মো. নাইমুল ইসলাম, টঙ্গী (গাজীপুর)
গাজীপুরের টঙ্গীতে নিম্ন আয়ের পরিবারের শিশুদের চিকিৎসাসেবা দিতে প্রতিষ্ঠা করা হয় জাকাত বোর্ড শিশু হাসপাতাল। গত শতকের আশির দশকে টঙ্গীর এরশাদনগরে ৪৮ শতাংশ জমির ওপর হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। তবে এর অধিকাংশ জায়গা দখল হয়ে গেছে। দখল ছাড়াও নানা সমস্যায় জর্জরিত হাসপাতালটিতে চিকিৎসাসেবা মুখ থুবড়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালের ভবন খুবই জরাজীর্ণ। কোথাও খুলে পড়ছে হার্ডবোর্ড, আবার কোথাও টিনের চাল ভাঙা। দেয়ালের অনেক জায়গায় দেখা দিয়েছে ফাটল। ভবনটি দীর্ঘদিন সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
এদিকে হাসপাতালে নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা ও স্বাস্থ্যকর পায়খানা। রোগীদের জন্য নেই বসার ব্যবস্থা। হাসপাতালের মাঠে জমে আছে প্রায় হাঁটুসমান পানি। এ পানিতে খেলাধুলা করে স্থানীয় শিশুরা।
হাসপাতালে চিকিৎসাসেবা দিতে একজন জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তাসহ মাত্র দুজন স্বাস্থ্য কর্মকর্তা আছেন। আনুষঙ্গিক সেবা দেওয়ার জন্য আছেন পাঁচজন কর্মচারী। এতে নেই প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও প্যাথলজিকাল ল্যাব।
স্থানীয় বাসিন্দারা বলেন, বৃষ্টি হলে হাসপাতালের মাঠে হাঁটুপানি জমে থাকে। হাসপাতালে যাতায়াতের রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পেছনে ময়লার দুর্গন্ধ এবং বৃষ্টির পানি জমে থাকায় জন্ম নিচ্ছে মশা। আর শুষ্ক মৌসুমে পুরো হাসপাতাল ধুলায় আচ্ছন্ন থাকে। এ ছাড়া সন্ধ্যা হলেই মাদকসেবীরা হাসপাতালের মাঠে বসে মাদক সেবন করে। রাতের বেলায় বিভিন্ন অনৈতিক কাজ হয় বলেও অভিযোগ করেন তাঁরা।
দশ মাস বয়সী শিশুকে ডাক্তার দেখাতে হাসপাতালে নিয়ে এসেছেন নীলিমা আক্তার। প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে আছেন তিনি। শিশুকে নিয়ে লাইনে দাঁড়ানো নীলিমা জানতে পারেন এখনো ডাক্তার আসেননি। শিশুসন্তানকে নিয়ে বসার ইচ্ছা হলেও বসার ব্যবস্থা না থাকায় বসতে পারছেন না বলে জানান।
এরশাদনগর তিন নম্বর ব্লকের বাসিন্দা রুবাইয়া বেগম তিন মাস বয়সী শিশুকে নিয়ে এসেছেন এই হাসপাতালে। শিশুকে চিকিৎসক দেখানোর পর হাসপাতাল থেকে ওষুধও পেয়েছেন। তবে সে ওষুধগুলো কম দামি, বেশি দামি ওষুধগুলো বাইরে থেকে কিনতে হবে। যদি সব ওষুধ এখান থেকে দেওয়া হতো তাহলে অনেক উপকার হতো বলে জানান তিনি।
হাসপাতালের জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা ডা. আফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন হাসপাতালটির সংস্কার করা হয়নি। ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিক বার এ বিষয়ে জানানো হয়েছে। তবে কবে নাগাদ এ সমস্যা সমাধান হবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না।
গাজীপুর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারুক আহমেদ বলেন, ‘রাতে অনৈতিক কার্যকলাপের বিষয়ে প্রশাসনকে একাধিকবার জানানো হয়েছে।’
গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ইতিমধ্যে হাসপাতালটি পরিদর্শন শেষে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। আশা করছি খুব দ্রুতই সংস্কার কাজ শুরু হবে।’
গাজীপুরের টঙ্গীতে নিম্ন আয়ের পরিবারের শিশুদের চিকিৎসাসেবা দিতে প্রতিষ্ঠা করা হয় জাকাত বোর্ড শিশু হাসপাতাল। গত শতকের আশির দশকে টঙ্গীর এরশাদনগরে ৪৮ শতাংশ জমির ওপর হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। তবে এর অধিকাংশ জায়গা দখল হয়ে গেছে। দখল ছাড়াও নানা সমস্যায় জর্জরিত হাসপাতালটিতে চিকিৎসাসেবা মুখ থুবড়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালের ভবন খুবই জরাজীর্ণ। কোথাও খুলে পড়ছে হার্ডবোর্ড, আবার কোথাও টিনের চাল ভাঙা। দেয়ালের অনেক জায়গায় দেখা দিয়েছে ফাটল। ভবনটি দীর্ঘদিন সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
এদিকে হাসপাতালে নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা ও স্বাস্থ্যকর পায়খানা। রোগীদের জন্য নেই বসার ব্যবস্থা। হাসপাতালের মাঠে জমে আছে প্রায় হাঁটুসমান পানি। এ পানিতে খেলাধুলা করে স্থানীয় শিশুরা।
হাসপাতালে চিকিৎসাসেবা দিতে একজন জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তাসহ মাত্র দুজন স্বাস্থ্য কর্মকর্তা আছেন। আনুষঙ্গিক সেবা দেওয়ার জন্য আছেন পাঁচজন কর্মচারী। এতে নেই প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও প্যাথলজিকাল ল্যাব।
স্থানীয় বাসিন্দারা বলেন, বৃষ্টি হলে হাসপাতালের মাঠে হাঁটুপানি জমে থাকে। হাসপাতালে যাতায়াতের রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পেছনে ময়লার দুর্গন্ধ এবং বৃষ্টির পানি জমে থাকায় জন্ম নিচ্ছে মশা। আর শুষ্ক মৌসুমে পুরো হাসপাতাল ধুলায় আচ্ছন্ন থাকে। এ ছাড়া সন্ধ্যা হলেই মাদকসেবীরা হাসপাতালের মাঠে বসে মাদক সেবন করে। রাতের বেলায় বিভিন্ন অনৈতিক কাজ হয় বলেও অভিযোগ করেন তাঁরা।
দশ মাস বয়সী শিশুকে ডাক্তার দেখাতে হাসপাতালে নিয়ে এসেছেন নীলিমা আক্তার। প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে আছেন তিনি। শিশুকে নিয়ে লাইনে দাঁড়ানো নীলিমা জানতে পারেন এখনো ডাক্তার আসেননি। শিশুসন্তানকে নিয়ে বসার ইচ্ছা হলেও বসার ব্যবস্থা না থাকায় বসতে পারছেন না বলে জানান।
এরশাদনগর তিন নম্বর ব্লকের বাসিন্দা রুবাইয়া বেগম তিন মাস বয়সী শিশুকে নিয়ে এসেছেন এই হাসপাতালে। শিশুকে চিকিৎসক দেখানোর পর হাসপাতাল থেকে ওষুধও পেয়েছেন। তবে সে ওষুধগুলো কম দামি, বেশি দামি ওষুধগুলো বাইরে থেকে কিনতে হবে। যদি সব ওষুধ এখান থেকে দেওয়া হতো তাহলে অনেক উপকার হতো বলে জানান তিনি।
হাসপাতালের জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা ডা. আফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন হাসপাতালটির সংস্কার করা হয়নি। ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিক বার এ বিষয়ে জানানো হয়েছে। তবে কবে নাগাদ এ সমস্যা সমাধান হবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না।
গাজীপুর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারুক আহমেদ বলেন, ‘রাতে অনৈতিক কার্যকলাপের বিষয়ে প্রশাসনকে একাধিকবার জানানো হয়েছে।’
গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ইতিমধ্যে হাসপাতালটি পরিদর্শন শেষে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। আশা করছি খুব দ্রুতই সংস্কার কাজ শুরু হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে