষ তাঁদের সাধ্য অনুযায়ী নিজেদের জড়িয়ে নিয়েছেন গরম কাপড়ে। তবে গরম কাপড় না থাকায় অনেকে হালকা কাপড় পরিধান করে বেরিয়ে পড়েছেন কাজের সন্ধানে। অনেককেই খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।
ঝিনাইদহ সদরের নবগঙ্গা নদীর তীরে বসবাসরত নুরুল ইসলাম বলেন, ‘নিজের জমি বলতে আমার কিছুই নেই। নদীর পাড়ে স্ত্রীকে নিয়ে বসবাস করি। আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি। শীতের কাপড়ের অভাবে খুব কষ্টে দিন পার করছি। কাজ না করলে পেটে ভাত যায় না। কিন্তু শীতের কাপড় না থাকায় ঠান্ডায় কাজকর্ম করে খেতে কষ্ট হচ্ছে।’
জেলা শহরের ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজের সামনের পান দোকানদার শামিম আহম্মেদন বলেন, ‘সকালে ঠান্ডার কারণে দোকানেই আসা যায় না। আবার দোকান খুললেও শীতের কারণে বিক্রেতা শূন্য অবস্থায় বসে থাকতে হয়।
সাবিব মিয়া নামের এক যুবক বলেন, ‘প্রচণ্ড শীতে সবাই কাবু হয়ে পড়েছেন। রাস্তার পাশে দেখি খড়-কুটোতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন কয়েক ব্যক্তি, এটা দেখে আমিও আগুনের কাছে এসে দাঁড়ালাম।’
জেলা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গতকালের মতো আজ সোমবারও জেলায় বিরূপ আবহাওয়া থাকতে পারে। এ সময়ে জেলায় ঘন কুয়াশা দেখা যাবে। হতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও। সূর্যের দেখা নাও মিলতে পারে। আরও জানা গেছে, দু-এক দিনের মধ্যে মেঘ কেটে যাবে। সেই সঙ্গে কুয়াশা পরিস্থিতিরও উন্নতি হবে।
ঝিনাইদহে গত শুক্রবার সকাল থেকেই শীতের তীব্রতা বেড়েছে। গতকাল রোববারও ঘন কুয়াশার সঙ্গে ছিল থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে দিনভর ভোগান্তি পোহাতে হয়েছে জেলাবাসীর। বিশেষ করে নিম্নআয়ের মানুষ বেশি বিপাকে পড়েছেন।
গতকাল জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে ঘন কুয়াশায় আচ্ছন্ন রাস্তাঘাট, নদ-নদী, খাল-বিল ও ফসলি জমি। জীবিকার সন্ধানে ঘর থেকে বের হওয়া দিনমজুর ও খেটে খাওয়া মানুষ তাঁদের সাধ্য অনুযায়ী নিজেদের জড়িয়ে নিয়েছেন গরম কাপড়ে। তবে গরম কাপড় না থাকায় অনেকে হালকা কাপড় পরিধান করে বেরিয়ে পড়েছেন কাজের সন্ধানে। অনেককেই খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।
ঝিনাইদহ সদরের নবগঙ্গা নদীর তীরে বসবাসরত নুরুল ইসলাম বলেন, ‘নিজের জমি বলতে আমার কিছুই নেই। নদীর পাড়ে স্ত্রীকে নিয়ে বসবাস করি। আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি। শীতের কাপড়ের অভাবে খুব কষ্টে দিন পার করছি। কাজ না করলে পেটে ভাত যায় না। কিন্তু শীতের কাপড় না থাকায় ঠান্ডায় কাজকর্ম করে খেতে কষ্ট হচ্ছে।’
জেলা শহরের ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজের সামনের পান দোকানদার শামিম আহম্মেদন বলেন, ‘সকালে ঠান্ডার কারণে দোকানেই আসা যায় না। আবার দোকান খুললেও শীতের কারণে বিক্রেতা শূন্য অবস্থায় বসে থাকতে হয়।
সাবিব মিয়া নামের এক যুবক বলেন, ‘প্রচণ্ড শীতে সবাই কাবু হয়ে পড়েছেন। রাস্তার পাশে দেখি খড়-কুটোতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন কয়েক ব্যক্তি, এটা দেখে আমিও আগুনের কাছে এসে দাঁড়ালাম।’
জেলা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গতকালের মতো আজ সোমবারও জেলায় বিরূপ আবহাওয়া থাকতে পারে। এ সময়ে জেলায় ঘন কুয়াশা দেখা যাবে। হতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও। সূর্যের দেখা নাও মিলতে পারে। আরও জানা গেছে, দু-এক দিনের মধ্যে মেঘ কেটে যাবে। সেই সঙ্গে কুয়াশা পরিস্থিতিরও উন্নতি হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে