সম্পাদকীয়
রাত ১০টার দিকে টেলিফোনে ক্রিং ক্রিং। ন্যাপের মোজাফফর আহমদ ফোন করেছেন। সরদার ফজলুল করিমকে তিনি ফোনে জানালেন, সরদারের লেখা ‘প্লেটোর সংলাপ’ তিনি কিনেছেন আজিজ সুপার মার্কেট থেকে। মনোযোগ দিয়ে পড়েছেন। এখন ফোন করেছেন বইটির প্রশংসা করার জন্য।
জেলখানা থেকে বের হয়ে সরদার ফজলুল করিম প্রথম যে কাজটি করেছিলেন, সেটাই এই ‘প্লেটোর সংলাপ’। যদিও বইটি থেকে টাকা-পয়সা তেমন পাননি, তবুও তরুণ সমাজকে প্লেটোর সঙ্গে পরিচিত করে তোলার জন্য একটা তৃপ্তিবোধ তাঁর মধ্যে কাজ করত।
মোজাফফর আহমদ বললেন, ‘সত্যই কি এ রকম একটা মানুষ ছিল?’
সরদার বললেন, ‘ইতিহাস তো তেমনই বলে।’
এরপর কথার প্রসঙ্গ পাল্টে যায়। দুই বন্ধুর আলাপ জমে ওঠে। সরদার বলেন, ‘আমাদের প্রিয় ডাক্তার নন্দীর কথা তোমার মনে আছে?’
‘হ্যাঁ, আছে। ডাক্তার নন্দী। ডক্টর মন্মথ নন্দী। ওয়ারীতে নিজের বাড়িতে নিজের উদ্যোগে সকলের জন্য হাসপাতাল বানিয়েছিলেন। হক সাহেব থেকে শুরু করে সরকারের কোনো কর্তাই নন্দী ছাড়া অপর কারোর দ্বারা নিজেদের কোনো রোগ-বালাইয়ের চিকিৎসা করাতেন না।’
‘একদিন তিনি আমার বিরুদ্ধে অনুযোগ এনেছিলেন। বলেছিলেন, “আপনার বিরুদ্ধে আমার অভিযোগ আছে।” আমি বললাম, “কী অভিযোগ?” তিনি বললেন, “গত রাতে আমি ঘুমাতে পারিনি।” আমি বললাম, “ক্যান?” ডা. নন্দী বললেন, “আপনি সেই যে আমাকে “প্লেটোর সংলাপ” দিলেন, তার পাঠ শেষ না করে আমি ঘুমাই ক্যামন করে?” বুঝলা মোজাফফর, এ-ও আমার এক প্রাপ্তি।’ মো
জাফফর আহমদ বললেন, ‘তোমরা পণ্ডিতরা সহজ কইরা লিখতে পারো না?’
সরদার বললেন, ‘বলছ ঠিকই। গ্রিক দর্শন, কঠিন তো একটু লাগবেই। আর তা ছাড়া “সহজ কথা যায় না বলা সহজে।” তোমার কাছ থেকে আজ যা পেলাম, তা-ও তো আমার এক স্মরণীয় প্রাপ্তি।’
সূত্র: সরদার ফজলুল করিম, আমি মানুষ, পৃষ্ঠা ৩১-৩২
রাত ১০টার দিকে টেলিফোনে ক্রিং ক্রিং। ন্যাপের মোজাফফর আহমদ ফোন করেছেন। সরদার ফজলুল করিমকে তিনি ফোনে জানালেন, সরদারের লেখা ‘প্লেটোর সংলাপ’ তিনি কিনেছেন আজিজ সুপার মার্কেট থেকে। মনোযোগ দিয়ে পড়েছেন। এখন ফোন করেছেন বইটির প্রশংসা করার জন্য।
জেলখানা থেকে বের হয়ে সরদার ফজলুল করিম প্রথম যে কাজটি করেছিলেন, সেটাই এই ‘প্লেটোর সংলাপ’। যদিও বইটি থেকে টাকা-পয়সা তেমন পাননি, তবুও তরুণ সমাজকে প্লেটোর সঙ্গে পরিচিত করে তোলার জন্য একটা তৃপ্তিবোধ তাঁর মধ্যে কাজ করত।
মোজাফফর আহমদ বললেন, ‘সত্যই কি এ রকম একটা মানুষ ছিল?’
সরদার বললেন, ‘ইতিহাস তো তেমনই বলে।’
এরপর কথার প্রসঙ্গ পাল্টে যায়। দুই বন্ধুর আলাপ জমে ওঠে। সরদার বলেন, ‘আমাদের প্রিয় ডাক্তার নন্দীর কথা তোমার মনে আছে?’
‘হ্যাঁ, আছে। ডাক্তার নন্দী। ডক্টর মন্মথ নন্দী। ওয়ারীতে নিজের বাড়িতে নিজের উদ্যোগে সকলের জন্য হাসপাতাল বানিয়েছিলেন। হক সাহেব থেকে শুরু করে সরকারের কোনো কর্তাই নন্দী ছাড়া অপর কারোর দ্বারা নিজেদের কোনো রোগ-বালাইয়ের চিকিৎসা করাতেন না।’
‘একদিন তিনি আমার বিরুদ্ধে অনুযোগ এনেছিলেন। বলেছিলেন, “আপনার বিরুদ্ধে আমার অভিযোগ আছে।” আমি বললাম, “কী অভিযোগ?” তিনি বললেন, “গত রাতে আমি ঘুমাতে পারিনি।” আমি বললাম, “ক্যান?” ডা. নন্দী বললেন, “আপনি সেই যে আমাকে “প্লেটোর সংলাপ” দিলেন, তার পাঠ শেষ না করে আমি ঘুমাই ক্যামন করে?” বুঝলা মোজাফফর, এ-ও আমার এক প্রাপ্তি।’ মো
জাফফর আহমদ বললেন, ‘তোমরা পণ্ডিতরা সহজ কইরা লিখতে পারো না?’
সরদার বললেন, ‘বলছ ঠিকই। গ্রিক দর্শন, কঠিন তো একটু লাগবেই। আর তা ছাড়া “সহজ কথা যায় না বলা সহজে।” তোমার কাছ থেকে আজ যা পেলাম, তা-ও তো আমার এক স্মরণীয় প্রাপ্তি।’
সূত্র: সরদার ফজলুল করিম, আমি মানুষ, পৃষ্ঠা ৩১-৩২
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে