শিপুল ইসলাম, তারাগঞ্জ
কার্যালয়ে টেলিফোন আছে। প্রতি মাসে বিলও দিতে হয়। তবু তারাগঞ্জের অনেক সরকারি কর্মকর্তা তাঁদের কার্যালয়ের টিঅ্যান্ডটি ফোন নম্বরটি ভুলতে বসেছেন। এতে অবশ্য তাঁদের দোষ দেওয়া যায় না। কারণ উপজেলার বিভিন্ন সরকারি কার্যালয়ের টেলিফোনগুলো প্রায় তিন বছর হতে চলল নষ্ট হয়ে পড়ে আছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থানীয় এক্সচেঞ্জ কার্যালয়ে বারবার আবেদন করে বিরক্ত।
গত সোমবার উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে গেলে জুনিয়র পরিসংখ্যান সহকারী মাহাবুব আলম আক্ষেপ করে বলেন, ‘টেলিফোন সংযোগ সারা বছর নষ্ট থাকে। ৬ থেকে ৭ মাস পরপর বিলের কাগজ নিয়ে এসে বিল নিয়ে যায়। টেলিফোন ঠিক করার কথা বললে ঢাকার ফোন নম্বর দেয়। টেলিফোনে কথা না হলেও তাদের টাকা দিতে হয়। এ জন্য সংযোগ বিচ্ছিন্ন করেছি।’
তারাগঞ্জ টেলিফোন এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, উপজেলা সদরে দুই একর জমির ওপর অবস্থিত এক্সচেঞ্জটি ২০০৬ সালে কোটি টাকা ব্যয়ে ডিজিটাল হিসেবে উন্নীত করা হয়। এই এক্সচেঞ্জের মাধ্যমে সংযোগের ক্ষমতা রয়েছে ৫০০টি। এক সময় উপজেলায় ৩৫০টির মতো সংযোগ চালু ছিল। কিন্তু বর্তমানে কমে গিয়ে সরকারি ও বেসরকারি কার্যালয় এবং আবাসিক এলাকা মিলিয়ে মোট সংযোগ দাঁড়িয়েছে ৪৬টি। এসব সংযোগ বছরের অধিকাংশ সময় নানা কারণে বিকল থাকে। আর বাকি সংযোগগুলো অনেক দিন ধরে নষ্ট রয়েছে।
তারাগঞ্জ থানার ওসি ফারুক আহম্মদে বলেন, ‘টেলিফোন সংযোগ নষ্ট থাকায় গুরুত্বপূর্ণ ফ্যাক্স ও কল আসা বন্ধ আছে। সরকারি জিনিস দিনের পর দিন এভাবে বিকল হয়ে আছে। টেলিফোন অফিসের লোকদের ডাকলেও আসে না। ছয় মাসে একদিন এসে ঠিক করে দিয়ে বিল নিয়ে যায়। পরের দিন আবার টেলিফোন চলে না। নৈরাজ্য সৃষ্টি হয়েছে টেলিফোন অফিসে।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন জানান, তাঁর কার্যালয়ের টেলিফোনটি গত ৯ মাস ধরে কাজ করছে না। যেদিন টেলিফোন অফিসের লোকজন বিল নিতে আসেন শুধু সেই দিনই সংযোগ সচল থাকে।
ইউএনও আমিনুল জানান, তিনি তারাগঞ্জে যোগদানের পর থেকে কোনো দিন অফিসের টেলিফোন দিয়ে কাউকে কল করতে পারেননি। কখনো টেলিফোন সেটটিতে কলও আসেনি। শুধু টেবিলের শোভা বর্ধনের জন্য এটি রাখা।
রংপুর টিঅ্যান্ডটির জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিজয় সরকার বলেন, ‘সংযোগ ত্রুটির বিষয়টি জানা আছে। এটি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তাঁরা সমাধানের আশ্বাস দিয়েছেন। আশা করছি খুব শিগগিরই সমাধান হবে যাবে।’
কার্যালয়ে টেলিফোন আছে। প্রতি মাসে বিলও দিতে হয়। তবু তারাগঞ্জের অনেক সরকারি কর্মকর্তা তাঁদের কার্যালয়ের টিঅ্যান্ডটি ফোন নম্বরটি ভুলতে বসেছেন। এতে অবশ্য তাঁদের দোষ দেওয়া যায় না। কারণ উপজেলার বিভিন্ন সরকারি কার্যালয়ের টেলিফোনগুলো প্রায় তিন বছর হতে চলল নষ্ট হয়ে পড়ে আছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থানীয় এক্সচেঞ্জ কার্যালয়ে বারবার আবেদন করে বিরক্ত।
গত সোমবার উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে গেলে জুনিয়র পরিসংখ্যান সহকারী মাহাবুব আলম আক্ষেপ করে বলেন, ‘টেলিফোন সংযোগ সারা বছর নষ্ট থাকে। ৬ থেকে ৭ মাস পরপর বিলের কাগজ নিয়ে এসে বিল নিয়ে যায়। টেলিফোন ঠিক করার কথা বললে ঢাকার ফোন নম্বর দেয়। টেলিফোনে কথা না হলেও তাদের টাকা দিতে হয়। এ জন্য সংযোগ বিচ্ছিন্ন করেছি।’
তারাগঞ্জ টেলিফোন এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, উপজেলা সদরে দুই একর জমির ওপর অবস্থিত এক্সচেঞ্জটি ২০০৬ সালে কোটি টাকা ব্যয়ে ডিজিটাল হিসেবে উন্নীত করা হয়। এই এক্সচেঞ্জের মাধ্যমে সংযোগের ক্ষমতা রয়েছে ৫০০টি। এক সময় উপজেলায় ৩৫০টির মতো সংযোগ চালু ছিল। কিন্তু বর্তমানে কমে গিয়ে সরকারি ও বেসরকারি কার্যালয় এবং আবাসিক এলাকা মিলিয়ে মোট সংযোগ দাঁড়িয়েছে ৪৬টি। এসব সংযোগ বছরের অধিকাংশ সময় নানা কারণে বিকল থাকে। আর বাকি সংযোগগুলো অনেক দিন ধরে নষ্ট রয়েছে।
তারাগঞ্জ থানার ওসি ফারুক আহম্মদে বলেন, ‘টেলিফোন সংযোগ নষ্ট থাকায় গুরুত্বপূর্ণ ফ্যাক্স ও কল আসা বন্ধ আছে। সরকারি জিনিস দিনের পর দিন এভাবে বিকল হয়ে আছে। টেলিফোন অফিসের লোকদের ডাকলেও আসে না। ছয় মাসে একদিন এসে ঠিক করে দিয়ে বিল নিয়ে যায়। পরের দিন আবার টেলিফোন চলে না। নৈরাজ্য সৃষ্টি হয়েছে টেলিফোন অফিসে।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন জানান, তাঁর কার্যালয়ের টেলিফোনটি গত ৯ মাস ধরে কাজ করছে না। যেদিন টেলিফোন অফিসের লোকজন বিল নিতে আসেন শুধু সেই দিনই সংযোগ সচল থাকে।
ইউএনও আমিনুল জানান, তিনি তারাগঞ্জে যোগদানের পর থেকে কোনো দিন অফিসের টেলিফোন দিয়ে কাউকে কল করতে পারেননি। কখনো টেলিফোন সেটটিতে কলও আসেনি। শুধু টেবিলের শোভা বর্ধনের জন্য এটি রাখা।
রংপুর টিঅ্যান্ডটির জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিজয় সরকার বলেন, ‘সংযোগ ত্রুটির বিষয়টি জানা আছে। এটি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তাঁরা সমাধানের আশ্বাস দিয়েছেন। আশা করছি খুব শিগগিরই সমাধান হবে যাবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে