চেয়ারম্যানসহ সাধারণ সদস্য পদে ৭ নারী

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২১, ১১: ১৮

নীলফামারীর সৈয়দপুরে পাঁচ ইউনিয়নে চেয়ারম্যানসহ সাতজন নারী সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছেন। এর আগে সাধারণ সদস্য পদে শুধু পুরুষ প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করতেন। কিন্তু এবার সেই ধারণা পাল্টে দিয়েছেন গ্রামের নারীরা।

সূত্র জানায়, এদের মধ্যে কাশিরামবেল পুকুরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন হাসিনা বেগম। একই ইউনিয়নে সাধারণ সদস্য পদে নারী প্রার্থীর সংখ্যা চারজন। তাঁরা হলেন ১ নম্বর ওয়ার্ডে মঞ্জুয়ারা খাতুন (মোরগ), ৫ নম্বর ওয়ার্ডে আকতার রেনু (টিউবওয়েল), মাহমুদা (বৈদ্যুতিক পাখা) ও ৬ নম্বর ওয়ার্ডে আঞ্জুমান আরা (টিউবওয়েল)। এ ছাড়া কামারপুকুর ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডে আছমা আক্তার (মোরগ) এবং খাতামধুপুর ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডে আলেজা বেগম (মোরগ)।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫০০ কোটি টাকা

যানজটে গুলি করে ফেঁসে গেলেন জাপার সাবেক এমপি, অস্ত্রসহ আটক

শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরীমনি, কী ঘটেছিল সেখানে

এয়ারক্র্যাফটে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত