নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আমনের ভরা মৌসুমেও চালের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে গত দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে চালের দাম বেড়েছে সর্বোচ্চ ৪ টাকা পর্যন্ত। এ জন্য ব্যবসায়ীরা দায়ী করছেন ধানের দাম ও অতিরিক্ত পরিবহন ভাড়াকে।
আবদুর রশিদ নামে পুরান ঢাকার বাবুবাজারের এক পাইকারি চাল ব্যবসায়ী জানান, গত দুই সপ্তাহের ব্যবধানে মিনিকেট চালের দাম ২ টাকা এবং নাজিরশাইল চাল ৪ টাকা পর্যন্ত বেড়েছে। আগে মানভেদে প্রতি কেজি মিনিকেট চালের দাম ছিল ৫৪-৫৮ টাকা, যা গত বুধবার বিক্রি হয়েছে ৫৪-৬০ টাকায়। আর ৬০ টাকার নাজিরশাইল চাল ৬৪ টাকায় বিক্রি হয়েছে। তবে স্বর্ণা চাল ৪৭-৪৮ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান তিনি।
এই ব্যবসায়ীর মতে, ফলন বেশি হওয়ায় কৃষকেরা মাঝারি মানের ধান আবাদে ঝুঁকেছেন। এ বছর নাজিরশাইল ধান আবাদ কম হওয়ায় বাজারে এ চালের সংকট তৈরি হবে। এ কারণে মৌসুমের শুরুতেই দাম বেড়ে যাচ্ছে।
নেত্রকোনার নসীবপুর গ্রামের কৃষক মিন্টু মিয়া জানান, ধান আবাদ করে তাঁরা লাভবান হয়েছেন। বর্তমানে প্রতিমণ ধান ৯৫০-৯৮০ টাকায় বিক্রি হচ্ছে। এতে তাঁর জমির ধানে প্রায় তিন হাজার টাকার মতো লাভ হয়েছে।
নওগাঁ জেলা ধান-চাল আড়তদার সমিতির সভাপতি নিরদ বরণ সাহা চন্দন জানান, বর্তমানে ধানের দাম বেশি। আমন মৌসুমে আবহাওয়া ভালো থাকে। আর এ কারণে দেশের অবস্থাসম্পন্ন কৃষকেরা ধান মজুত রাখেন।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭ ডিসেম্বর পর্যন্ত সরকারি গুদামে চাল মজুত আছে ১২ লাখ ৮০ হাজার মেট্রিক টন। সরকারি পর্যায়ে আমদানি হয়েছে ৫ লাখ ৪৪ হাজার মেট্রিক টন এবং বেসরকারি পর্যায়ে ২ লাখ ৮২ হাজার মেট্রিক টন।
আমনের ভরা মৌসুমেও চালের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে গত দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে চালের দাম বেড়েছে সর্বোচ্চ ৪ টাকা পর্যন্ত। এ জন্য ব্যবসায়ীরা দায়ী করছেন ধানের দাম ও অতিরিক্ত পরিবহন ভাড়াকে।
আবদুর রশিদ নামে পুরান ঢাকার বাবুবাজারের এক পাইকারি চাল ব্যবসায়ী জানান, গত দুই সপ্তাহের ব্যবধানে মিনিকেট চালের দাম ২ টাকা এবং নাজিরশাইল চাল ৪ টাকা পর্যন্ত বেড়েছে। আগে মানভেদে প্রতি কেজি মিনিকেট চালের দাম ছিল ৫৪-৫৮ টাকা, যা গত বুধবার বিক্রি হয়েছে ৫৪-৬০ টাকায়। আর ৬০ টাকার নাজিরশাইল চাল ৬৪ টাকায় বিক্রি হয়েছে। তবে স্বর্ণা চাল ৪৭-৪৮ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান তিনি।
এই ব্যবসায়ীর মতে, ফলন বেশি হওয়ায় কৃষকেরা মাঝারি মানের ধান আবাদে ঝুঁকেছেন। এ বছর নাজিরশাইল ধান আবাদ কম হওয়ায় বাজারে এ চালের সংকট তৈরি হবে। এ কারণে মৌসুমের শুরুতেই দাম বেড়ে যাচ্ছে।
নেত্রকোনার নসীবপুর গ্রামের কৃষক মিন্টু মিয়া জানান, ধান আবাদ করে তাঁরা লাভবান হয়েছেন। বর্তমানে প্রতিমণ ধান ৯৫০-৯৮০ টাকায় বিক্রি হচ্ছে। এতে তাঁর জমির ধানে প্রায় তিন হাজার টাকার মতো লাভ হয়েছে।
নওগাঁ জেলা ধান-চাল আড়তদার সমিতির সভাপতি নিরদ বরণ সাহা চন্দন জানান, বর্তমানে ধানের দাম বেশি। আমন মৌসুমে আবহাওয়া ভালো থাকে। আর এ কারণে দেশের অবস্থাসম্পন্ন কৃষকেরা ধান মজুত রাখেন।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭ ডিসেম্বর পর্যন্ত সরকারি গুদামে চাল মজুত আছে ১২ লাখ ৮০ হাজার মেট্রিক টন। সরকারি পর্যায়ে আমদানি হয়েছে ৫ লাখ ৪৪ হাজার মেট্রিক টন এবং বেসরকারি পর্যায়ে ২ লাখ ৮২ হাজার মেট্রিক টন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে