অরুণ কর্মকার
দেশব্যাপী প্রবল ছাত্র-জনতা গণ-আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনা দেশান্তরি হওয়ার পর প্রায় তিন সপ্তাহ অতিবাহিত হতে চলেছে। কিন্তু সেই ৫ আগস্ট থেকে যে নৈরাজ্য ও অস্থিরতা শুরু হয়েছিল, তার অবসান এখনো হয়নি।
রাজপথে অবশ্য যান চলাচলে নৈরাজ্য ছাড়া তেমন কোনো সমস্যা এখন আর চোখে পড়ছে না। সব নৈরাজ্য ও অস্থিরতা এখন সরকারি প্রতিষ্ঠানগুলোয়। এ ছাড়া কিছু অস্থিরতা রয়েছে শিক্ষা ও শিক্ষাঙ্গনকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোতে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে এই সব নৈরাজ্য ও অস্থিরতা বন্ধ করার বিষয়ে কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না। যদিও আমরা সবাই জানি যে তাঁরা কাজ করছেন।
কাজ তো তাঁরা করবেনই। রাষ্ট্র সংস্কারের মতো অনেক বড় ও দীর্ঘ সময়সাপেক্ষ একটি কাজ সম্পন্ন করার জাতীয় দায়িত্ব তাঁদের ওপর ন্যস্ত হয়েছে। সে কাজে তাড়াহুড়ার কোনো সুযোগ যে নেই তা-ও আমরা বুঝি এবং মানি। কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের প্রায় দুই সপ্তাহ পর সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সরকারি অফিস ভবনের গেট ভেঙে ভেতরে ঢুকে হট্টগোল করা, সেখানকার একটি ভবনের ১৮ তলায় গিয়ে একজন সচিবের কক্ষে সদলবলে ঢুকে পড়া এবং এই হট্টগোল সৃষ্টিকারীদের চাপের মুখে অসমাপ্ত এইচএসসি পরীক্ষা বাতিল করে দেওয়া মেনে নেওয়া যায় না। এটি মোটেই ভালো আলামত নয়।
অথচ অন্তর্বর্তী সরকারের কোনো পর্যায় থেকে এই হট্টগোল সৃষ্টির বিষয়ে এমন কোনো বক্তব্য আমরা পেলাম না যে মব (সংঘবদ্ধ উচ্ছৃঙ্খল জনতা) সৃষ্টি করে এ ধরনের নৈরাজ্য সৃষ্টি আর বরদাশত করা হবে না। কিংবা এখন থেকে কোথাও আর কেউ যেন এ রকম পরিস্থিতি সৃষ্টি না করে, সে জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হলো।
এমন একটি ঘোষণা দিলে অন্তর্বর্তী সরকার কি স্বৈরাচারী আচরণের অভিযোগে অভিযুক্ত হতো? তাই যদি হয়, তাহলে এ সরকার কাজ করবে কীভাবে? তা ছাড়া এখন যারা অটোপাস প্রত্যাখ্যান করে পরীক্ষা নেওয়ার দাবি তুলেছে, তাদের সরকার কী বলবে? সাধারণ ও সুস্থ জনমত তো তাদেরই পক্ষে বলে মনে হচ্ছে। এখন তারাও যদি মব সৃষ্টি করে, তাহলে কি আবার পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হবে?
সেদিনের সচিবালয়ের ওই ঘটনায় আরও একটি বিষয় পরিষ্কার হয়েছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ সংঘবদ্ধ উচ্ছৃঙ্খল জনতার কোনো বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য আইন প্রয়োগে এখনো প্রস্তুত নয়। এমনকি সচিবালয়ের মতো সরকারি স্থাপনা রক্ষায়ও নয়। যদি হতো তাহলে গেট ভেঙে সচিবালয়ে ঢুকে পড়ার মতো ফৌজদারি অপরাধ সংঘটিত হতে পারত না।
অবশ্য জুলাই-আগস্টের প্রবল ছাত্র-জনতা গণ-আন্দোলনে জনতার রোষানলে সবচেয়ে বেশি পড়েছে পুলিশ। তাদেরই সব সময় সামনে দাঁড়াতে হয়। তাই তাদের মধ্যকার ট্রমা এত সহজে অপসৃত হওয়ার কথা নয়। তা ছাড়া যথাযথ সরকারি কর্তৃপক্ষের নির্দেশও তাদের কাজের জন্য জরুরি। সে ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার এখনো যদি বিভিন্ন পর্যায়ে মব সামলানোর জন্য কঠোর হতে না চায়, তাহলে সে দায়িত্ব অন্তত আরও কিছুদিনের জন্য ছাত্র-জনতা গণ-অভ্যুত্থানের সংগঠক সমন্বয়কদের ওপর অর্পণ করতে পারে। তাঁরা তো প্রস্তুত আছেনই। আমার মনে হয় তাঁরা যথাযথভাবেই এই দায়িত্ব সামলাতে পারবেন।
আরেক ধরনের মব সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন সরকারি অফিসে। আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই এ ধরনের কিছু মব সৃষ্টির ঘটনা আমরা দেখেছি সচিবালয়ে; বিশেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। ওখানে যাঁরা গিয়েছিলেন তাঁরা দীর্ঘদিন ধরে অন্যায়ের শিকার। সে হিসেবে তাঁদের দাবি ন্যায্য। সেই ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য তাঁরা সেখানে গিয়ে কিছুটা হইচই করেছেন, যা দীর্ঘদিনের বঞ্চনাজনিত আক্রোশের ফল। কিন্তু তাঁরা জনপ্রশাসন সচিবকে জোর করে বাধ্য করেননি, তখনই তাঁদের সবাইকে বহাল করার। জনপ্রশাসন সচিব যখন তাঁদের বলেছেন যে ফাইলপত্র দেখে সবার বিষয়ই ফয়সালা করা হবে, তখন কিন্তু তাঁরা নিবৃত্ত হয়েছেন।
কিন্তু আমরা ভিন্নতর ঘটনা দেখলাম স্বাস্থ্য অধিদপ্তরে। সেখানে সংশ্লিষ্ট উপদেষ্টার উপস্থিতিতে নবনিযুক্ত মহাপরিচালককে তখনই (অন দ্য স্পট) বরখাস্ত করার জন্য মব সৃষ্টি করা হয়, যেটা কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীর আচরণ হতে পারে না। কিন্তু তা করা হচ্ছে। অথচ সরকারের কোনো বক্তব্য কিংবা নির্দেশ-নির্দেশনা নেই।
মব সৃষ্টির খবর পাওয়া যাচ্ছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও। এর মধ্যে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিতে দীর্ঘদিন যাঁরা দলীয় বিবেচনায় পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন, তাঁরা যেমন প্রতিকার চাইছেন, তেমনি পিছিয়ে নেই বিভিন্ন অনিয়ম-দুর্নীতির কারণে চাকরিচ্যুতরাও। তাঁরাও চাকরি ফিরে পেতে চাইছেন। এসব সিদ্ধান্ত নেওয়ার জন্য যে বোর্ড মিটিংয়ের দরকার, সেই মিটিং পর্যন্তও তাঁরা অপেক্ষা করতে রাজি নন।
গ্যাস ট্রান্সমিশন কোম্পানিতে (জিটিসিএল) হয়রানিমূলক বদলি এবং পদোন্নতি থেকে বঞ্চিতরা যেমন মব সৃষ্টি করে প্রতিকার চাইছেন, তেমনি সেখানকার একশ্রেণির কর্মকর্তা-কর্মচারী অনৈতিক সুবিধা বহাল রাখার জন্যও সোচ্চার হয়ে উঠেছেন। গ্যাস বিতরণ কোম্পানিগুলোকে যেসব পয়েন্ট থেকে জিটিসিএল গ্যাস সরবরাহ করে সেই সব পয়েন্টে কোনো মিটারিং ব্যবস্থা না থাকায় কোন কোম্পানিকে জিটিসিএল কতটুকু গ্যাস দিচ্ছে তার সঠিক হিসাব পাওয়া যায় না।
এই মিটারিং ব্যবস্থা না থাকার সুযোগ নিয়ে জিটিসিএল সঞ্চালন লাইনের সিস্টেম লসও বিতরণ কোম্পানিগুলোর ওপর চাপিয়ে দেয়। ফলে জিটিসিএলকে কোনো সিস্টেম লসের দায় নিতে হয় না। তাদের মুনাফা বাড়ে এবং তা এতটাই বাড়ে যে জিটিসিএলের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিবছর শ্রেণিভেদে দুই থেকে ছয় লাখ টাকা অতিরিক্ত বোনাস পান।
অপরদিকে ক্ষতিগ্রস্ত হয় বিতরণ কোম্পানিগুলো। এই বৈষম্য নিরসনের জন্য বিতরণ কোম্পানিগুলোর দাবির মুখে পেট্রোবাংলা মিটারিং সিস্টেম প্রবর্তনের উদ্যোগ নিয়েছে। দেশের পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে এর বিরুদ্ধেও এখন মব সৃষ্টি করা হচ্ছে জিটিসিএলে।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মব সৃষ্টি করে কোনো কোনো শিক্ষককে জোর করে পদত্যাগ করানো হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা ঘটেছে এবং ঘটে চলেছে ব্যাপকভাবে। সরকার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো তরফ থেকেই এ ব্যাপারে কোনো কথা বা বক্তব্য শোনা যাচ্ছে না। কথা না বলে যে তাঁরা এই পরিস্থিতি নিরসনে কাজ করছেন, তেমনও শোনা যাচ্ছে না। এ ধরনের অস্থিরতা ও নৈরাজ্যের অবিলম্বে অবসান হওয়া দরকার।
অনেকের মনে হতে পারে কিংবা অনেকে বলতেও পারেন যে প্রবল ছাত্র-জনতার গণ-আন্দোলনের মাধ্যমে অর্জিত স্বাধীনতা অর্জনের (দ্বিতীয় স্বাধীনতা) মতো একটি সর্বব্যাপী ঘটনার পর এ ধরনের কিছু বিশৃঙ্খলা অস্বাভাবিক নয়। অনেকে আবার একাত্তর সালে স্বাধীনতা-পরবর্তী দেশের বিশৃঙ্খল পরিস্থিতির সঙ্গেও এর তুলনা করতে পারেন। কিন্তু মনে রাখা দরকার, ন্যায্যতার বিচারে আপেলের সঙ্গে আপেলেরই তুলনা হতে পারে। সব ফলের রং, স্বাদ কিংবা পুষ্টিগুণ এক রকম হয় না।
লেখক: জ্যেষ্ঠ সাংবাদিক
দেশব্যাপী প্রবল ছাত্র-জনতা গণ-আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনা দেশান্তরি হওয়ার পর প্রায় তিন সপ্তাহ অতিবাহিত হতে চলেছে। কিন্তু সেই ৫ আগস্ট থেকে যে নৈরাজ্য ও অস্থিরতা শুরু হয়েছিল, তার অবসান এখনো হয়নি।
রাজপথে অবশ্য যান চলাচলে নৈরাজ্য ছাড়া তেমন কোনো সমস্যা এখন আর চোখে পড়ছে না। সব নৈরাজ্য ও অস্থিরতা এখন সরকারি প্রতিষ্ঠানগুলোয়। এ ছাড়া কিছু অস্থিরতা রয়েছে শিক্ষা ও শিক্ষাঙ্গনকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোতে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে এই সব নৈরাজ্য ও অস্থিরতা বন্ধ করার বিষয়ে কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না। যদিও আমরা সবাই জানি যে তাঁরা কাজ করছেন।
কাজ তো তাঁরা করবেনই। রাষ্ট্র সংস্কারের মতো অনেক বড় ও দীর্ঘ সময়সাপেক্ষ একটি কাজ সম্পন্ন করার জাতীয় দায়িত্ব তাঁদের ওপর ন্যস্ত হয়েছে। সে কাজে তাড়াহুড়ার কোনো সুযোগ যে নেই তা-ও আমরা বুঝি এবং মানি। কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের প্রায় দুই সপ্তাহ পর সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সরকারি অফিস ভবনের গেট ভেঙে ভেতরে ঢুকে হট্টগোল করা, সেখানকার একটি ভবনের ১৮ তলায় গিয়ে একজন সচিবের কক্ষে সদলবলে ঢুকে পড়া এবং এই হট্টগোল সৃষ্টিকারীদের চাপের মুখে অসমাপ্ত এইচএসসি পরীক্ষা বাতিল করে দেওয়া মেনে নেওয়া যায় না। এটি মোটেই ভালো আলামত নয়।
অথচ অন্তর্বর্তী সরকারের কোনো পর্যায় থেকে এই হট্টগোল সৃষ্টির বিষয়ে এমন কোনো বক্তব্য আমরা পেলাম না যে মব (সংঘবদ্ধ উচ্ছৃঙ্খল জনতা) সৃষ্টি করে এ ধরনের নৈরাজ্য সৃষ্টি আর বরদাশত করা হবে না। কিংবা এখন থেকে কোথাও আর কেউ যেন এ রকম পরিস্থিতি সৃষ্টি না করে, সে জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হলো।
এমন একটি ঘোষণা দিলে অন্তর্বর্তী সরকার কি স্বৈরাচারী আচরণের অভিযোগে অভিযুক্ত হতো? তাই যদি হয়, তাহলে এ সরকার কাজ করবে কীভাবে? তা ছাড়া এখন যারা অটোপাস প্রত্যাখ্যান করে পরীক্ষা নেওয়ার দাবি তুলেছে, তাদের সরকার কী বলবে? সাধারণ ও সুস্থ জনমত তো তাদেরই পক্ষে বলে মনে হচ্ছে। এখন তারাও যদি মব সৃষ্টি করে, তাহলে কি আবার পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হবে?
সেদিনের সচিবালয়ের ওই ঘটনায় আরও একটি বিষয় পরিষ্কার হয়েছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ সংঘবদ্ধ উচ্ছৃঙ্খল জনতার কোনো বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য আইন প্রয়োগে এখনো প্রস্তুত নয়। এমনকি সচিবালয়ের মতো সরকারি স্থাপনা রক্ষায়ও নয়। যদি হতো তাহলে গেট ভেঙে সচিবালয়ে ঢুকে পড়ার মতো ফৌজদারি অপরাধ সংঘটিত হতে পারত না।
অবশ্য জুলাই-আগস্টের প্রবল ছাত্র-জনতা গণ-আন্দোলনে জনতার রোষানলে সবচেয়ে বেশি পড়েছে পুলিশ। তাদেরই সব সময় সামনে দাঁড়াতে হয়। তাই তাদের মধ্যকার ট্রমা এত সহজে অপসৃত হওয়ার কথা নয়। তা ছাড়া যথাযথ সরকারি কর্তৃপক্ষের নির্দেশও তাদের কাজের জন্য জরুরি। সে ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার এখনো যদি বিভিন্ন পর্যায়ে মব সামলানোর জন্য কঠোর হতে না চায়, তাহলে সে দায়িত্ব অন্তত আরও কিছুদিনের জন্য ছাত্র-জনতা গণ-অভ্যুত্থানের সংগঠক সমন্বয়কদের ওপর অর্পণ করতে পারে। তাঁরা তো প্রস্তুত আছেনই। আমার মনে হয় তাঁরা যথাযথভাবেই এই দায়িত্ব সামলাতে পারবেন।
আরেক ধরনের মব সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন সরকারি অফিসে। আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই এ ধরনের কিছু মব সৃষ্টির ঘটনা আমরা দেখেছি সচিবালয়ে; বিশেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। ওখানে যাঁরা গিয়েছিলেন তাঁরা দীর্ঘদিন ধরে অন্যায়ের শিকার। সে হিসেবে তাঁদের দাবি ন্যায্য। সেই ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য তাঁরা সেখানে গিয়ে কিছুটা হইচই করেছেন, যা দীর্ঘদিনের বঞ্চনাজনিত আক্রোশের ফল। কিন্তু তাঁরা জনপ্রশাসন সচিবকে জোর করে বাধ্য করেননি, তখনই তাঁদের সবাইকে বহাল করার। জনপ্রশাসন সচিব যখন তাঁদের বলেছেন যে ফাইলপত্র দেখে সবার বিষয়ই ফয়সালা করা হবে, তখন কিন্তু তাঁরা নিবৃত্ত হয়েছেন।
কিন্তু আমরা ভিন্নতর ঘটনা দেখলাম স্বাস্থ্য অধিদপ্তরে। সেখানে সংশ্লিষ্ট উপদেষ্টার উপস্থিতিতে নবনিযুক্ত মহাপরিচালককে তখনই (অন দ্য স্পট) বরখাস্ত করার জন্য মব সৃষ্টি করা হয়, যেটা কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীর আচরণ হতে পারে না। কিন্তু তা করা হচ্ছে। অথচ সরকারের কোনো বক্তব্য কিংবা নির্দেশ-নির্দেশনা নেই।
মব সৃষ্টির খবর পাওয়া যাচ্ছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও। এর মধ্যে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিতে দীর্ঘদিন যাঁরা দলীয় বিবেচনায় পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন, তাঁরা যেমন প্রতিকার চাইছেন, তেমনি পিছিয়ে নেই বিভিন্ন অনিয়ম-দুর্নীতির কারণে চাকরিচ্যুতরাও। তাঁরাও চাকরি ফিরে পেতে চাইছেন। এসব সিদ্ধান্ত নেওয়ার জন্য যে বোর্ড মিটিংয়ের দরকার, সেই মিটিং পর্যন্তও তাঁরা অপেক্ষা করতে রাজি নন।
গ্যাস ট্রান্সমিশন কোম্পানিতে (জিটিসিএল) হয়রানিমূলক বদলি এবং পদোন্নতি থেকে বঞ্চিতরা যেমন মব সৃষ্টি করে প্রতিকার চাইছেন, তেমনি সেখানকার একশ্রেণির কর্মকর্তা-কর্মচারী অনৈতিক সুবিধা বহাল রাখার জন্যও সোচ্চার হয়ে উঠেছেন। গ্যাস বিতরণ কোম্পানিগুলোকে যেসব পয়েন্ট থেকে জিটিসিএল গ্যাস সরবরাহ করে সেই সব পয়েন্টে কোনো মিটারিং ব্যবস্থা না থাকায় কোন কোম্পানিকে জিটিসিএল কতটুকু গ্যাস দিচ্ছে তার সঠিক হিসাব পাওয়া যায় না।
এই মিটারিং ব্যবস্থা না থাকার সুযোগ নিয়ে জিটিসিএল সঞ্চালন লাইনের সিস্টেম লসও বিতরণ কোম্পানিগুলোর ওপর চাপিয়ে দেয়। ফলে জিটিসিএলকে কোনো সিস্টেম লসের দায় নিতে হয় না। তাদের মুনাফা বাড়ে এবং তা এতটাই বাড়ে যে জিটিসিএলের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিবছর শ্রেণিভেদে দুই থেকে ছয় লাখ টাকা অতিরিক্ত বোনাস পান।
অপরদিকে ক্ষতিগ্রস্ত হয় বিতরণ কোম্পানিগুলো। এই বৈষম্য নিরসনের জন্য বিতরণ কোম্পানিগুলোর দাবির মুখে পেট্রোবাংলা মিটারিং সিস্টেম প্রবর্তনের উদ্যোগ নিয়েছে। দেশের পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে এর বিরুদ্ধেও এখন মব সৃষ্টি করা হচ্ছে জিটিসিএলে।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মব সৃষ্টি করে কোনো কোনো শিক্ষককে জোর করে পদত্যাগ করানো হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা ঘটেছে এবং ঘটে চলেছে ব্যাপকভাবে। সরকার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো তরফ থেকেই এ ব্যাপারে কোনো কথা বা বক্তব্য শোনা যাচ্ছে না। কথা না বলে যে তাঁরা এই পরিস্থিতি নিরসনে কাজ করছেন, তেমনও শোনা যাচ্ছে না। এ ধরনের অস্থিরতা ও নৈরাজ্যের অবিলম্বে অবসান হওয়া দরকার।
অনেকের মনে হতে পারে কিংবা অনেকে বলতেও পারেন যে প্রবল ছাত্র-জনতার গণ-আন্দোলনের মাধ্যমে অর্জিত স্বাধীনতা অর্জনের (দ্বিতীয় স্বাধীনতা) মতো একটি সর্বব্যাপী ঘটনার পর এ ধরনের কিছু বিশৃঙ্খলা অস্বাভাবিক নয়। অনেকে আবার একাত্তর সালে স্বাধীনতা-পরবর্তী দেশের বিশৃঙ্খল পরিস্থিতির সঙ্গেও এর তুলনা করতে পারেন। কিন্তু মনে রাখা দরকার, ন্যায্যতার বিচারে আপেলের সঙ্গে আপেলেরই তুলনা হতে পারে। সব ফলের রং, স্বাদ কিংবা পুষ্টিগুণ এক রকম হয় না।
লেখক: জ্যেষ্ঠ সাংবাদিক
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে