বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘দেবদাস’ সিনেমা দেখার পর দিদারের জীবনে পরিবর্তন আসে। সে নিজেকে দেবদাস ভাবতে শুরু করে, এমনকি অ্যাফিডেভিট করে নিজের নাম পাল্টে দেবদাস রাখে। এরপর সে দেবদাসের মতো বেশভূষা ধারণ করে গ্রামের প্রতিটি বাড়িতে পারুকে খুঁজে বেড়ায়। এক বাড়িতে সে পারু নামের একটি মেয়ের দেখা পেয়ে তাকেই পারু ভেবে নেয়। মেয়েটি বিবাহিত। তার স্বামীকে সে চুনিলাল ভেবে জড়িয়ে ধরে। প্রথমে পারু ও চুনিলাল ব্যাপারটা স্বাভাবিকভাবে না নিলেও আস্তে আস্তে মেয়েটির স্বামী চুনিলালের ভূমিকায় অভিনয় করা শুরু করে। দিদাররূপী দেবদাস কোমল পানীয় ছেড়ে মদ খাওয়া শুরু করে। চুনিলাল থিয়েটারের মেয়ে এনে চন্দ্রমুখী সাজিয়ে দেবদাসের সঙ্গে প্রেমের অভিনয় করতে বলে। তবু মন গলে না দেবদাসের। এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘অবিরাম দেবদাস’।
ঈদ উপলক্ষে অবিরাম দেবদাস নাটকটি লিখেছেন বদরুল আনাম সৌদ। প্রযোজনা করেছেন আল মামুন। নাটকটিতে দিদাররূপী দেবদাস চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম। পারু ও চুনিলাল চরিত্রে দেখা যাবে জাকিয়া বারী মম ও আহসান হাবিব নাসিমকে। আরও আছেন হিল্লোল সরকার, সাইফুল আলম শামীম প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচার হবে নাটকটি।
অবিরাম দেবদাস ছাড়া এবার ঈদ উপলক্ষে বিটিভিতে প্রচার হবে আরও দুটি একক নাটক। ঈদের দিন ‘মধুযাত্রা’ ও ঈদের তৃতীয় দিন দেখা যাবে ‘প্রায়শ্চিত্ত’। নাটক দুটি প্রচারিত হবে রাত ৮টার বাংলা সংবাদের পর। নূরুদ্দিন জাহাঙ্গীরের গল্পে প্রায়শ্চিত্ত নাটকটি রচনা করেছেন সুজাত শিমুল, প্রযোজনায় মনিরুল হাসান। অভিনয়ে মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, নাদিয়া আহমেদ প্রমুখ। মধুযাত্রা রচনা করেছেন নূরুদ্দিন জাহাঙ্গীর; প্রযোজনায় এল রুমা আকতার; অভিনয়ে মনোজ প্রামাণিক, মোহাম্মদ বারী প্রমুখ।
‘দেবদাস’ সিনেমা দেখার পর দিদারের জীবনে পরিবর্তন আসে। সে নিজেকে দেবদাস ভাবতে শুরু করে, এমনকি অ্যাফিডেভিট করে নিজের নাম পাল্টে দেবদাস রাখে। এরপর সে দেবদাসের মতো বেশভূষা ধারণ করে গ্রামের প্রতিটি বাড়িতে পারুকে খুঁজে বেড়ায়। এক বাড়িতে সে পারু নামের একটি মেয়ের দেখা পেয়ে তাকেই পারু ভেবে নেয়। মেয়েটি বিবাহিত। তার স্বামীকে সে চুনিলাল ভেবে জড়িয়ে ধরে। প্রথমে পারু ও চুনিলাল ব্যাপারটা স্বাভাবিকভাবে না নিলেও আস্তে আস্তে মেয়েটির স্বামী চুনিলালের ভূমিকায় অভিনয় করা শুরু করে। দিদাররূপী দেবদাস কোমল পানীয় ছেড়ে মদ খাওয়া শুরু করে। চুনিলাল থিয়েটারের মেয়ে এনে চন্দ্রমুখী সাজিয়ে দেবদাসের সঙ্গে প্রেমের অভিনয় করতে বলে। তবু মন গলে না দেবদাসের। এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘অবিরাম দেবদাস’।
ঈদ উপলক্ষে অবিরাম দেবদাস নাটকটি লিখেছেন বদরুল আনাম সৌদ। প্রযোজনা করেছেন আল মামুন। নাটকটিতে দিদাররূপী দেবদাস চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম। পারু ও চুনিলাল চরিত্রে দেখা যাবে জাকিয়া বারী মম ও আহসান হাবিব নাসিমকে। আরও আছেন হিল্লোল সরকার, সাইফুল আলম শামীম প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচার হবে নাটকটি।
অবিরাম দেবদাস ছাড়া এবার ঈদ উপলক্ষে বিটিভিতে প্রচার হবে আরও দুটি একক নাটক। ঈদের দিন ‘মধুযাত্রা’ ও ঈদের তৃতীয় দিন দেখা যাবে ‘প্রায়শ্চিত্ত’। নাটক দুটি প্রচারিত হবে রাত ৮টার বাংলা সংবাদের পর। নূরুদ্দিন জাহাঙ্গীরের গল্পে প্রায়শ্চিত্ত নাটকটি রচনা করেছেন সুজাত শিমুল, প্রযোজনায় মনিরুল হাসান। অভিনয়ে মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, নাদিয়া আহমেদ প্রমুখ। মধুযাত্রা রচনা করেছেন নূরুদ্দিন জাহাঙ্গীর; প্রযোজনায় এল রুমা আকতার; অভিনয়ে মনোজ প্রামাণিক, মোহাম্মদ বারী প্রমুখ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে