বরগুনা প্রতিনিধি
হাতকড়া পরা অবস্থায় শিশু সন্তানকে জড়িয়ে ধরেছেন বাবা, বরগুনার এমন একটি ছবি ফেসবুকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
আদালতের নির্দেশে কারাগারে নেওয়ার সময় গত সোমবার হাতকড়া পরা অবস্থায় বাবার গলা জড়িয়ে ধরা ওই ছবিটি তোলেন চাচা জুয়েল। গত মঙ্গলবার সন্ধ্যায় জুয়েল নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেন। বুধবার সেই ছবি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
ওই শিশুর চাচা জুয়েল বলেন, ‘আমতলী পৌরসভার সবুজবাগ এলাকায় আমার ভাই বাহাদুর খানের বাসা। বাসার পাশের কক্ষে মামাতো ভাই আবু হানিফ বাস করেন। বাহাদুরে শিশু সন্তান আলিফ ও হানিফের শিশু হামিম দুজনের বয়স তিন বছর। তারা সারাক্ষণ এক সঙ্গেই থাকে, খেলাধুলা করে। গত ১০ অক্টোবর দুজনে বাড়ির উঠানে বসে খেলছিল। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে চোখে সামান্য আঘাত লেগে আহত হয় হামিম। এরপর আলিফের পরিবার তামিমকে চিকিৎসা করায়। কিন্তু হামিমের মা এতে সন্তুষ্ট না হওয়ায় স্থানীয় ব্যক্তিরা সালিসে বসেন। সেখানে হামিমের চিকিৎসা বাবদ ৮০ হাজার টাকা ধার্য করা হয়। কিন্তু এতে সন্তুষ্ট না হয়ে গত ১ নভেম্বর হামিমের মা বাদী হয়ে আলিফের বাবা বাহাদুর খানসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। বিচারক বাকিদের জামিন দিলেও আলিফের বাবা বাহাদুর খানের জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী আরিফুল ইসলাম বলেন, ‘শিশুটির চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রতিকার চেয়ে তিনি আদালতে মামলা করেছেন।’
হাতকড়া পরা অবস্থায় শিশু সন্তানকে জড়িয়ে ধরেছেন বাবা, বরগুনার এমন একটি ছবি ফেসবুকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
আদালতের নির্দেশে কারাগারে নেওয়ার সময় গত সোমবার হাতকড়া পরা অবস্থায় বাবার গলা জড়িয়ে ধরা ওই ছবিটি তোলেন চাচা জুয়েল। গত মঙ্গলবার সন্ধ্যায় জুয়েল নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেন। বুধবার সেই ছবি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
ওই শিশুর চাচা জুয়েল বলেন, ‘আমতলী পৌরসভার সবুজবাগ এলাকায় আমার ভাই বাহাদুর খানের বাসা। বাসার পাশের কক্ষে মামাতো ভাই আবু হানিফ বাস করেন। বাহাদুরে শিশু সন্তান আলিফ ও হানিফের শিশু হামিম দুজনের বয়স তিন বছর। তারা সারাক্ষণ এক সঙ্গেই থাকে, খেলাধুলা করে। গত ১০ অক্টোবর দুজনে বাড়ির উঠানে বসে খেলছিল। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে চোখে সামান্য আঘাত লেগে আহত হয় হামিম। এরপর আলিফের পরিবার তামিমকে চিকিৎসা করায়। কিন্তু হামিমের মা এতে সন্তুষ্ট না হওয়ায় স্থানীয় ব্যক্তিরা সালিসে বসেন। সেখানে হামিমের চিকিৎসা বাবদ ৮০ হাজার টাকা ধার্য করা হয়। কিন্তু এতে সন্তুষ্ট না হয়ে গত ১ নভেম্বর হামিমের মা বাদী হয়ে আলিফের বাবা বাহাদুর খানসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। বিচারক বাকিদের জামিন দিলেও আলিফের বাবা বাহাদুর খানের জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী আরিফুল ইসলাম বলেন, ‘শিশুটির চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রতিকার চেয়ে তিনি আদালতে মামলা করেছেন।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে