মনিরামপুর প্রতিনিধি
যশোরের মনিরামপুরে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে আন্দোলন করেছে শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পলাশী আদর্শ কলেজের পরীক্ষার্থীরা এই আন্দোলন করে।
তাদের অভিযোগ, প্রবেশপত্র বাবদ ১৫০ টাকা করে চেয়েছেন শিক্ষকেরা। টাকা ছাড়া প্রবেশপত্র দেওয়া হচ্ছে না।
শিক্ষকদের দাবি, এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকা দেওয়ানোর সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসে কলেজ কর্তৃপক্ষকে টাকা দিতে হয়েছে। সেই টাকাসহ প্রবেশপত্র বাবদ ১৫০ টাকা করে পরীক্ষার্থীদের কাছ থেকে চাওয়া হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা। পলাশী আদর্শ কলেজ থেকে এবার তিন বিভাগে ১৮০ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। গতকাল মঙ্গলবার সকালে পরীক্ষার প্রবেশপত্র আনতে কলেজে যায় শিক্ষার্থীরা। কিন্তু কর্তৃপক্ষ ১৫০ টাকা ছাড়া কাউকেই প্রবেশপত্র দিচ্ছে না।
গত ২২,২৩ ও ২৪ নভেম্বর উপজেলার এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হয়। উপজেলাটিতে ১৮টি কলেজের ২ হাজার ৭৮৯ জন পরীক্ষার্থী রয়েছে।
এ দিকে মঙ্গলবার কলেজে উপস্থিত ছিলেন না ভারপ্রাপ্ত অধ্যক্ষ সন্তোষ কুমার মণ্ডল।
সকালে কলেজে গিয়ে প্রবেশপত্র না পেয়ে মানবিক বিভাগের পরীক্ষার্থী খলিলুজ্জামান অধ্যক্ষের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে। এ সময় ওই পরীক্ষার্থী টাকা নেওয়ার বিষয়টি জানতে চাইলে অধ্যক্ষ বলেন, ‘টাকা কেন নিচ্ছি সেটা ইউএনও বলতে পারবেন। পারলে সেখানে গিয়ে জেনে এসো।’
অধ্যক্ষের সঙ্গে ওই পরীক্ষার্থীর কথোপকথনের অডিও রেকর্ড এ প্রতিবেদকের কাছে এসেছে।
এ বিষয়ে জানতে একাধিকবার মোবাইলে কল করা হয়েছে অধ্যক্ষকে। তিনি ফোন রিসিভ করেননি।
তবে প্রবেশপত্র বাবদ টাকা নেওয়ার বিষয়ে কথা বলেছেন কলেজের শিক্ষক মোশারেফ হোসেন। তিনি বলেন, ‘পরীক্ষার্থীদের করোনার টিকা দেওয়ানোর সময় কলেজের কিছু খরচ হয়েছিল। প্রবেশপত্র দেওয়ার সময় সেই খরচ ধরে আমরা ১৫০ টাকা করে চেয়েছি।’
মোশারেফ হোসেন বলেন, ‘উপজেলায় টিকা দেওয়ানোর সময় যশোর থেকে যাঁরা টিকা দিতে এসি গাড়িতে করে এসেছেন তাঁদের যাতায়াত খরচসহ সব আয়োজন করতে কিছু টাকা খরচ হয়েছে। ইউএনও বলেছেন, এ খরচ কলেজকে বহন করতে হবে।’
এ দিকে শাওন হোসেন নামে কলেজের এক পরীক্ষার্থী বলে, ‘আমরা টাকা চাওয়ার বিষয়টি ইউএনওকে মোবাইলে জানিয়েছি। তিনি লিখিত অভিযোগ করতে বলেছেন।’
এ বিষয়ে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, ‘কলেজে টাকা নেওয়ার বিষয়ে আমাকে ফোনে জানানো হয়েছে। আমি লিখিত অভিযোগ দিতে বলেছি।’
ইউএনও বলেন, ‘স্বাস্থ্য বিভাগ থেকে যাঁরা উপজেলায় টিকা দিতে এসেছেন তাঁদের মাইক্রো ভাড়াসহ সব আয়োজন করে দিতে হয়েছিল কলেজ কর্তৃপক্ষকে। বিষয়টি আমি জানি।’
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্রো বলেন, ‘প্রবেশপত্র বাবদ অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই।’
এ বিষয়ে যশোর জেলা সিভিল সার্জন শেখ আবু শাহিন বলেন, ‘অন্যদের মতো এইচএসসি পরীক্ষার্থীদেরও করোনার টিকা বিনা মূল্যে দেওয়া হয়েছে। কারও কাছ থেকে টাকা নেওয়ার নিয়ম নেই। এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকেও টিকাদানকর্মীরা কোনো টাকা নেননি।’
যশোরের মনিরামপুরে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে আন্দোলন করেছে শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পলাশী আদর্শ কলেজের পরীক্ষার্থীরা এই আন্দোলন করে।
তাদের অভিযোগ, প্রবেশপত্র বাবদ ১৫০ টাকা করে চেয়েছেন শিক্ষকেরা। টাকা ছাড়া প্রবেশপত্র দেওয়া হচ্ছে না।
শিক্ষকদের দাবি, এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকা দেওয়ানোর সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসে কলেজ কর্তৃপক্ষকে টাকা দিতে হয়েছে। সেই টাকাসহ প্রবেশপত্র বাবদ ১৫০ টাকা করে পরীক্ষার্থীদের কাছ থেকে চাওয়া হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা। পলাশী আদর্শ কলেজ থেকে এবার তিন বিভাগে ১৮০ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। গতকাল মঙ্গলবার সকালে পরীক্ষার প্রবেশপত্র আনতে কলেজে যায় শিক্ষার্থীরা। কিন্তু কর্তৃপক্ষ ১৫০ টাকা ছাড়া কাউকেই প্রবেশপত্র দিচ্ছে না।
গত ২২,২৩ ও ২৪ নভেম্বর উপজেলার এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হয়। উপজেলাটিতে ১৮টি কলেজের ২ হাজার ৭৮৯ জন পরীক্ষার্থী রয়েছে।
এ দিকে মঙ্গলবার কলেজে উপস্থিত ছিলেন না ভারপ্রাপ্ত অধ্যক্ষ সন্তোষ কুমার মণ্ডল।
সকালে কলেজে গিয়ে প্রবেশপত্র না পেয়ে মানবিক বিভাগের পরীক্ষার্থী খলিলুজ্জামান অধ্যক্ষের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে। এ সময় ওই পরীক্ষার্থী টাকা নেওয়ার বিষয়টি জানতে চাইলে অধ্যক্ষ বলেন, ‘টাকা কেন নিচ্ছি সেটা ইউএনও বলতে পারবেন। পারলে সেখানে গিয়ে জেনে এসো।’
অধ্যক্ষের সঙ্গে ওই পরীক্ষার্থীর কথোপকথনের অডিও রেকর্ড এ প্রতিবেদকের কাছে এসেছে।
এ বিষয়ে জানতে একাধিকবার মোবাইলে কল করা হয়েছে অধ্যক্ষকে। তিনি ফোন রিসিভ করেননি।
তবে প্রবেশপত্র বাবদ টাকা নেওয়ার বিষয়ে কথা বলেছেন কলেজের শিক্ষক মোশারেফ হোসেন। তিনি বলেন, ‘পরীক্ষার্থীদের করোনার টিকা দেওয়ানোর সময় কলেজের কিছু খরচ হয়েছিল। প্রবেশপত্র দেওয়ার সময় সেই খরচ ধরে আমরা ১৫০ টাকা করে চেয়েছি।’
মোশারেফ হোসেন বলেন, ‘উপজেলায় টিকা দেওয়ানোর সময় যশোর থেকে যাঁরা টিকা দিতে এসি গাড়িতে করে এসেছেন তাঁদের যাতায়াত খরচসহ সব আয়োজন করতে কিছু টাকা খরচ হয়েছে। ইউএনও বলেছেন, এ খরচ কলেজকে বহন করতে হবে।’
এ দিকে শাওন হোসেন নামে কলেজের এক পরীক্ষার্থী বলে, ‘আমরা টাকা চাওয়ার বিষয়টি ইউএনওকে মোবাইলে জানিয়েছি। তিনি লিখিত অভিযোগ করতে বলেছেন।’
এ বিষয়ে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, ‘কলেজে টাকা নেওয়ার বিষয়ে আমাকে ফোনে জানানো হয়েছে। আমি লিখিত অভিযোগ দিতে বলেছি।’
ইউএনও বলেন, ‘স্বাস্থ্য বিভাগ থেকে যাঁরা উপজেলায় টিকা দিতে এসেছেন তাঁদের মাইক্রো ভাড়াসহ সব আয়োজন করে দিতে হয়েছিল কলেজ কর্তৃপক্ষকে। বিষয়টি আমি জানি।’
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্রো বলেন, ‘প্রবেশপত্র বাবদ অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই।’
এ বিষয়ে যশোর জেলা সিভিল সার্জন শেখ আবু শাহিন বলেন, ‘অন্যদের মতো এইচএসসি পরীক্ষার্থীদেরও করোনার টিকা বিনা মূল্যে দেওয়া হয়েছে। কারও কাছ থেকে টাকা নেওয়ার নিয়ম নেই। এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকেও টিকাদানকর্মীরা কোনো টাকা নেননি।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১৮ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২১ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে