বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের টিভি নাটকের অনেক দর্শক ছড়িয়ে-ছিটিয়ে আছেন পশ্চিমবঙ্গেও। এপারের মোশাররফ করিম, আফরান নিশো, সজল, মেহজাবীন, মম—সবার কাজ ওপারেও বেশ জনপ্রিয়। এমন অনেক ভক্তের কাহিনি বিভিন্ন সময় সামনে এসেছে, যাঁরা প্রিয় তারকার সঙ্গে দেখা করতে ভারত থেকে ছুটে এসেছেন বাংলাদেশে। সেদিন এমনই এক গল্প শোনালেন আবদুন নূর সজল। তাঁর সঙ্গে দেখা করতে কলকাতা থেকে এসেছেন শুভদীপ রায় নামের এক ভক্ত।
সজল জানালেন, তাঁর সঙ্গে শুভদীপের যোগাযোগ হয় বছর পাঁচেক আগে। বাংলাদেশের নাটক, চলচ্চিত্র নিয়মিত দেখেন শুভদীপ। সেগুলো নিয়ে ফেসবুকে লেখেনও। অনেক দিন ধরেই তিনি বাংলাদেশে আসতে চাচ্ছিলেন প্রিয় অভিনেতাকে একনজর দেখার জন্য। অবশেষে তাঁর স্বপ্ন পূরণ হলো। ডিসেম্বরের শেষ দিকে সজলের বাসায় দেখা হয় তাঁদের। সজল বলেন, ‘বহুদিন ধরে আমার নাটক নিয়ে তাঁর বিভিন্ন লেখা, কমেন্ট, পোস্ট দেখছিলাম। মুগ্ধ হতাম প্রতিবারই তাঁর লেখা পড়ে। শুধু অভিনয় দিয়ে কারও হৃদয়ে এত বিশাল জায়গা করে নেওয়া যায় বিশ্বাস করতাম না।
বিশ্বাস সত্য হলো, যখন কাঁটাতারের সীমান্ত অতিক্রম করে ভারতবাসী শুভদীপ বাংলাদেশে আসলেন। তাঁর প্রতিটি কথা, শব্দ, আবেগ, অনুভূতি স্পর্শ করেছে আমাকে। এই ভালোবাসা অমূল্য।’
ভারত থেকে তিনি সজলের জন্য নিয়ে এসেছেন পাঞ্জাবি, মানিব্যাগ, নিজের বানানো লাড্ডুসহ অনেক কিছু। ঢাকায় এসে কোনো একটা হোটেলে উঠেছিলেন শুভদীপ। কিন্তু যেহেতু তিনি সজলের সঙ্গেই দেখা করতে বাংলাদেশে এসেছেন, তাই তাঁর থাকার জায়গা নিজেই করে দিয়েছেন সজল। ঢাকার বিভিন্ন স্থাপনা তাঁকে ঘুরিয়েও দেখিয়েছেন অভিনেতা। শুভদীপ খুবই বিস্মিত প্রিয় অভিনেতার কাছ থেকে এমন আতিথেয়তা পেয়ে।
আরেকটি ভালো খবর শোনালেন সজল। ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হওয়া ‘সানফেস্ট আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব’-এ সেরা অভিনেতা হয়েছেন তিনি। নিজের অভিনীত ‘ব্যাচ ২০০৩’ ওয়েব সিনেমার জন্য এই সম্মাননা পেয়েছেন সজল। সজল বলেন, ‘যেকোনো কাজের স্বীকৃতি সব সময়ই অনেক আনন্দের। একটা কাজ করার পর সেটা যখন দর্শকেরা পছন্দ করে, তখনই আমাদের কষ্ট সার্থক হয়। সেই সঙ্গে কাজটি যদি প্রশংসিত হয় এবং সম্মাননা পায় তখন কাজের প্রতি দায়িত্ববোধ আরও বেড়ে যায়। ভালো কাজ করার আগ্রহটা অনেক গুণ বেড়ে যায়। এমন পুরস্কার নতুন বছরে কাজের প্রতি আগ্রহ আরও বাড়াবে।’
বাংলাদেশের টিভি নাটকের অনেক দর্শক ছড়িয়ে-ছিটিয়ে আছেন পশ্চিমবঙ্গেও। এপারের মোশাররফ করিম, আফরান নিশো, সজল, মেহজাবীন, মম—সবার কাজ ওপারেও বেশ জনপ্রিয়। এমন অনেক ভক্তের কাহিনি বিভিন্ন সময় সামনে এসেছে, যাঁরা প্রিয় তারকার সঙ্গে দেখা করতে ভারত থেকে ছুটে এসেছেন বাংলাদেশে। সেদিন এমনই এক গল্প শোনালেন আবদুন নূর সজল। তাঁর সঙ্গে দেখা করতে কলকাতা থেকে এসেছেন শুভদীপ রায় নামের এক ভক্ত।
সজল জানালেন, তাঁর সঙ্গে শুভদীপের যোগাযোগ হয় বছর পাঁচেক আগে। বাংলাদেশের নাটক, চলচ্চিত্র নিয়মিত দেখেন শুভদীপ। সেগুলো নিয়ে ফেসবুকে লেখেনও। অনেক দিন ধরেই তিনি বাংলাদেশে আসতে চাচ্ছিলেন প্রিয় অভিনেতাকে একনজর দেখার জন্য। অবশেষে তাঁর স্বপ্ন পূরণ হলো। ডিসেম্বরের শেষ দিকে সজলের বাসায় দেখা হয় তাঁদের। সজল বলেন, ‘বহুদিন ধরে আমার নাটক নিয়ে তাঁর বিভিন্ন লেখা, কমেন্ট, পোস্ট দেখছিলাম। মুগ্ধ হতাম প্রতিবারই তাঁর লেখা পড়ে। শুধু অভিনয় দিয়ে কারও হৃদয়ে এত বিশাল জায়গা করে নেওয়া যায় বিশ্বাস করতাম না।
বিশ্বাস সত্য হলো, যখন কাঁটাতারের সীমান্ত অতিক্রম করে ভারতবাসী শুভদীপ বাংলাদেশে আসলেন। তাঁর প্রতিটি কথা, শব্দ, আবেগ, অনুভূতি স্পর্শ করেছে আমাকে। এই ভালোবাসা অমূল্য।’
ভারত থেকে তিনি সজলের জন্য নিয়ে এসেছেন পাঞ্জাবি, মানিব্যাগ, নিজের বানানো লাড্ডুসহ অনেক কিছু। ঢাকায় এসে কোনো একটা হোটেলে উঠেছিলেন শুভদীপ। কিন্তু যেহেতু তিনি সজলের সঙ্গেই দেখা করতে বাংলাদেশে এসেছেন, তাই তাঁর থাকার জায়গা নিজেই করে দিয়েছেন সজল। ঢাকার বিভিন্ন স্থাপনা তাঁকে ঘুরিয়েও দেখিয়েছেন অভিনেতা। শুভদীপ খুবই বিস্মিত প্রিয় অভিনেতার কাছ থেকে এমন আতিথেয়তা পেয়ে।
আরেকটি ভালো খবর শোনালেন সজল। ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হওয়া ‘সানফেস্ট আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব’-এ সেরা অভিনেতা হয়েছেন তিনি। নিজের অভিনীত ‘ব্যাচ ২০০৩’ ওয়েব সিনেমার জন্য এই সম্মাননা পেয়েছেন সজল। সজল বলেন, ‘যেকোনো কাজের স্বীকৃতি সব সময়ই অনেক আনন্দের। একটা কাজ করার পর সেটা যখন দর্শকেরা পছন্দ করে, তখনই আমাদের কষ্ট সার্থক হয়। সেই সঙ্গে কাজটি যদি প্রশংসিত হয় এবং সম্মাননা পায় তখন কাজের প্রতি দায়িত্ববোধ আরও বেড়ে যায়। ভালো কাজ করার আগ্রহটা অনেক গুণ বেড়ে যায়। এমন পুরস্কার নতুন বছরে কাজের প্রতি আগ্রহ আরও বাড়াবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে