নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের ১৫১ পেশাজীবী। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।
সংগঠনের নেতারা বিকৃতিতে উল্লেখ করেন, খালেদা জিয়া দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের স্ত্রী। চিকিৎসা ব্যবস্থায় দেশ ক্রমবর্ধমানভাবে এগিয়ে গেলেও এখনো বেশ কিছু সীমাবদ্ধতা আছে। বিষয়টি এর আগে খালেদা জিয়ার মেডিকেল টিমের প্রধান সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে জানিয়েছেন। এতে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও আশানুরূপ আরোগ্য লাভের পরিবর্তে তিনি অন্তিম পরিণতির দিকে এগিয়ে যাচ্ছেন।
এ অবস্থার কথা তুলে ধরে জরুরি ভিত্তিতে খালেদা জিয়ার পরিপূর্ণ মুক্তির ব্যবস্থা গ্রহণ করে বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করার জন্য পেশাজীবী হিসেবে আহ্বান জানান নেতারা। সেই সঙ্গে উন্নত চিকিৎসার অভাবে খালেদা জিয়ার কিছু হলে তার দায়-দায়িত্ব সরকারের নীতিনির্ধারকদেরই বহন করতে হবে বলে হুঁশিয়ার করেন।
বিবৃতিদাতাদের মধ্যে আছেন ডা. আবু জাফর, ডা. আবদুল মান্নান, অ্যাডভোকেট মকবুল কাদের চৌধুরী, ডা. আবুল কালাম, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী, অ্যাডভোকেট এ এস এম বদরুল আনোয়ার, অধ্যাপক ডা. আবদুল আলীম, বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, ডা. শাহাদাত হোসেন, কৃষিবিদ প্রফেসর ড. মো. সাইফুদ্দিন প্রমুখ।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের ১৫১ পেশাজীবী। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।
সংগঠনের নেতারা বিকৃতিতে উল্লেখ করেন, খালেদা জিয়া দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের স্ত্রী। চিকিৎসা ব্যবস্থায় দেশ ক্রমবর্ধমানভাবে এগিয়ে গেলেও এখনো বেশ কিছু সীমাবদ্ধতা আছে। বিষয়টি এর আগে খালেদা জিয়ার মেডিকেল টিমের প্রধান সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে জানিয়েছেন। এতে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও আশানুরূপ আরোগ্য লাভের পরিবর্তে তিনি অন্তিম পরিণতির দিকে এগিয়ে যাচ্ছেন।
এ অবস্থার কথা তুলে ধরে জরুরি ভিত্তিতে খালেদা জিয়ার পরিপূর্ণ মুক্তির ব্যবস্থা গ্রহণ করে বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করার জন্য পেশাজীবী হিসেবে আহ্বান জানান নেতারা। সেই সঙ্গে উন্নত চিকিৎসার অভাবে খালেদা জিয়ার কিছু হলে তার দায়-দায়িত্ব সরকারের নীতিনির্ধারকদেরই বহন করতে হবে বলে হুঁশিয়ার করেন।
বিবৃতিদাতাদের মধ্যে আছেন ডা. আবু জাফর, ডা. আবদুল মান্নান, অ্যাডভোকেট মকবুল কাদের চৌধুরী, ডা. আবুল কালাম, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী, অ্যাডভোকেট এ এস এম বদরুল আনোয়ার, অধ্যাপক ডা. আবদুল আলীম, বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, ডা. শাহাদাত হোসেন, কৃষিবিদ প্রফেসর ড. মো. সাইফুদ্দিন প্রমুখ।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে