সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভাঙন রোধে নির্মিত স্পার কেটে রাস্তা বানিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে ভাঙনের হুমকিতে রয়েছে স্পারগুলো। অভিযোগ রয়েছে, এ কাজের সঙ্গে যুক্ত স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলেসহ কয়েকজন প্রভাবশালী। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, সেখানে আবারও অভিযান পরিচালনা করে বালু উত্তোলন বন্ধ করা হবে।
নদীভাঙন থেকে রক্ষা পেতে সারিয়াকান্দির হাটশেরপুর ইউনিয়নে হাসনাপাড়া বাজারের সামনে ৫৫৮ মিটার স্পার নির্মাণ করা হয় ২০০২ সালে। এ ইউনিয়নের নিজবলাইল বাজারের সামনেও একই বছর আরও একটি স্পার নির্মাণ করা হয়।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে নিজবলাইল বাজারের সামনে হাসনাপাড়ার ১ নম্বর স্পারের কাছ থেকে বালু উত্তোলন করছেন। এ কাজে নেতৃত্ব দিচ্ছেন উপজেলার হাটশেরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান মতির ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য তহিদুল ইসলাম এবং বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা।
একইভাবে হাসনাপাড়া বাজারের সামনে হাসনাপাড়ার ২ নম্বরের স্পারের কাছ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। সেখানেও স্পারের ব্লক সরিয়ে স্পার কেটে তৈরি করা হয়েছে অবৈধভাবে বালু উত্তোলনের রাস্তা। সারা দিন চলে তাঁদের এই কার্যক্রম।
নিজবলাইল গ্রামের ষাটোর্ধ্ব মজিদ প্রাং বলেন, ‘কয়েক বছর আগে যমুনা যেভাবে ভাঙা শুরু করছিল, তাতে এই পার দুডে না থাকলে হামাগিরে আশেপাশের সব গ্রামই যমুনা নদীর পেটত চলে যাতো। হামাগিরে গ্রামের নেতারা যেরকম করে পারগুলে কাটে বালু তুলিচ্চে তাতে পারগুলে ভাঙে যাওয়ার আশংকা করা হচ্চে। আবার যদি বাড়ী ভাঙে তালে হামরা কুন্টি যায়া বাড়ী করমু।’
এ বিষয়ে তহিদুল ইসলাম বলেন, ‘আমরা বালু তুলব না তো কী করে খাব? আপনি সাংবাদিক এগুলো দেখার কে? বড় বড় অফিসারের চোখে পড়ে না, তাহলে আপনার এত সমস্যা হয় কেন?’
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কৃষক বলেন, ‘হামার জমিতে হামি নানা ধরনের ফসল ফলাতাম। সেই জমির মাটি ওরা কেটে নিয়ে যাচ্ছে। ফসলও পাচ্চি না, আবার জমিও নষ্ট হয়া যাচ্চে। কার কাছে হামি বিচের চামু। ওরা তো অনেক শক্তিশালী।’
এদিকে স্পার কেটে বালু উত্তোলন করায় স্পারের সংযোগ সড়কে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। ফলে পর্যটকেরা স্পারে উঠতে পারছেন না।
এ বিষয়ে একজন পর্যটক বলেন, ‘গাবতলী উপজেলা থেকে পরিজন নিয়ে হাসনাপাড়ার স্পার দেখতে এসেছিলাম। স্পারের উপরে উঠতে না পেরে ফিরে যাচ্ছি কালীতলা ঘাটে।’
হাটশেরপুর ইউপি চেয়ারম্যান নূর মেহেদী হাসান আলো বলেন, ‘এ বিষয়ে আমি তাঁদের সতর্ক করে দিয়েছি। মনে হচ্ছে তাঁরা কর্ণপাত করছেন না। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা চাইব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম জানান, ওই স্পার পয়েন্টে মাঝে মাঝেই অরভিযান পরিচালনা করে বালু উত্তোলন বন্ধ করা হয়। শিগগিরই সেখানে আবারও অভিযান পরিচালনা করা হবে।
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভাঙন রোধে নির্মিত স্পার কেটে রাস্তা বানিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে ভাঙনের হুমকিতে রয়েছে স্পারগুলো। অভিযোগ রয়েছে, এ কাজের সঙ্গে যুক্ত স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলেসহ কয়েকজন প্রভাবশালী। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, সেখানে আবারও অভিযান পরিচালনা করে বালু উত্তোলন বন্ধ করা হবে।
নদীভাঙন থেকে রক্ষা পেতে সারিয়াকান্দির হাটশেরপুর ইউনিয়নে হাসনাপাড়া বাজারের সামনে ৫৫৮ মিটার স্পার নির্মাণ করা হয় ২০০২ সালে। এ ইউনিয়নের নিজবলাইল বাজারের সামনেও একই বছর আরও একটি স্পার নির্মাণ করা হয়।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে নিজবলাইল বাজারের সামনে হাসনাপাড়ার ১ নম্বর স্পারের কাছ থেকে বালু উত্তোলন করছেন। এ কাজে নেতৃত্ব দিচ্ছেন উপজেলার হাটশেরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান মতির ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য তহিদুল ইসলাম এবং বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা।
একইভাবে হাসনাপাড়া বাজারের সামনে হাসনাপাড়ার ২ নম্বরের স্পারের কাছ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। সেখানেও স্পারের ব্লক সরিয়ে স্পার কেটে তৈরি করা হয়েছে অবৈধভাবে বালু উত্তোলনের রাস্তা। সারা দিন চলে তাঁদের এই কার্যক্রম।
নিজবলাইল গ্রামের ষাটোর্ধ্ব মজিদ প্রাং বলেন, ‘কয়েক বছর আগে যমুনা যেভাবে ভাঙা শুরু করছিল, তাতে এই পার দুডে না থাকলে হামাগিরে আশেপাশের সব গ্রামই যমুনা নদীর পেটত চলে যাতো। হামাগিরে গ্রামের নেতারা যেরকম করে পারগুলে কাটে বালু তুলিচ্চে তাতে পারগুলে ভাঙে যাওয়ার আশংকা করা হচ্চে। আবার যদি বাড়ী ভাঙে তালে হামরা কুন্টি যায়া বাড়ী করমু।’
এ বিষয়ে তহিদুল ইসলাম বলেন, ‘আমরা বালু তুলব না তো কী করে খাব? আপনি সাংবাদিক এগুলো দেখার কে? বড় বড় অফিসারের চোখে পড়ে না, তাহলে আপনার এত সমস্যা হয় কেন?’
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কৃষক বলেন, ‘হামার জমিতে হামি নানা ধরনের ফসল ফলাতাম। সেই জমির মাটি ওরা কেটে নিয়ে যাচ্ছে। ফসলও পাচ্চি না, আবার জমিও নষ্ট হয়া যাচ্চে। কার কাছে হামি বিচের চামু। ওরা তো অনেক শক্তিশালী।’
এদিকে স্পার কেটে বালু উত্তোলন করায় স্পারের সংযোগ সড়কে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। ফলে পর্যটকেরা স্পারে উঠতে পারছেন না।
এ বিষয়ে একজন পর্যটক বলেন, ‘গাবতলী উপজেলা থেকে পরিজন নিয়ে হাসনাপাড়ার স্পার দেখতে এসেছিলাম। স্পারের উপরে উঠতে না পেরে ফিরে যাচ্ছি কালীতলা ঘাটে।’
হাটশেরপুর ইউপি চেয়ারম্যান নূর মেহেদী হাসান আলো বলেন, ‘এ বিষয়ে আমি তাঁদের সতর্ক করে দিয়েছি। মনে হচ্ছে তাঁরা কর্ণপাত করছেন না। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা চাইব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম জানান, ওই স্পার পয়েন্টে মাঝে মাঝেই অরভিযান পরিচালনা করে বালু উত্তোলন বন্ধ করা হয়। শিগগিরই সেখানে আবারও অভিযান পরিচালনা করা হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে