পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
হাট-বাজার, পথে-প্রান্তরে বই বিক্রি করেন আমিনুল ইসলাম। সংসার চালাতে ১ মণ ওজনের বিভিন্ন বই পিঠে নিয়ে ঘোরেন তিনি। এতে তাঁর শরীর ব্যথা হয় কি না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এক মণ ওজনের বইয়ের চেয়ে স্ত্রী-সন্তান নিয়ে অভাবে থাকার ব্যথার ওজন অনেক কষ্টের।’
আমিনুল ইসলামের বাড়ি লালমনিরহাট জেলার সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামে।
গত বুধবার দুপুরে পাটগ্রাম বাজারে আজকের পত্রিকার প্রতিনিধির সঙ্গে কথা হয় আমিনুলের। তিনি বলেন, ‘দরিদ্র পরিবারে বাবার দুই সংসার থাকায় আমার পাঁচ বছর বয়সে বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়। স্বামী পরিত্যক্তা মায়ের একমাত্র সন্তান হওয়ায় ১২ বছর বয়স থেকে অন্যের বাড়ি ও দোকানে কাজ করে যা পারিশ্রমিক পেতাম তা দিয়ে মায়ের দেখভাল করতাম। মা মারা গেছেন। সরকারি ১১ শতকের খাসজমিতে বসতভিটা ছাড়া তেমন কিছু নেই। লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাজুড়ে চলাচল করা ট্রেন ও বিভিন্ন গাড়িতে বই বিক্রি করি। মাঝে পত্রিকার হকারি করেছি।’
বই বিক্রির বিষয়ে আমিনুল বলেন, ‘রংপুর ও লালমনিরহাটের একাধিক লাইব্রেরি থেকে বই কিনে সাজিয়ে নেই। প্রায় ১ মণের ওজনের বিভিন্ন বই কাঁধে তুলে এক হাত দিয়ে রাখি। অপর হাতে কিছু বই নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত রাস্তাঘাট ঘুরে ঘুরে বিভিন্ন শহর ও গ্রাম এলাকার হাটবাজার, বাসাবাড়িতে বই বিক্রি করি। প্রতিদিন ৩ থেকে ৪ হাজার টাকার বই বিক্রয় করে আয় হয় ৪০০ থেকে ৫০০ টাকা আয় হয়। এভাবেই তিন মেয়ে, স্ত্রী নিয়ে চলছে সংসার।’
লালমনিরহাট জেলার হাতীবান্ধা, পাটগ্রাম উপজেলা ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী উপজেলা এবং গাইবান্ধা জেলার সাঘাটা, গোবিন্দগঞ্জ উপজেলায় বই বেশি বিক্রি হয় বলে জানান আমিনুল। বিভিন্ন ধর্মীয় বই, গল্পের বই, শিশুদের বই ও কবিতার বই বিক্রি করেন তিনি। তাঁর কাছে ১৫০ থেকে ৭০০ টাকা দামের বিভিন্ন বই রয়েছে। তিনি চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়েছেন। তিন মেয়ের মধ্যে সম্প্রতি বড় মেয়ের বিয়ে দিয়েছেন। এখন তাঁর আশা ছোট দুই মেয়েকে পড়ালেখা করাবেন।
হাট-বাজার, পথে-প্রান্তরে বই বিক্রি করেন আমিনুল ইসলাম। সংসার চালাতে ১ মণ ওজনের বিভিন্ন বই পিঠে নিয়ে ঘোরেন তিনি। এতে তাঁর শরীর ব্যথা হয় কি না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এক মণ ওজনের বইয়ের চেয়ে স্ত্রী-সন্তান নিয়ে অভাবে থাকার ব্যথার ওজন অনেক কষ্টের।’
আমিনুল ইসলামের বাড়ি লালমনিরহাট জেলার সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামে।
গত বুধবার দুপুরে পাটগ্রাম বাজারে আজকের পত্রিকার প্রতিনিধির সঙ্গে কথা হয় আমিনুলের। তিনি বলেন, ‘দরিদ্র পরিবারে বাবার দুই সংসার থাকায় আমার পাঁচ বছর বয়সে বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়। স্বামী পরিত্যক্তা মায়ের একমাত্র সন্তান হওয়ায় ১২ বছর বয়স থেকে অন্যের বাড়ি ও দোকানে কাজ করে যা পারিশ্রমিক পেতাম তা দিয়ে মায়ের দেখভাল করতাম। মা মারা গেছেন। সরকারি ১১ শতকের খাসজমিতে বসতভিটা ছাড়া তেমন কিছু নেই। লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাজুড়ে চলাচল করা ট্রেন ও বিভিন্ন গাড়িতে বই বিক্রি করি। মাঝে পত্রিকার হকারি করেছি।’
বই বিক্রির বিষয়ে আমিনুল বলেন, ‘রংপুর ও লালমনিরহাটের একাধিক লাইব্রেরি থেকে বই কিনে সাজিয়ে নেই। প্রায় ১ মণের ওজনের বিভিন্ন বই কাঁধে তুলে এক হাত দিয়ে রাখি। অপর হাতে কিছু বই নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত রাস্তাঘাট ঘুরে ঘুরে বিভিন্ন শহর ও গ্রাম এলাকার হাটবাজার, বাসাবাড়িতে বই বিক্রি করি। প্রতিদিন ৩ থেকে ৪ হাজার টাকার বই বিক্রয় করে আয় হয় ৪০০ থেকে ৫০০ টাকা আয় হয়। এভাবেই তিন মেয়ে, স্ত্রী নিয়ে চলছে সংসার।’
লালমনিরহাট জেলার হাতীবান্ধা, পাটগ্রাম উপজেলা ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী উপজেলা এবং গাইবান্ধা জেলার সাঘাটা, গোবিন্দগঞ্জ উপজেলায় বই বেশি বিক্রি হয় বলে জানান আমিনুল। বিভিন্ন ধর্মীয় বই, গল্পের বই, শিশুদের বই ও কবিতার বই বিক্রি করেন তিনি। তাঁর কাছে ১৫০ থেকে ৭০০ টাকা দামের বিভিন্ন বই রয়েছে। তিনি চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়েছেন। তিন মেয়ের মধ্যে সম্প্রতি বড় মেয়ের বিয়ে দিয়েছেন। এখন তাঁর আশা ছোট দুই মেয়েকে পড়ালেখা করাবেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে