শাহীন রহমান, পাবনা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. গোলাম হাক্কানী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
গতকাল সোমবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমানের স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। মেয়র ঘোষণা হওয়ার পর থেকে কসবায় দলীয় নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, কসবা পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল গত রোববার পর্যন্ত। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. গোলাম হাক্কানী ছাড়া আর কেউ না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. গোলাম হাক্কানীকে নির্বাচিত ঘোষণা করা হয়। তবে প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর পদে ইলেকট্রনিকস ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর দেশের ১০টি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ থেকে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানীকে। এমজি হাক্কানী মনোনয়ন পাওয়ার পর অন্য ৬ প্রার্থী তাঁকে সমর্থন দেন। আর একাধিক প্রার্থী না থাকায় গতকাল সোমবার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান বেসরকারিভাবে এমজি হাক্কানীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র ঘোষণা করেন।
শুধু কাউন্সিলর পদে আগামী ২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কসবা পৌরসভার মোট ভোটার ২৯ হাজার ৮০০ জন।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. গোলাম হাক্কানী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
গতকাল সোমবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমানের স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। মেয়র ঘোষণা হওয়ার পর থেকে কসবায় দলীয় নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, কসবা পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল গত রোববার পর্যন্ত। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. গোলাম হাক্কানী ছাড়া আর কেউ না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. গোলাম হাক্কানীকে নির্বাচিত ঘোষণা করা হয়। তবে প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর পদে ইলেকট্রনিকস ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর দেশের ১০টি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ থেকে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানীকে। এমজি হাক্কানী মনোনয়ন পাওয়ার পর অন্য ৬ প্রার্থী তাঁকে সমর্থন দেন। আর একাধিক প্রার্থী না থাকায় গতকাল সোমবার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান বেসরকারিভাবে এমজি হাক্কানীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র ঘোষণা করেন।
শুধু কাউন্সিলর পদে আগামী ২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কসবা পৌরসভার মোট ভোটার ২৯ হাজার ৮০০ জন।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৬ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে