বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত ১২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শবনম ফেরদৌসির ‘আজব কারখানা’। এরপর চার সপ্তাহে নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তী সরকার গঠন—সব মিলিয়ে স্থবির হয়ে পড়েছিল সিনেমা ইন্ডাস্ট্রি। সরকার পতনের পর দেশজুড়ে দুর্বৃত্তদের হামলা হয়েছিল সিনেমা হলে। এখনো খোলেনি সব হল। এর মাঝেই আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মনোয়ার হোসেন ডিপজলের ‘অমানুষ হলো মানুষ’। দেশের পটপরিবর্তনের পর এটিই মুক্তি পাওয়া প্রথম সিনেমা। সারা দেশের ২১টি প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি।
মনতাজুর রহমান আকবর পরিচালিত অমানুষ হলো মানুষ ৯ আগস্ট দেশজুড়ে মুক্তির কথা ছিল। তবে দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় শেষ মুহূর্তে পিছিয়ে যায়। সিনেমার মুক্তি প্রসঙ্গে ডিপজল বলেন, ‘আমি সব সময় চলচ্চিত্রের কথা ভাবি। বর্তমান পরিস্থিতির কারণে বেশ কিছুদিন ধরে সিনেমা হল বন্ধ রয়েছে। এমন অবস্থা চলতে থাকলে অনেক হলমালিক পথে বসে যাবে। আমার সিনেমা মুক্তির জন্য প্রস্তুত রয়েছে। তাই হলমালিকদের কথা বিবেচনা করে অমানুষ হলো মানুষ মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
প্রযোজনার পাশাপাশি সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ডিপজল। এ ছাড়া আরও আছেন জয় চৌধুরী, মৌ খান, মাহমুদুল ইসলাম মিঠু, রাশেদা চৌধুরী, জ্যাকি আলমগীর প্রমুখ।
অস্থিরতা কাটিয়ে মুক্তি পেলেও নতুন সংকটে পড়েছে সিনেমাটি। দেশজুড়ে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। এমন সময়ে নতুন এই সিনেমাটি দর্শকের কাছে কতটুকু পৌঁছাতে পারে তা নিয়ে রয়েছে শঙ্কা। এ কারণে উচ্ছ্বাস নেই নায়ক জয় চৌধুরীর। তিনি বলেন, ‘অস্থির একটা সময়ের পর নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। এটা নিশ্চয়ই আনন্দের বিষয়। আমরা তো সব সময় চাই হলগুলোতে নিয়মিত নতুন সিনেমা থাকুক। সেই বিবেচনা থেকেই মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। কিন্তু বন্যার কারণে মানুষ যে কষ্ট করছে তা দেখে মনটা ভালো নেই। অনেক মানুষ আশ্রয়ের জায়গা খুঁজে পাচ্ছে না। এমন পরিস্থিতি দেখে সিনেমার মুক্তির আনন্দটা ম্লান হয়ে গেছে। বন্যাদুর্গত এলাকার মানুষ যেন এই দুঃসময় কাটিয়ে উঠতে পারে এই দোয়া করছি। সবাইকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।’
গত ১২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শবনম ফেরদৌসির ‘আজব কারখানা’। এরপর চার সপ্তাহে নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তী সরকার গঠন—সব মিলিয়ে স্থবির হয়ে পড়েছিল সিনেমা ইন্ডাস্ট্রি। সরকার পতনের পর দেশজুড়ে দুর্বৃত্তদের হামলা হয়েছিল সিনেমা হলে। এখনো খোলেনি সব হল। এর মাঝেই আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মনোয়ার হোসেন ডিপজলের ‘অমানুষ হলো মানুষ’। দেশের পটপরিবর্তনের পর এটিই মুক্তি পাওয়া প্রথম সিনেমা। সারা দেশের ২১টি প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি।
মনতাজুর রহমান আকবর পরিচালিত অমানুষ হলো মানুষ ৯ আগস্ট দেশজুড়ে মুক্তির কথা ছিল। তবে দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় শেষ মুহূর্তে পিছিয়ে যায়। সিনেমার মুক্তি প্রসঙ্গে ডিপজল বলেন, ‘আমি সব সময় চলচ্চিত্রের কথা ভাবি। বর্তমান পরিস্থিতির কারণে বেশ কিছুদিন ধরে সিনেমা হল বন্ধ রয়েছে। এমন অবস্থা চলতে থাকলে অনেক হলমালিক পথে বসে যাবে। আমার সিনেমা মুক্তির জন্য প্রস্তুত রয়েছে। তাই হলমালিকদের কথা বিবেচনা করে অমানুষ হলো মানুষ মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
প্রযোজনার পাশাপাশি সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ডিপজল। এ ছাড়া আরও আছেন জয় চৌধুরী, মৌ খান, মাহমুদুল ইসলাম মিঠু, রাশেদা চৌধুরী, জ্যাকি আলমগীর প্রমুখ।
অস্থিরতা কাটিয়ে মুক্তি পেলেও নতুন সংকটে পড়েছে সিনেমাটি। দেশজুড়ে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। এমন সময়ে নতুন এই সিনেমাটি দর্শকের কাছে কতটুকু পৌঁছাতে পারে তা নিয়ে রয়েছে শঙ্কা। এ কারণে উচ্ছ্বাস নেই নায়ক জয় চৌধুরীর। তিনি বলেন, ‘অস্থির একটা সময়ের পর নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। এটা নিশ্চয়ই আনন্দের বিষয়। আমরা তো সব সময় চাই হলগুলোতে নিয়মিত নতুন সিনেমা থাকুক। সেই বিবেচনা থেকেই মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। কিন্তু বন্যার কারণে মানুষ যে কষ্ট করছে তা দেখে মনটা ভালো নেই। অনেক মানুষ আশ্রয়ের জায়গা খুঁজে পাচ্ছে না। এমন পরিস্থিতি দেখে সিনেমার মুক্তির আনন্দটা ম্লান হয়ে গেছে। বন্যাদুর্গত এলাকার মানুষ যেন এই দুঃসময় কাটিয়ে উঠতে পারে এই দোয়া করছি। সবাইকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে