ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে হু হু করে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। সয়াবিন তেলের সরকার নির্ধারিত দাম ১৬৮ টাকা কেজি হলেও তা বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। একই সঙ্গে কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম। ঊর্ধ্বমুখী মুরগি, খাসি ও গরুর মাংসের দামও। গতকাল রোববার সকালে ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজারে ঘুরে পাওয়া গেছে এমন চিত্র।
ক্রেতা হাবিবুর রহমান বলেন, ‘দুই থেকে তিন মাস ধরে চড়া দামে সবজি কিনতে হচ্ছে। এমন কোনো সবজি নেই যে, দাম বাড়েনি। বাজারে কোনো তদারকি নেই। ব্যবসায়ীরা যেমন ইচ্ছে, দাম বাড়াচ্ছে।’
শম্ভুগঞ্জ মধ্যবাজারের বিক্রেতা মো. উজ্জাত মিয়া বলেন, পেঁয়াজ গত সপ্তাহে ৩০ টাকা কেজি বিক্রি হলেও এই সপ্তাহে ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম বাড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ভারতীয় পেঁয়াজ আমদানি নেই। তাই পেঁয়াজ বেশি দামে বিক্রি হচ্ছে।
একই বাজারের জনাব আলী স্টোরের বিক্রেতা নাজমুল বলেন, গত সপ্তাহে খোলা সয়াবিন তেল ১৭০ টাকা বিক্রি হলেও এই সপ্তাহে ১৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এ ছাড়া পাম তেল ১৫৫ টাকা, কোয়ালিটি ১৬৫ ও বোতলজাত ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে। দাম বাড়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘তেলের দাম বাড়ার খবরে আমদানি কম। বেশি দামে কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি হচ্ছে।’
এদিকে সবজি বিক্রেতা রনি মিয়া বলেন, সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা করে বেড়েছে। মটরশুঁটি ৮০ টাকা, কাঁচা মরিচ ৫০, টমেটো ৪০, ফুলকপি ও বেগুন ৪০, শিম ৬০, করলা ৮০, চিচিঙ্গা ৭০, শসা ৬০, কুমড়া ৬০, ঢ্যাঁড়স ১২০, বরবটি ১২০ ও মুলা ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
অপরদিকে মুরগি বিক্রেতা মিজান মিয়া বলেন, ব্রয়লার মুরগি ১০ টাকা ও সোনালি মুরগি কেজিতে ২০ টাকা বেড়েছে। এ ছাড়া মাংস বিক্রেতা আলাউদ্দিন বলেন, খাসি ও গরুর মাংস দুই সপ্তাহ ধরে ৬২০ ও ৯৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
একই বাজারের মাছ বিক্রেতা সুজন মিয়া বলেন, আমদানি কম থাকলে মাছ কিছুটা বেশি দামে বিক্রি হয়। সিলভার মাছ ১৮০ টাকা, ছোট রুই ২২০, বড় কাতল ৩২০, বার্মিজ ৩০০, কারপিও ২৮০, বাউস ৪০০, টাকি ৩৫০, শিং ৪৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
কাকলী বেগম নামে আরেক ক্রেতা বলেন, ‘সাধারণ মানুষ বাঁচবে না মরবে, সরকারের কোনো চিন্তা নেই। বাজার নিয়ে কোনো নেতাকে কথা বলতে শুনিনি। সবাই সবার স্বার্থ নিয়ে ব্যস্ত। আশা করব, সরকার এদিকে একটু নজর দেবেন।’
জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, ‘প্রশাসন প্রতিটি বাজারে তদারকি ব্যবস্থা জোরদার করছে। তারপরও কী কারণে দাম বাড়ছে, বুঝতে পারছি না।’
ময়মনসিংহে হু হু করে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। সয়াবিন তেলের সরকার নির্ধারিত দাম ১৬৮ টাকা কেজি হলেও তা বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। একই সঙ্গে কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম। ঊর্ধ্বমুখী মুরগি, খাসি ও গরুর মাংসের দামও। গতকাল রোববার সকালে ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজারে ঘুরে পাওয়া গেছে এমন চিত্র।
ক্রেতা হাবিবুর রহমান বলেন, ‘দুই থেকে তিন মাস ধরে চড়া দামে সবজি কিনতে হচ্ছে। এমন কোনো সবজি নেই যে, দাম বাড়েনি। বাজারে কোনো তদারকি নেই। ব্যবসায়ীরা যেমন ইচ্ছে, দাম বাড়াচ্ছে।’
শম্ভুগঞ্জ মধ্যবাজারের বিক্রেতা মো. উজ্জাত মিয়া বলেন, পেঁয়াজ গত সপ্তাহে ৩০ টাকা কেজি বিক্রি হলেও এই সপ্তাহে ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম বাড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ভারতীয় পেঁয়াজ আমদানি নেই। তাই পেঁয়াজ বেশি দামে বিক্রি হচ্ছে।
একই বাজারের জনাব আলী স্টোরের বিক্রেতা নাজমুল বলেন, গত সপ্তাহে খোলা সয়াবিন তেল ১৭০ টাকা বিক্রি হলেও এই সপ্তাহে ১৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এ ছাড়া পাম তেল ১৫৫ টাকা, কোয়ালিটি ১৬৫ ও বোতলজাত ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে। দাম বাড়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘তেলের দাম বাড়ার খবরে আমদানি কম। বেশি দামে কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি হচ্ছে।’
এদিকে সবজি বিক্রেতা রনি মিয়া বলেন, সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা করে বেড়েছে। মটরশুঁটি ৮০ টাকা, কাঁচা মরিচ ৫০, টমেটো ৪০, ফুলকপি ও বেগুন ৪০, শিম ৬০, করলা ৮০, চিচিঙ্গা ৭০, শসা ৬০, কুমড়া ৬০, ঢ্যাঁড়স ১২০, বরবটি ১২০ ও মুলা ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
অপরদিকে মুরগি বিক্রেতা মিজান মিয়া বলেন, ব্রয়লার মুরগি ১০ টাকা ও সোনালি মুরগি কেজিতে ২০ টাকা বেড়েছে। এ ছাড়া মাংস বিক্রেতা আলাউদ্দিন বলেন, খাসি ও গরুর মাংস দুই সপ্তাহ ধরে ৬২০ ও ৯৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
একই বাজারের মাছ বিক্রেতা সুজন মিয়া বলেন, আমদানি কম থাকলে মাছ কিছুটা বেশি দামে বিক্রি হয়। সিলভার মাছ ১৮০ টাকা, ছোট রুই ২২০, বড় কাতল ৩২০, বার্মিজ ৩০০, কারপিও ২৮০, বাউস ৪০০, টাকি ৩৫০, শিং ৪৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
কাকলী বেগম নামে আরেক ক্রেতা বলেন, ‘সাধারণ মানুষ বাঁচবে না মরবে, সরকারের কোনো চিন্তা নেই। বাজার নিয়ে কোনো নেতাকে কথা বলতে শুনিনি। সবাই সবার স্বার্থ নিয়ে ব্যস্ত। আশা করব, সরকার এদিকে একটু নজর দেবেন।’
জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, ‘প্রশাসন প্রতিটি বাজারে তদারকি ব্যবস্থা জোরদার করছে। তারপরও কী কারণে দাম বাড়ছে, বুঝতে পারছি না।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে