মীর রাকিব হাসান, ঢাকা
একসময় নাটক-সিনেমার অভিনয়শিল্পী খোঁজার জন্য পরিচালকেরা মঞ্চের দ্বারস্থ হতেন। গাইড হাউস কিংবা মহিলা সমিতি মিলনায়তনে নাটক দেখতেন। মঞ্চের যে পাত্র-পাত্রী অভিনয়ে চমকে দিচ্ছেন, তাঁকে তুলে আনতেন। বিজ্ঞাপন হাউসগুলো পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও নতুন মুখ নিত। নতুন মুখের ছবির স্তূপ জমত বিজ্ঞাপনী হাউসে।
এখন শিল্পী খোঁজার বড় মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। শিল্পী বাছাইয়ের ক্ষেত্রে ফেসবুক, টুইটার, টিকটক, ইনস্টাগ্রামসহ অন্য সব সামাজিক যোগাযোগমাধ্যমে কার অনুসারী কত—এটাও হয়ে উঠছে বিবেচ্য। যাঁর যত ফ্যান-ফলোয়ার, তাঁকে নিয়ে নাটক বানালে তত বেশি ভিউ হবে ভেবে অনেকেই সেই পথে হাঁটছেন। টিভি নাটকে এখন যাঁরা অভিনয় করছেন, তাঁদের অনেকেরই মঞ্চে কাজ করার অভিজ্ঞতা নেই। বিজ্ঞাপনচিত্রে জনপ্রিয় এমন অনেকেই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করছেন।
অভিজ্ঞজনেরা বলছেন, পাত্র-পাত্রী যেকোনো মাধ্যম থেকে বাছাই হতে পারে। তবে প্রশিক্ষণ নিয়ে নিজেকে তৈরি করে নিতে পারলে ভালো। তা না হলে শিল্পীর স্থায়িত্বও কমে। দেশে এখন অনেক চ্যানেল। কাজের পরিমাণ বাড়ছে। কিন্তু সেই হারে ভালো অভিনয়শিল্পী বাড়ছে না। তাই যাঁরা প্রতিভাবান, নতুন হলেও তাঁদের জন্য রয়েছে নিজেকে প্রমাণ করার সুযোগ।
অভিনয় একটি শিল্প। অন্য সব শিল্পের মতো এটাও চর্চার বিষয়। অনেকেই মনে করেন, অভিনয় করতে হলে সুন্দর চেহারা থাকতে হবে, লম্বা হতে হবে—এটা ভুল। বলিউড তারকা নওয়াজউদ্দিন সিদ্দিকী এসব ছাড়াই বেশ দামি শিল্পী হয়ে উঠেছেন।
শিখছেন তাঁরাও
প্রায় ২০ বছরের অভিনয় ক্যারিয়ার মৌটুসী বিশ্বাসের। অভিনয় শিখতে এখনো নিয়মিত সময় দেন। মৌটুসী বলেন, ‘আমার মনে হচ্ছিল, শেখার অনেক বাকি। তাই করোনায় ঘরবন্দী সময়ে অনলাইনে কোর্স করেছি। পাশাপাশি অভিনয় নিয়ে পড়াশোনা করছি। নিজেকে গড়ছি। নিজেকে তৈরি করে নতুনভাবে ক্যামেরার সামনে দাঁড়াতে চাইছি।’
প্রখ্যাত অভিনয়শিল্পী আলী যাকের ও সারা যাকেরের ছেলে ইরেশ যাকের। নানা ধরনের চরিত্রে দেখা যায় তাঁকে। এরপরও তৃপ্ত নন তিনি। নিজেকে আরও দক্ষ করে তুলতে দেশের দুই প্রখ্যাত অভিনয়শিল্পীর ছাত্র হয়েছেন তিনি। বেশ কিছুদিন ধরেই নায়লা আজাদ নূপুর ও আজাদ আবুল কালামের কাছে অভিনয়ের খুঁটিনাটি বিষয়গুলো শিখেছেন।
ইরেশ যাকের বলেন, ‘মা আমার অভিনয়ের বিষয়ে সবসময়ই ফিডব্যাক দেন। আমার এক বন্ধু আমাকে একবার বলল, “তোর অভিনয় দেখলে মনে হয় তুই চরিত্রে ঢুকিস না।” তখন মনে হলো চরিত্রে না ঢুকলে তো মেকি ভাবটা থেকে যাবে। এটা দূর করার চেষ্টা করলাম। এরপর অভিনয়ে আমার পরিবর্তনটা নিজেই বুঝতে পেরেছি।’
অভিনেত্রী ও নৃত্যশিল্পী মুমতাহিনা টয়া অনেক দিন ধরেই খোঁজ করছিলেন, কোথায় গেলে অভিনয় নিয়ে পড়া যাবে, স্বল্প সময়ে হাতে-কলমে শেখা যাবে অভিনয়ের কৌশল। কারণ কাজ থেকে লম্বা ছুটি নেওয়ারও সুযোগ নেই। খুঁজতে খুঁজতে মুম্বাইয়ের জুহুতে নামকরা অভিনয়ের স্কুল অ্যাক্টর প্রিপেয়ার্সের খবর পান টয়া।
এটি বলিউড অভিনেতা অনুপম খেরের স্কুল। সেখানে মনের মতো একটি কোর্সও পেয়ে যান। গত বছর টানা এক মাস সেখানে অভিনয়ের কোর্স করেন। টয়া বলেন, ‘এত দিন যেভাবে অভিনয় করেছি, তেমনিই শিখিয়েছে ক্লাসে। এর সঙ্গে যুক্ত হয়েছে ছোট ছোট কারিগরি বিষয়ের জ্ঞান। ইম্প্রোভাইজেশন, আবেগ আর অভিব্যক্তি নিয়ন্ত্রণসহ বেশ কিছু বিষয়ের ওপর ক্লাস করেছি। আমার কোর্সের শিক্ষক ছিলেন ভারতের চলচ্চিত্র নির্মাতা সুবীর ভাম্বানি।’
জামিল স্যারের শিক্ষার্থী
দেশের প্রখ্যাত নাট্যজন সৈয়দ জামিল আহমেদ। দেশের আলোচিত থিয়েটার প্রযোজনার তালিকায় তাঁর একাধিক কাজ রয়েছে। বিশেষ করে ‘রিজওয়ান’-এর ব্যাপক জনপ্রিয়তার পর তিনি সর্বাধিক দর্শকের কাছে পৌঁছে গেছেন।
শুধু সাধারণ দর্শকই নয়, তাঁর কাজের প্রতি অনুরাগ ও সম্মান জন্মেছে শোবিজ তারকাদের মধ্যেও। তরুণ প্রজন্মের একঝাঁক তারকা জামিল আহমেদের কর্মশালায় অংশ নিয়েছেন। তাঁরা হলেন মৌটুসী বিশ্বাস, ভাবনা, সাবিলা নূর, ইয়াশ রোহান, নাজিফা তুষি, শর্মিমালা, নওশাবা, শিরিন শিলা, নির্মাতা আরিফ, বিজন, রাকা প্রমুখ। ‘হাওয়া’ সিনেমার নায়িকা তুষি বলেন, ‘স্যার আমাদের শিখিয়েছেন, শুধু নিজের চরিত্র ও সংলাপ নিয়ে ভাবলেই চলবে না, একটা নাটক বা সিনেমার বাদবাকি চরিত্রগুলোর সঙ্গে ঐক্য গড়ে তুলতে হয়, বিনিময় করতে হয়, তাহলেই সামগ্রিকভাবে কাজটি ভালো হয়। এ ছাড়া স্যার অভিনয়ের বেশ কিছু মেথড দেখিয়েছেন।’
কোথায় শিখবেন?
অভিনয় শেখার জন্য বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বেশ অপ্রতুল। তবে অনেক পেশাদার থিয়েটার অভিনয়ের ওপর কোর্স করায়। এসব কোর্স শেষে সার্টিফিকেটও দেওয়া হয়। অনেক ক্ষেত্রে গ্রুপগুলোও এখান থেকে সদস্য সংগ্রহ করে। মূলত এই কোর্সগুলো অভিনয় শেখার জন্য বেশ ভালো ভূমিকা রাখে। চারুনীড়ম, থিয়েটার স্কুল, প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিংসহ হাতে-কলমে শেখার বেশ কিছু জায়গা রয়েছে, খোঁজ নিয়ে সেখানে অভিনয় চর্চা করা যেতে পারে। এ ছাড়া বিভিন্ন থিয়েটারের সঙ্গে যুক্ত হয়েও প্রশিক্ষণ নেওয়া সম্ভব।
প্রমিত উচ্চারণে দক্ষতা অর্জনের জন্য ঢাকায় বেশ কিছু স্থানে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে—আবৃত্তি একাডেমি, নন্দনকানন, স্রোত, সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র, বৈকুণ্ঠ, স্বরশ্রুতি, বোধন আবৃত্তি পরিষদ, দৃষ্টি, হরবোলা, বাকশিল্পাঙ্গন, কণ্ঠশীলন প্রভৃতি। এ ছাড়া শিশু একাডেমি বা ছায়ানটের মতো প্রতিষ্ঠানগুলোতে এ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।
মঞ্চ খুবই গুরুত্বপূর্ণ জায়গা
—আবুল হায়াত, অভিনেতা
তরুণেরা বেশ ভালো করছে। অনেকে আবার চমক দেখিয়ে হারিয়ে যাচ্ছে। মিডিয়ায় টিকে থাকতে চাইলে অভিনয় শেখাটা জরুরি। শেখার অনেক জায়গা আছে। দেশের বিভিন্ন স্থানে অ্যাক্টিং স্কুল আছে। এক মাস মেয়াদি কোর্স করলেও কিছুটা জানা যায়। মৌলিক ধারণা অন্তত পাওয়া যায়। আগে ছেলেমেয়েরা মঞ্চে দীর্ঘদিন কাজ করে তারপর টিভিতে আসত। এখন টিভিতে কাজ করবে বলেই অনেকে মঞ্চে আসে। অভিনয় শেখার জন্য মঞ্চ খুবই গুরুত্বপূর্ণ জায়গা।
অভিনয়কে ভালোবাসতে হবে
—সোহেল রানা, প্রযোজক ও অভিনেতা
এখনকার অনেক ছেলেমেয়ে নাচ শিখে অভিনয়ে আসছে। ফাইট রপ্ত করেও আসছে কেউ কেউ। এটা ভালো। কিছু মানুষ অভিনয় প্রতিভা নিয়ে জন্মায়। কেউ অভিনয় শিখে এল বা না শিখে এল তারচেয়ে গুরুত্বপূর্ণ অভিনয়টাকে সে ভালোবাসে কি না। অনেকেরই অভিনয়ের প্রতি ভালোবাসা কম। অনেকে টাকাপয়সার জন্যই অভিনয় করে। অভিনয় ভালো করার চেয়ে নাম কামানোর প্রতিই বেশি মনোযোগী তারা। সবার প্রতিই বলব, অভিনয়টাকে ভালোবাসতে হবে।
প্রশিক্ষণ করিয়ে নিলে ভালো হয়
—গাজী রাকায়েত, নির্মাতা ও অভিনেতা
বাইরের দেশে নাটক কিংবা কাস্টিং ডিরেক্টর বা কাস্টিং এজেন্সি বলে প্রতিষ্ঠান থাকে। সেখান থেকে চরিত্রের উপযোগী অভিনয়শিল্পী বাছাই করা যায়, হোক নতুন কিংবা পুরোনো। আমাদের দেশে শুধু বিজ্ঞাপনচিত্রে এই প্রচলন আছে। যেকোনো মাধ্যম থেকে নাটকের পাত্র-পাত্রী বাছাই করা যেতে পারে। নতুন হলে তাঁদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রশিক্ষণ করিয়ে নিলে ভালো হয়। আমি নতুনদের নিয়ে কাজ করার সময় সম্ভব হলে এটা করি।
আত্মবিশ্বাসের বিকল্প নেই
—মীর সাব্বির, নির্মাতা ও অভিনেতা
মিডিয়ায় প্রতিষ্ঠা পেতে হলে পূর্বপ্রস্তুতির দরকার। অবজারভেশন ক্ষমতা বাড়ানো দরকার। একজন মানুষ তখনই ভালো অভিনেতা, যখন তিনি একজন ভালো দর্শক। তাই এখন থেকেই পছন্দের শিল্পীদের অভিনয় মনোযোগ দিয়ে লক্ষ করা উচিত। যেকোনো শিল্পে সফল হতে হলে আত্মবিশ্বাসের বিকল্প নেই। নিজেকে ভালোমতো বোঝাতে হবে ‘আমিও পারি’। পাশাপািশ কিছু মৌলিক বিষয় রপ্ত করতে হয়।
শুদ্ধ বাংলা রপ্ত করতে হবে
—অমিতাভ রেজা, নির্মাতা
নতুনদের মাঝে আমি সম্ভাবনা দেখছি। তাদের দক্ষতার পাশাপাশি ভালো গল্প, নির্মাণপ্রক্রিয়াও একটা বিষয়। এখন যারা আসছে, তাদের মধ্যে লাইট-ক্যামেরা নিয়ে জড়তা থাকে না। ওরা শিখেই আসছে। তবে, এদের অভিনয়ে গভীরতা নেই। অভিনয়ের জন্য নিজেদের চিন্তা ও দর্শনের প্রস্তুতিটা ঠিকঠাক হচ্ছে না। এর জন্য দরকার বেসিক প্রস্তুতি। কোনো অভিনয়ের স্কুলে গিয়ে শেখা যেতে পারে। এ ছাড়া বাংলা ভাষাটা শুদ্ধভাবে রপ্ত করে আসতে হবে। বাংলা সাহিত্য, বিশেষ করে কবিতা চর্চা করা যেতে পারে।
একসময় নাটক-সিনেমার অভিনয়শিল্পী খোঁজার জন্য পরিচালকেরা মঞ্চের দ্বারস্থ হতেন। গাইড হাউস কিংবা মহিলা সমিতি মিলনায়তনে নাটক দেখতেন। মঞ্চের যে পাত্র-পাত্রী অভিনয়ে চমকে দিচ্ছেন, তাঁকে তুলে আনতেন। বিজ্ঞাপন হাউসগুলো পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও নতুন মুখ নিত। নতুন মুখের ছবির স্তূপ জমত বিজ্ঞাপনী হাউসে।
এখন শিল্পী খোঁজার বড় মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। শিল্পী বাছাইয়ের ক্ষেত্রে ফেসবুক, টুইটার, টিকটক, ইনস্টাগ্রামসহ অন্য সব সামাজিক যোগাযোগমাধ্যমে কার অনুসারী কত—এটাও হয়ে উঠছে বিবেচ্য। যাঁর যত ফ্যান-ফলোয়ার, তাঁকে নিয়ে নাটক বানালে তত বেশি ভিউ হবে ভেবে অনেকেই সেই পথে হাঁটছেন। টিভি নাটকে এখন যাঁরা অভিনয় করছেন, তাঁদের অনেকেরই মঞ্চে কাজ করার অভিজ্ঞতা নেই। বিজ্ঞাপনচিত্রে জনপ্রিয় এমন অনেকেই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করছেন।
অভিজ্ঞজনেরা বলছেন, পাত্র-পাত্রী যেকোনো মাধ্যম থেকে বাছাই হতে পারে। তবে প্রশিক্ষণ নিয়ে নিজেকে তৈরি করে নিতে পারলে ভালো। তা না হলে শিল্পীর স্থায়িত্বও কমে। দেশে এখন অনেক চ্যানেল। কাজের পরিমাণ বাড়ছে। কিন্তু সেই হারে ভালো অভিনয়শিল্পী বাড়ছে না। তাই যাঁরা প্রতিভাবান, নতুন হলেও তাঁদের জন্য রয়েছে নিজেকে প্রমাণ করার সুযোগ।
অভিনয় একটি শিল্প। অন্য সব শিল্পের মতো এটাও চর্চার বিষয়। অনেকেই মনে করেন, অভিনয় করতে হলে সুন্দর চেহারা থাকতে হবে, লম্বা হতে হবে—এটা ভুল। বলিউড তারকা নওয়াজউদ্দিন সিদ্দিকী এসব ছাড়াই বেশ দামি শিল্পী হয়ে উঠেছেন।
শিখছেন তাঁরাও
প্রায় ২০ বছরের অভিনয় ক্যারিয়ার মৌটুসী বিশ্বাসের। অভিনয় শিখতে এখনো নিয়মিত সময় দেন। মৌটুসী বলেন, ‘আমার মনে হচ্ছিল, শেখার অনেক বাকি। তাই করোনায় ঘরবন্দী সময়ে অনলাইনে কোর্স করেছি। পাশাপাশি অভিনয় নিয়ে পড়াশোনা করছি। নিজেকে গড়ছি। নিজেকে তৈরি করে নতুনভাবে ক্যামেরার সামনে দাঁড়াতে চাইছি।’
প্রখ্যাত অভিনয়শিল্পী আলী যাকের ও সারা যাকেরের ছেলে ইরেশ যাকের। নানা ধরনের চরিত্রে দেখা যায় তাঁকে। এরপরও তৃপ্ত নন তিনি। নিজেকে আরও দক্ষ করে তুলতে দেশের দুই প্রখ্যাত অভিনয়শিল্পীর ছাত্র হয়েছেন তিনি। বেশ কিছুদিন ধরেই নায়লা আজাদ নূপুর ও আজাদ আবুল কালামের কাছে অভিনয়ের খুঁটিনাটি বিষয়গুলো শিখেছেন।
ইরেশ যাকের বলেন, ‘মা আমার অভিনয়ের বিষয়ে সবসময়ই ফিডব্যাক দেন। আমার এক বন্ধু আমাকে একবার বলল, “তোর অভিনয় দেখলে মনে হয় তুই চরিত্রে ঢুকিস না।” তখন মনে হলো চরিত্রে না ঢুকলে তো মেকি ভাবটা থেকে যাবে। এটা দূর করার চেষ্টা করলাম। এরপর অভিনয়ে আমার পরিবর্তনটা নিজেই বুঝতে পেরেছি।’
অভিনেত্রী ও নৃত্যশিল্পী মুমতাহিনা টয়া অনেক দিন ধরেই খোঁজ করছিলেন, কোথায় গেলে অভিনয় নিয়ে পড়া যাবে, স্বল্প সময়ে হাতে-কলমে শেখা যাবে অভিনয়ের কৌশল। কারণ কাজ থেকে লম্বা ছুটি নেওয়ারও সুযোগ নেই। খুঁজতে খুঁজতে মুম্বাইয়ের জুহুতে নামকরা অভিনয়ের স্কুল অ্যাক্টর প্রিপেয়ার্সের খবর পান টয়া।
এটি বলিউড অভিনেতা অনুপম খেরের স্কুল। সেখানে মনের মতো একটি কোর্সও পেয়ে যান। গত বছর টানা এক মাস সেখানে অভিনয়ের কোর্স করেন। টয়া বলেন, ‘এত দিন যেভাবে অভিনয় করেছি, তেমনিই শিখিয়েছে ক্লাসে। এর সঙ্গে যুক্ত হয়েছে ছোট ছোট কারিগরি বিষয়ের জ্ঞান। ইম্প্রোভাইজেশন, আবেগ আর অভিব্যক্তি নিয়ন্ত্রণসহ বেশ কিছু বিষয়ের ওপর ক্লাস করেছি। আমার কোর্সের শিক্ষক ছিলেন ভারতের চলচ্চিত্র নির্মাতা সুবীর ভাম্বানি।’
জামিল স্যারের শিক্ষার্থী
দেশের প্রখ্যাত নাট্যজন সৈয়দ জামিল আহমেদ। দেশের আলোচিত থিয়েটার প্রযোজনার তালিকায় তাঁর একাধিক কাজ রয়েছে। বিশেষ করে ‘রিজওয়ান’-এর ব্যাপক জনপ্রিয়তার পর তিনি সর্বাধিক দর্শকের কাছে পৌঁছে গেছেন।
শুধু সাধারণ দর্শকই নয়, তাঁর কাজের প্রতি অনুরাগ ও সম্মান জন্মেছে শোবিজ তারকাদের মধ্যেও। তরুণ প্রজন্মের একঝাঁক তারকা জামিল আহমেদের কর্মশালায় অংশ নিয়েছেন। তাঁরা হলেন মৌটুসী বিশ্বাস, ভাবনা, সাবিলা নূর, ইয়াশ রোহান, নাজিফা তুষি, শর্মিমালা, নওশাবা, শিরিন শিলা, নির্মাতা আরিফ, বিজন, রাকা প্রমুখ। ‘হাওয়া’ সিনেমার নায়িকা তুষি বলেন, ‘স্যার আমাদের শিখিয়েছেন, শুধু নিজের চরিত্র ও সংলাপ নিয়ে ভাবলেই চলবে না, একটা নাটক বা সিনেমার বাদবাকি চরিত্রগুলোর সঙ্গে ঐক্য গড়ে তুলতে হয়, বিনিময় করতে হয়, তাহলেই সামগ্রিকভাবে কাজটি ভালো হয়। এ ছাড়া স্যার অভিনয়ের বেশ কিছু মেথড দেখিয়েছেন।’
কোথায় শিখবেন?
অভিনয় শেখার জন্য বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বেশ অপ্রতুল। তবে অনেক পেশাদার থিয়েটার অভিনয়ের ওপর কোর্স করায়। এসব কোর্স শেষে সার্টিফিকেটও দেওয়া হয়। অনেক ক্ষেত্রে গ্রুপগুলোও এখান থেকে সদস্য সংগ্রহ করে। মূলত এই কোর্সগুলো অভিনয় শেখার জন্য বেশ ভালো ভূমিকা রাখে। চারুনীড়ম, থিয়েটার স্কুল, প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিংসহ হাতে-কলমে শেখার বেশ কিছু জায়গা রয়েছে, খোঁজ নিয়ে সেখানে অভিনয় চর্চা করা যেতে পারে। এ ছাড়া বিভিন্ন থিয়েটারের সঙ্গে যুক্ত হয়েও প্রশিক্ষণ নেওয়া সম্ভব।
প্রমিত উচ্চারণে দক্ষতা অর্জনের জন্য ঢাকায় বেশ কিছু স্থানে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে—আবৃত্তি একাডেমি, নন্দনকানন, স্রোত, সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র, বৈকুণ্ঠ, স্বরশ্রুতি, বোধন আবৃত্তি পরিষদ, দৃষ্টি, হরবোলা, বাকশিল্পাঙ্গন, কণ্ঠশীলন প্রভৃতি। এ ছাড়া শিশু একাডেমি বা ছায়ানটের মতো প্রতিষ্ঠানগুলোতে এ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।
মঞ্চ খুবই গুরুত্বপূর্ণ জায়গা
—আবুল হায়াত, অভিনেতা
তরুণেরা বেশ ভালো করছে। অনেকে আবার চমক দেখিয়ে হারিয়ে যাচ্ছে। মিডিয়ায় টিকে থাকতে চাইলে অভিনয় শেখাটা জরুরি। শেখার অনেক জায়গা আছে। দেশের বিভিন্ন স্থানে অ্যাক্টিং স্কুল আছে। এক মাস মেয়াদি কোর্স করলেও কিছুটা জানা যায়। মৌলিক ধারণা অন্তত পাওয়া যায়। আগে ছেলেমেয়েরা মঞ্চে দীর্ঘদিন কাজ করে তারপর টিভিতে আসত। এখন টিভিতে কাজ করবে বলেই অনেকে মঞ্চে আসে। অভিনয় শেখার জন্য মঞ্চ খুবই গুরুত্বপূর্ণ জায়গা।
অভিনয়কে ভালোবাসতে হবে
—সোহেল রানা, প্রযোজক ও অভিনেতা
এখনকার অনেক ছেলেমেয়ে নাচ শিখে অভিনয়ে আসছে। ফাইট রপ্ত করেও আসছে কেউ কেউ। এটা ভালো। কিছু মানুষ অভিনয় প্রতিভা নিয়ে জন্মায়। কেউ অভিনয় শিখে এল বা না শিখে এল তারচেয়ে গুরুত্বপূর্ণ অভিনয়টাকে সে ভালোবাসে কি না। অনেকেরই অভিনয়ের প্রতি ভালোবাসা কম। অনেকে টাকাপয়সার জন্যই অভিনয় করে। অভিনয় ভালো করার চেয়ে নাম কামানোর প্রতিই বেশি মনোযোগী তারা। সবার প্রতিই বলব, অভিনয়টাকে ভালোবাসতে হবে।
প্রশিক্ষণ করিয়ে নিলে ভালো হয়
—গাজী রাকায়েত, নির্মাতা ও অভিনেতা
বাইরের দেশে নাটক কিংবা কাস্টিং ডিরেক্টর বা কাস্টিং এজেন্সি বলে প্রতিষ্ঠান থাকে। সেখান থেকে চরিত্রের উপযোগী অভিনয়শিল্পী বাছাই করা যায়, হোক নতুন কিংবা পুরোনো। আমাদের দেশে শুধু বিজ্ঞাপনচিত্রে এই প্রচলন আছে। যেকোনো মাধ্যম থেকে নাটকের পাত্র-পাত্রী বাছাই করা যেতে পারে। নতুন হলে তাঁদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রশিক্ষণ করিয়ে নিলে ভালো হয়। আমি নতুনদের নিয়ে কাজ করার সময় সম্ভব হলে এটা করি।
আত্মবিশ্বাসের বিকল্প নেই
—মীর সাব্বির, নির্মাতা ও অভিনেতা
মিডিয়ায় প্রতিষ্ঠা পেতে হলে পূর্বপ্রস্তুতির দরকার। অবজারভেশন ক্ষমতা বাড়ানো দরকার। একজন মানুষ তখনই ভালো অভিনেতা, যখন তিনি একজন ভালো দর্শক। তাই এখন থেকেই পছন্দের শিল্পীদের অভিনয় মনোযোগ দিয়ে লক্ষ করা উচিত। যেকোনো শিল্পে সফল হতে হলে আত্মবিশ্বাসের বিকল্প নেই। নিজেকে ভালোমতো বোঝাতে হবে ‘আমিও পারি’। পাশাপািশ কিছু মৌলিক বিষয় রপ্ত করতে হয়।
শুদ্ধ বাংলা রপ্ত করতে হবে
—অমিতাভ রেজা, নির্মাতা
নতুনদের মাঝে আমি সম্ভাবনা দেখছি। তাদের দক্ষতার পাশাপাশি ভালো গল্প, নির্মাণপ্রক্রিয়াও একটা বিষয়। এখন যারা আসছে, তাদের মধ্যে লাইট-ক্যামেরা নিয়ে জড়তা থাকে না। ওরা শিখেই আসছে। তবে, এদের অভিনয়ে গভীরতা নেই। অভিনয়ের জন্য নিজেদের চিন্তা ও দর্শনের প্রস্তুতিটা ঠিকঠাক হচ্ছে না। এর জন্য দরকার বেসিক প্রস্তুতি। কোনো অভিনয়ের স্কুলে গিয়ে শেখা যেতে পারে। এ ছাড়া বাংলা ভাষাটা শুদ্ধভাবে রপ্ত করে আসতে হবে। বাংলা সাহিত্য, বিশেষ করে কবিতা চর্চা করা যেতে পারে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে