মাস্ক ব্যবহারে অনীহা, বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২২, ০৮: ৪৪

চাঁপাইনবাবগঞ্জে করোনা প্রতিরোধে প্রজ্ঞাপন অনুযায়ী গত বৃহস্পতিবার থেকে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। তবে এ ঘোষণার পরও মাস্ক ছাড়া রাস্তা, বাজার, শপিং মলসহ সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন মানুষ। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। সচেতনতা বাড়াতে তেমন কোনো প্রচার না চালানোয় নতুন করে সংক্রমণের ঝুঁকি বাড়বে বলে মনে করছেন সচেতন নাগরিকেরা।

মাস্ক না পরা ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার কথা বলা হলেও বিধিনিষেধ জারির পাঁচ দিনেও তেমনটা দেখা যায়নি। চোখে পড়েনি ভ্রাম্যমাণ আদালতের কর্মকাণ্ড।

সরেজমিন গতকাল সোমবার শহরের কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে মার্কেট, ব্যবসাপ্রতিষ্ঠানসহ সব ধরনের প্রতিষ্ঠানে মানুষের উপস্থিতি ছিল স্বাভাবিক। দেখে বোঝার উপায় নেই যে, দেশে নতুন করে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। সংক্রমণ বৃদ্ধি নিয়ে মানুষের মধ্যে বাড়তি সতর্কতা চোখে পড়ছে না।

গত রোববার ছিল একই চিত্র। মার্কেট বন্ধ থাকলেও হোটেলে খাওয়া, কাঁচাবাজারে কেনাকাটা, ফুটপাতের চায়ের দোকানে মাস্ক ছাড়া গাদাগাদি করে বসে থাকতে দেখা গেছে অনেককেই। ওই দিন সকালে শহরের নিউমার্কেটের কাঁচাবাজার ঘুরে দেখা গেছে সবজির দোকানে মানুষ ভিড়। সেখানে অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই। কারও মুখে মাস্ক থাকলেও তা থুতনিতে নামানো। ব্যাটারিচালিত অটোরিকশা, রিকশাসহ সব ধরনের যানবাহনে গাদাগাদি করে যাত্রী পরিবহন করতে দেখা গেছে।

বাজার সমিতির নেতারা বলছেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে মানুষকে তাগিদ দেওয়া হচ্ছে। দোকানিরা তা মানলেও জনগণ মানতে চান না।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল বলেন, নিজেদের সুস্থ রাখতে সচেতন হতে হবে। সবাই নিজ অবস্থান থেকে সচেতন হলে পরিস্থিতি অনুকূলে থাকবে। সেটা করতে না পারলে বিপদ বাড়বে।

জানতে চাইলে জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি এ কে এম গালিভ খান আজকের পত্রিকাকে বলেন, করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় মাস্ক ব্যবহারে আগের নির্দেশনাগুলোই কঠোরভাবে পালনের কথা বলছে সরকার। জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জেলা তথ্য অফিসের মাইকে সচেতনতামূলক প্রচার চালানো হবে। তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত