গফরগাঁও ও নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
গফরগাঁও ও নান্দাইল উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত বৃহস্পতিবার। শেষ দিনে গফরগাঁওয়ের ১৫টি ইউপির মধ্যে ১০টিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছাড়া কেউই মনোনয়নপত্র জমা দেননি। ফলে ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন নৌকার প্রার্থীরা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ৫ জানুয়ারি উপজেলায় পঞ্চম ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত ৯ ডিসেম্বর। তবে ১৫টি ইউপির মধ্যে ১০ টিতে চেয়ারম্যান পদে নৌকার একক প্রার্থী ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। ফলে ওই ১০টি ইউপিতে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন প্রার্থীরা। একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া ব্যক্তিরা হলেন বারবাড়িয়া ইউপিতে মো. আবুল কাশেম, সালটিয়া ইউপিতে মো. নাজমুল হক ঢালী, চর আলগী ইউপিতে মো. মাছুদুজ্জামান, যশরা ইউপিতে মো. তরিকুল ইসলাম রিয়েল, রাওনা ইউপিতে শাহাবুল আলম, গফরগাঁও ইউপিতে মো. শামসুল আলম, লংগাইর ইউপিতে আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, উস্থি ইউপিতে মো. নজরুল ইসলাম, পাঁচভাগ ইউপিতে মো. মাহবুবুল আলম ও পাইথল ইউপিতে মো. আক্তারুজ্জামান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শামছুন্নাহার ভূঁইয়া বলেন, ‘রসুলপুর, মশাখালী, দত্তের বাজার, টাংগাব ও নিগুয়ারী এই ৫টি ইউপিতে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী রয়েছেন। ফলে এই পাঁচটি ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন হবে। আর ১০টি ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন না হলেও সাধারণ সদস্য ও সংরক্ষিত পদে নির্বাচন হবে। আগামী ২০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন ১০টি ইউপিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানদের নাম ঘোষণা করা হবে।
নান্দাইল: পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ১১ ইউপিতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ৬৩৭ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৭৩ জন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
নান্দাইল নির্বাচন সূত্রে জানা গেছে, তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি নির্বাচন। ১১ ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী ৭৩, সাধারণ সদস্য পদে ৯৯ ও সংরক্ষিত নারী সদস্য পদের ১৪২ জন মনোনয়নপত্র জমা পড়েছে।
২ নম্বর মোয়াজ্জেমপুর ইউপিতে চেয়ারম্যান প্রার্থী আটজন। প্রার্থীরা হলেন আবু বকর ছিদ্দিক, আবুল খায়ের বাবুল, তাছলিমা আক্তার, খায়রুল ইসলাম, সাইদুল ইসলাম সোহাগ, আজিজুল ইসলাম, বাবুল সরকার, আজহারুল ইসলাম। ৩ নম্বর নান্দাইল ইউপিতে তিন প্রার্থী হলেন আনোয়ারুল হক, হাতেম আলী, মোশারফ হোসেন কাজল। ৪ নম্বর চন্ডীপাশা ইউপিতে চেয়ারম্যান প্রার্থীরা হলেন ইফতেখার হোসেন খুররম, হাফিজ উল্লাহ, এমদাদুল হক ভূঁইয়া, শাহাব উদ্দিন ভূঁইয়া। ৫ নম্বর গাংগাইল ইউপিতে চেয়ারম্যান প্রার্থী হলেন ছয়জন। তাঁরা হলেন নূর ইসলাম, শফিকুল ইসলাম, সোহেল রানা, আসাদুজ্জামান নয়ন, সৈয়দ আশরাফুজ্জামান খোকন, জহির রায়হান। ৬ নম্বর রাজগাতী ইউপিতে চেয়ারম্যান প্রার্থীরা হলেন শাহাদাত হোসেন টুটন, আবুল হাসেম খান, আবদুল মতিন আকন্দ, আবদুর রউফ বাবলু, মো. রুকন উদ্দিন, ইফতেখার মোমতাজ। ৭ নম্বর মুশুলী ইউপিতে চার চেয়ারম্যান প্রার্থীরা হলেন মো. এনামুল হক, মো. এমদাদুল হক, ইফতেখার উদ্দিন ভূঁইয়া বিপ্লব, আবদুল লতিফ মাস্টার। ৮ নম্বর সিংরইল ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ১৬ জন। ৯ নম্বর আচারগাঁও ইউপিতে মোবারক হোসেন, আনোয়ারুল ইসলাম, রফিকুল ইসলাম রেনু, একেএম মোফাজ্জল হোসেন কাইয়ুম, জাহাঙ্গীর আলম জসিম, মো. আবদুল খালেক মিয়া। ১০ নম্বর শেরপুর ইউপিতে চেয়ারম্যান প্রার্থীরা হলেন বজলুর রহমান সুরুজ আলী, আবু সাইয়িদ, ছায়েদুল ইসলাম, জিয়া উদ্দিন, মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঁইয়া। ১১ নম্বর খারুয়া ইউপিতে আবদুস ছাত্তার, আবদুল সামাদ কামরুল হাসনাত ভূঁইয়া, ওয়াছিদ উল্লাহ, জুনাইদ, রেজাউল করিম, রাজু আহম্মেদ সোহরাব উদ্দিন চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১২ নম্বর জাহাঙ্গীরপুর ইউপিতে নূরুল হক, বাবুল মিয়া কামাল উদ্দিন, রিপন উদ্দিন ভূঁইয়া, ওসমান গনি ভূঁইয়া, মীর মাহমুদুল হাসান চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নান্দাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১২ ডিসেম্বর যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ ডিসেম্বর।’
গফরগাঁও ও নান্দাইল উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত বৃহস্পতিবার। শেষ দিনে গফরগাঁওয়ের ১৫টি ইউপির মধ্যে ১০টিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছাড়া কেউই মনোনয়নপত্র জমা দেননি। ফলে ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন নৌকার প্রার্থীরা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ৫ জানুয়ারি উপজেলায় পঞ্চম ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত ৯ ডিসেম্বর। তবে ১৫টি ইউপির মধ্যে ১০ টিতে চেয়ারম্যান পদে নৌকার একক প্রার্থী ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। ফলে ওই ১০টি ইউপিতে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন প্রার্থীরা। একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া ব্যক্তিরা হলেন বারবাড়িয়া ইউপিতে মো. আবুল কাশেম, সালটিয়া ইউপিতে মো. নাজমুল হক ঢালী, চর আলগী ইউপিতে মো. মাছুদুজ্জামান, যশরা ইউপিতে মো. তরিকুল ইসলাম রিয়েল, রাওনা ইউপিতে শাহাবুল আলম, গফরগাঁও ইউপিতে মো. শামসুল আলম, লংগাইর ইউপিতে আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, উস্থি ইউপিতে মো. নজরুল ইসলাম, পাঁচভাগ ইউপিতে মো. মাহবুবুল আলম ও পাইথল ইউপিতে মো. আক্তারুজ্জামান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শামছুন্নাহার ভূঁইয়া বলেন, ‘রসুলপুর, মশাখালী, দত্তের বাজার, টাংগাব ও নিগুয়ারী এই ৫টি ইউপিতে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী রয়েছেন। ফলে এই পাঁচটি ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন হবে। আর ১০টি ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন না হলেও সাধারণ সদস্য ও সংরক্ষিত পদে নির্বাচন হবে। আগামী ২০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন ১০টি ইউপিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানদের নাম ঘোষণা করা হবে।
নান্দাইল: পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ১১ ইউপিতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ৬৩৭ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৭৩ জন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
নান্দাইল নির্বাচন সূত্রে জানা গেছে, তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি নির্বাচন। ১১ ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী ৭৩, সাধারণ সদস্য পদে ৯৯ ও সংরক্ষিত নারী সদস্য পদের ১৪২ জন মনোনয়নপত্র জমা পড়েছে।
২ নম্বর মোয়াজ্জেমপুর ইউপিতে চেয়ারম্যান প্রার্থী আটজন। প্রার্থীরা হলেন আবু বকর ছিদ্দিক, আবুল খায়ের বাবুল, তাছলিমা আক্তার, খায়রুল ইসলাম, সাইদুল ইসলাম সোহাগ, আজিজুল ইসলাম, বাবুল সরকার, আজহারুল ইসলাম। ৩ নম্বর নান্দাইল ইউপিতে তিন প্রার্থী হলেন আনোয়ারুল হক, হাতেম আলী, মোশারফ হোসেন কাজল। ৪ নম্বর চন্ডীপাশা ইউপিতে চেয়ারম্যান প্রার্থীরা হলেন ইফতেখার হোসেন খুররম, হাফিজ উল্লাহ, এমদাদুল হক ভূঁইয়া, শাহাব উদ্দিন ভূঁইয়া। ৫ নম্বর গাংগাইল ইউপিতে চেয়ারম্যান প্রার্থী হলেন ছয়জন। তাঁরা হলেন নূর ইসলাম, শফিকুল ইসলাম, সোহেল রানা, আসাদুজ্জামান নয়ন, সৈয়দ আশরাফুজ্জামান খোকন, জহির রায়হান। ৬ নম্বর রাজগাতী ইউপিতে চেয়ারম্যান প্রার্থীরা হলেন শাহাদাত হোসেন টুটন, আবুল হাসেম খান, আবদুল মতিন আকন্দ, আবদুর রউফ বাবলু, মো. রুকন উদ্দিন, ইফতেখার মোমতাজ। ৭ নম্বর মুশুলী ইউপিতে চার চেয়ারম্যান প্রার্থীরা হলেন মো. এনামুল হক, মো. এমদাদুল হক, ইফতেখার উদ্দিন ভূঁইয়া বিপ্লব, আবদুল লতিফ মাস্টার। ৮ নম্বর সিংরইল ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ১৬ জন। ৯ নম্বর আচারগাঁও ইউপিতে মোবারক হোসেন, আনোয়ারুল ইসলাম, রফিকুল ইসলাম রেনু, একেএম মোফাজ্জল হোসেন কাইয়ুম, জাহাঙ্গীর আলম জসিম, মো. আবদুল খালেক মিয়া। ১০ নম্বর শেরপুর ইউপিতে চেয়ারম্যান প্রার্থীরা হলেন বজলুর রহমান সুরুজ আলী, আবু সাইয়িদ, ছায়েদুল ইসলাম, জিয়া উদ্দিন, মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঁইয়া। ১১ নম্বর খারুয়া ইউপিতে আবদুস ছাত্তার, আবদুল সামাদ কামরুল হাসনাত ভূঁইয়া, ওয়াছিদ উল্লাহ, জুনাইদ, রেজাউল করিম, রাজু আহম্মেদ সোহরাব উদ্দিন চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১২ নম্বর জাহাঙ্গীরপুর ইউপিতে নূরুল হক, বাবুল মিয়া কামাল উদ্দিন, রিপন উদ্দিন ভূঁইয়া, ওসমান গনি ভূঁইয়া, মীর মাহমুদুল হাসান চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নান্দাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১২ ডিসেম্বর যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ ডিসেম্বর।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে