দুই লঞ্চের কর্মকর্তাদের মারামারি, মাস্টার আহত

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২১, ০৭: ১৪
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১২: ০১

পটুয়াখালীর দশমিনায় রিসাদ–৩ ও ইদ্রিস মমতাজ লঞ্চের কর্মকর্তা–কর্মচারীদের মধ্যে মারামারির অভিযোগ উঠেছে। এতে রিসাদ-৩ লঞ্চের মাস্টার মো. কামরুজ্জামান গুরুতর আহত হয়েছেন। গতকাল এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ইদ্রিস মমতাজ লঞ্চের মাস্টার পরিচয় দেওয়া মো. মিঠন দশমিনা উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ভুয়া পরিচয়ে তিনি নিজেকে মাস্টার দাবি করেন।

জানা যায়, দুপুর দেড়টার দিকে বরিশাল থেকে চরকলমিগামী লঞ্চ রিসাদ-৩ দশমিনা ঘাটে ভিড়ে। লঞ্চ ঘাট করার সময় নিয়ে ঘোষেরহাটগামী ইদ্রিস মমতাজ লঞ্চের সঙ্গে কথা-কাটাকাটি হয়। ইদ্রিস মমতাজ লঞ্চের ভুয়া মাস্টার পরিচয় দেওয়া মো. মিঠনের ছোড়া ইটের আঘাতে মাস্টার মো. কামরুজ্জামান গুরুতর আহত হন।

দশমিনা থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘ঘটনা শুনেছি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত