সিলেট ও গোলাপগঞ্জ প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচন কেন্দ্র করে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।
গত সোমবার রাতে মডেল থানার উপপরিদর্শক মহরম আলী বাদী হয়ে এই মামলা করেন। বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় আসামি করা হয়েছে ৪৩০ জনকে।
এদিকে গ্রেপ্তারের ভয়ে ইউনিয়নের কয়েক গ্রামের পুরুষেরা পালিয়ে বেড়াচ্ছেন। পুরুষশূন্য হয়ে পড়েছে গ্রামগুলো। এসব গ্রামের নারী ও শিশুরা আতঙ্কে রয়েছেন।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনূর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০০/৪০০ জনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক কয়েকজনকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফুলবাড়ী ইউনিয়নের রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামের মৃত তোয়ারিছ আলীর ছেলে মো. ফলিক আহমদ (৩০), পৌর এলাকার দীঘিরপার গ্রামের মৃত সাদেক আলীর ছেলে মিরন আহমদ (২৮), ফুলবাড়ী টিকরপাড়া গ্রামের মৃত শফিক আহমদের ছেলে কামরান আহমদ (২৫) ও একই গ্রামের মৃত মস্তর আলীর ছেলে আব্দুর রহিম (৩৮)।
গত রোববার রাতে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউপিতে চতুর্থ ধাপের নির্বাচনে ভোট গণনা শেষে ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কেন্দ্রের ফলাফল নিয়ে চেয়ারম্যান প্রার্থী এমরান হোসেনের সমর্থকেরা বৈটিকর বাজারে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দিতে চাইলে সংঘর্ষ বাধে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান লক্ষ্মীপাশা ইউনিয়নের রামপা গ্রামের আবদুস সালাম। তিনি সাইকেল ও রিকশা মেকানিক ছিলেন। সংঘর্ষ থামাতে ও অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ২৬৭ রাউন্ড শটগানের গুলি ছোড়ে বলে জানান ওসি।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচন কেন্দ্র করে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।
গত সোমবার রাতে মডেল থানার উপপরিদর্শক মহরম আলী বাদী হয়ে এই মামলা করেন। বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় আসামি করা হয়েছে ৪৩০ জনকে।
এদিকে গ্রেপ্তারের ভয়ে ইউনিয়নের কয়েক গ্রামের পুরুষেরা পালিয়ে বেড়াচ্ছেন। পুরুষশূন্য হয়ে পড়েছে গ্রামগুলো। এসব গ্রামের নারী ও শিশুরা আতঙ্কে রয়েছেন।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনূর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০০/৪০০ জনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক কয়েকজনকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফুলবাড়ী ইউনিয়নের রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামের মৃত তোয়ারিছ আলীর ছেলে মো. ফলিক আহমদ (৩০), পৌর এলাকার দীঘিরপার গ্রামের মৃত সাদেক আলীর ছেলে মিরন আহমদ (২৮), ফুলবাড়ী টিকরপাড়া গ্রামের মৃত শফিক আহমদের ছেলে কামরান আহমদ (২৫) ও একই গ্রামের মৃত মস্তর আলীর ছেলে আব্দুর রহিম (৩৮)।
গত রোববার রাতে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউপিতে চতুর্থ ধাপের নির্বাচনে ভোট গণনা শেষে ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কেন্দ্রের ফলাফল নিয়ে চেয়ারম্যান প্রার্থী এমরান হোসেনের সমর্থকেরা বৈটিকর বাজারে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দিতে চাইলে সংঘর্ষ বাধে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান লক্ষ্মীপাশা ইউনিয়নের রামপা গ্রামের আবদুস সালাম। তিনি সাইকেল ও রিকশা মেকানিক ছিলেন। সংঘর্ষ থামাতে ও অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ২৬৭ রাউন্ড শটগানের গুলি ছোড়ে বলে জানান ওসি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে