রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীতে রায়পুরা সরকারি কলেজ, নরসিংদী সরকারি টেকনিক্যাল কলেজ ও রায়পুরা পৌরসভায় দীর্ঘদিন ধরে ছাত্রলীগের কমিটি নেই। এতে জেলার এই তিন ইউনিটে দীর্ঘদিন ধরে সংগঠনটির কার্যক্রম স্থবির হয়ে আছে। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন ওই তিন ইউনিটে পদপ্রত্যাশী নেতা-কর্মীরা। এদিকে উপজেলা ছাত্রলীগ বলছে, ২০১৭ সাল থেকে এই তিন ইউনিটের দায়িত্ব নিয়েছে জেলা কমিটি। তাদের এ নিয়ে করণীয় কিছু নেই। অন্যদিকে জেলা ছাত্রলীগ বলছে, যেকোনো সময় কমিটি দিতে তারা প্রস্তুত রয়েছে।
স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৭ সালের ১৩ ডিসেম্বর জেলা কমিটির এই তিন ইউনিটে কমিটি গঠনের লক্ষ্যে নেতা-কর্মীদের কাছে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়। এরপর এখনো কোনো কমিটি হয়নি। সরকারি কলেজ শাখার সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক স্বাধীন আহাম্মদ জাকির দীর্ঘ ছয় বছর দায়িত্বে আছেন। পৌর ছাত্রলীগ কমিটি চলছে ১১ বছরের পুরোনো কমিটি দিয়ে। এ কারণে এসব ইউনিটে দেখা দিয়েছে বিভাজন। তাই সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে দ্রুত এসব ইউনিটে কমিটির দেওয়ার দাবি তাঁদের।
সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সাবেক সভাপতি মো. রমজান বলেন, ‘দীর্ঘদিন ধরে ছাত্রলীগের সম্মেলন নেই। এতে নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না। আমরা চাই দ্রুত সব ইউনিটে ছাত্রলীগের কমিটি গঠন করা হোক। সম্মেলনের মাধ্যমে তরুণদের হাতে নেতৃত্ব দেখতে চাই।’
রায়পুরা সরকারি কলেজ শাখার সভাপতি পদপ্রার্থী মেহেদী হাসান তুষার বলেন, ‘জেলা ছাত্রলীগের নির্দেশ অনুযায়ী ২০১৭ সালের ১৩ ডিসেম্বর জীবনবৃত্তান্ত জমা দিয়েছি। দীর্ঘ চার বছর ধরে কমিটি হচ্ছে না।’
উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আল আমিন বলেন,‘ আগে তিনটি কমিটি উপজেলা কমিটির অধীনে পরিচালিত হতো। এখন এসব কমিটি পরিচালিত হয় জেলা কমিটির অধীনে। তাই আমরা এ বিষয়ে কিছু বলতে পারছি না।
নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমন বলেন, ‘দীর্ঘদিন ধরে কমিটি না থাকায় নেতা-কর্মীদের মধ্যে বিভাজন তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। যেকোনো সময় কমিটি দিতে আমরা প্রস্তুত। ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে কমিটি হলে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে।’
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি সাগর হোসেন সোহাগ বলেন, ‘করোনার কারণে আমাদের অনেক কার্যক্রম আটকা পরেছে। তা না হলে এতদিনে অনেকগুলো কাজ এগিয়ে নিতে পারতাম। আগামী সপ্তাহে জেলায় সফর করে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে।
নরসিংদীতে রায়পুরা সরকারি কলেজ, নরসিংদী সরকারি টেকনিক্যাল কলেজ ও রায়পুরা পৌরসভায় দীর্ঘদিন ধরে ছাত্রলীগের কমিটি নেই। এতে জেলার এই তিন ইউনিটে দীর্ঘদিন ধরে সংগঠনটির কার্যক্রম স্থবির হয়ে আছে। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন ওই তিন ইউনিটে পদপ্রত্যাশী নেতা-কর্মীরা। এদিকে উপজেলা ছাত্রলীগ বলছে, ২০১৭ সাল থেকে এই তিন ইউনিটের দায়িত্ব নিয়েছে জেলা কমিটি। তাদের এ নিয়ে করণীয় কিছু নেই। অন্যদিকে জেলা ছাত্রলীগ বলছে, যেকোনো সময় কমিটি দিতে তারা প্রস্তুত রয়েছে।
স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৭ সালের ১৩ ডিসেম্বর জেলা কমিটির এই তিন ইউনিটে কমিটি গঠনের লক্ষ্যে নেতা-কর্মীদের কাছে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়। এরপর এখনো কোনো কমিটি হয়নি। সরকারি কলেজ শাখার সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক স্বাধীন আহাম্মদ জাকির দীর্ঘ ছয় বছর দায়িত্বে আছেন। পৌর ছাত্রলীগ কমিটি চলছে ১১ বছরের পুরোনো কমিটি দিয়ে। এ কারণে এসব ইউনিটে দেখা দিয়েছে বিভাজন। তাই সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে দ্রুত এসব ইউনিটে কমিটির দেওয়ার দাবি তাঁদের।
সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সাবেক সভাপতি মো. রমজান বলেন, ‘দীর্ঘদিন ধরে ছাত্রলীগের সম্মেলন নেই। এতে নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না। আমরা চাই দ্রুত সব ইউনিটে ছাত্রলীগের কমিটি গঠন করা হোক। সম্মেলনের মাধ্যমে তরুণদের হাতে নেতৃত্ব দেখতে চাই।’
রায়পুরা সরকারি কলেজ শাখার সভাপতি পদপ্রার্থী মেহেদী হাসান তুষার বলেন, ‘জেলা ছাত্রলীগের নির্দেশ অনুযায়ী ২০১৭ সালের ১৩ ডিসেম্বর জীবনবৃত্তান্ত জমা দিয়েছি। দীর্ঘ চার বছর ধরে কমিটি হচ্ছে না।’
উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আল আমিন বলেন,‘ আগে তিনটি কমিটি উপজেলা কমিটির অধীনে পরিচালিত হতো। এখন এসব কমিটি পরিচালিত হয় জেলা কমিটির অধীনে। তাই আমরা এ বিষয়ে কিছু বলতে পারছি না।
নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমন বলেন, ‘দীর্ঘদিন ধরে কমিটি না থাকায় নেতা-কর্মীদের মধ্যে বিভাজন তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। যেকোনো সময় কমিটি দিতে আমরা প্রস্তুত। ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে কমিটি হলে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে।’
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি সাগর হোসেন সোহাগ বলেন, ‘করোনার কারণে আমাদের অনেক কার্যক্রম আটকা পরেছে। তা না হলে এতদিনে অনেকগুলো কাজ এগিয়ে নিতে পারতাম। আগামী সপ্তাহে জেলায় সফর করে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে