আনিসুল হক জুয়েল, দিনাজপুর
অবশেষে কমতে শুরু করেছে চালের দাম। দিনাজপুরে গত কয়েক দিনে চালের দাম বস্তাপ্রতি কমেছে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত। তবে চালের কমলেও বাজেট ঘোষণার দিনই তেলের দাম কেজিপ্রতি বেড়েছে ৭ টাকা। ভোক্তাদের অভিযোগ, প্রতিবছর বাজেটের পর জিনিসের দাম বাড়ে। তাই চালের দাম যে কয় টাকা কমেছে, তা কত দিন স্থায়ী হয় দেখার বিষয়।
গতকাল শুক্রবার দিনাজপুরের বাহাদুর বাজার, রেলবাজার ও রামনগরসহ কয়েকটি বড় পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, বিআর-২৮ চাল কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫২-৫৫ টাকায়। আর ৪৭-৪৮ টাকায় বিক্রি হচ্ছে বিআর-২৯। মোটা গুটিস্বর্ণা বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৪৫ টাকায়। অন্যদিকে ভালো মানের চিকন মিনিকেট বিক্রি হচ্ছে ৬০-৬৪ টাকা কেজি।
বিক্রেতারা জানান, গত কয়েক দিনের মজুতবিরোধী অভিযান আর আমদানির খবরে চালের দাম পড়তির দিকে। আর আমদানি হলে চালের দাম আরও কমবে। রিপা দোলা মৌ ইভা চালঘরের প্রোপ্রাইটর দুলাল বলেন, ‘চালের বাজার নিয়ে আমরা খুবই অস্বস্তিতে আছি। দাম বাড়লে মিল থেকে চাল দেয় না, আর
এখন চালের দাম কমায় আমরা বস্তাপ্রতি ২০০-৩০০ টাকা করে ক্ষতির সম্মুখীন হচ্ছি।’
এ ছাড়া বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৮০ থেকে ৭০০ টাকা কেজি, খাসি ৮০০ থেকে ৮৫০ টাকা। পাকিস্তানি মুরগি ২৫০ টাকা, ব্রয়লার ১৫০ ও লেয়ার ২৮০ টাকা। প্রতি কেজি বড় রুই ৩৫০-৪০০, মাঝারি ৩০০-৩২০, বড় কাতল ৪৫০, ছোট কাতল ৩০০-৩৫০, বড় কই ৬০০
ও শিং মাছ ৮৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে লাল ও সাদা ডিম ৪০ টাকা হালি, হাঁসের ডিম ৬০ ও দেশি মুরগির ডিম ৭০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে। মুগডাল ১৫০ টাকা, বুটের ৮০, মসুর ডাল ১৫০ ও চিনি ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি, আর রসুন ৭০ টাকা।
কাঁচাবাজারে ঢ্যাঁড়স ২০ টাকা, কাঁকরোল ৩০, পটোল ৩০, করলা ৪০, কচুর মুখি ৪০, বেগুন ৩০ থেকে ৩৫ টাকা কেজি ও লাউ প্রতিটি ৪০ এবং চালকুমড়া ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে আসা বসির উদ্দীন নামে এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে আজকের পত্রিকাকে বলেন, ‘বাজারে সবকিছুর দাম বেশি, কিন্তু আমাদের আয় বাড়েনি। এতে করে আমরা বিপাকে পড়েছি।’
ইমরান আহমেদ নামের
আরেক ক্রেতা আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের আয় সীমিত,
কিন্তু ব্যয় বেড়ে গেছে। আমরা মধ্যবিত্তরা কুলিয়ে উঠতে পারছি না। সরকারের কাছে আমাদের অনুরোধ আপনারা চাল আর তেলের দাম নিয়ন্ত্রণে রাখুন।’
অবশেষে কমতে শুরু করেছে চালের দাম। দিনাজপুরে গত কয়েক দিনে চালের দাম বস্তাপ্রতি কমেছে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত। তবে চালের কমলেও বাজেট ঘোষণার দিনই তেলের দাম কেজিপ্রতি বেড়েছে ৭ টাকা। ভোক্তাদের অভিযোগ, প্রতিবছর বাজেটের পর জিনিসের দাম বাড়ে। তাই চালের দাম যে কয় টাকা কমেছে, তা কত দিন স্থায়ী হয় দেখার বিষয়।
গতকাল শুক্রবার দিনাজপুরের বাহাদুর বাজার, রেলবাজার ও রামনগরসহ কয়েকটি বড় পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, বিআর-২৮ চাল কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫২-৫৫ টাকায়। আর ৪৭-৪৮ টাকায় বিক্রি হচ্ছে বিআর-২৯। মোটা গুটিস্বর্ণা বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৪৫ টাকায়। অন্যদিকে ভালো মানের চিকন মিনিকেট বিক্রি হচ্ছে ৬০-৬৪ টাকা কেজি।
বিক্রেতারা জানান, গত কয়েক দিনের মজুতবিরোধী অভিযান আর আমদানির খবরে চালের দাম পড়তির দিকে। আর আমদানি হলে চালের দাম আরও কমবে। রিপা দোলা মৌ ইভা চালঘরের প্রোপ্রাইটর দুলাল বলেন, ‘চালের বাজার নিয়ে আমরা খুবই অস্বস্তিতে আছি। দাম বাড়লে মিল থেকে চাল দেয় না, আর
এখন চালের দাম কমায় আমরা বস্তাপ্রতি ২০০-৩০০ টাকা করে ক্ষতির সম্মুখীন হচ্ছি।’
এ ছাড়া বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৮০ থেকে ৭০০ টাকা কেজি, খাসি ৮০০ থেকে ৮৫০ টাকা। পাকিস্তানি মুরগি ২৫০ টাকা, ব্রয়লার ১৫০ ও লেয়ার ২৮০ টাকা। প্রতি কেজি বড় রুই ৩৫০-৪০০, মাঝারি ৩০০-৩২০, বড় কাতল ৪৫০, ছোট কাতল ৩০০-৩৫০, বড় কই ৬০০
ও শিং মাছ ৮৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে লাল ও সাদা ডিম ৪০ টাকা হালি, হাঁসের ডিম ৬০ ও দেশি মুরগির ডিম ৭০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে। মুগডাল ১৫০ টাকা, বুটের ৮০, মসুর ডাল ১৫০ ও চিনি ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি, আর রসুন ৭০ টাকা।
কাঁচাবাজারে ঢ্যাঁড়স ২০ টাকা, কাঁকরোল ৩০, পটোল ৩০, করলা ৪০, কচুর মুখি ৪০, বেগুন ৩০ থেকে ৩৫ টাকা কেজি ও লাউ প্রতিটি ৪০ এবং চালকুমড়া ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে আসা বসির উদ্দীন নামে এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে আজকের পত্রিকাকে বলেন, ‘বাজারে সবকিছুর দাম বেশি, কিন্তু আমাদের আয় বাড়েনি। এতে করে আমরা বিপাকে পড়েছি।’
ইমরান আহমেদ নামের
আরেক ক্রেতা আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের আয় সীমিত,
কিন্তু ব্যয় বেড়ে গেছে। আমরা মধ্যবিত্তরা কুলিয়ে উঠতে পারছি না। সরকারের কাছে আমাদের অনুরোধ আপনারা চাল আর তেলের দাম নিয়ন্ত্রণে রাখুন।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে