মির্জাপুর প্রতিনিধি
দুই যুবক সড়কের দুপাশে লাঠি হাতে দাঁড়িয়ে থাকেন। ট্রাক আসার সঙ্গে সঙ্গে লাঠি উঁচু করে দুদিক থেকে তেড়ে আসেন তাঁরা। চাহিদামতো চাঁদা না দিলেই চালকের ওপর চড়াও হন। চাঁদা নেওয়ার এই নিত্য দৃশ্য মির্জাপুর উপজেলার গোড়াই-সখীপুর সড়কের সৈয়দপুর এলাকার। টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতি গোড়াই হাঁটুভাঙা বাজার শাখার নামে এ চাঁদাবাজি করা হচ্ছে বলে জানা গেছে।
অভিযোগ পাওয়া গেছে, প্রতিটি পণ্যবাহী ট্রাক থেকে ৫০ টাকা ও মিনি ট্রাক থেকে ৩০ টাকা হারে চাঁদা আদায় করা হয়। চাঁদা কেউ দিতে অস্বীকার করলেই লাঠি হাতে দাঁড়িয়ে থাকা যুবকেরা চালকের ওপর জবরদস্তি চালান।
ওই সড়কে চলাচলকারী একাধিক ট্রাক ও মিনি ট্রাকচালক জানান, এই সড়কে বংশাই নদীর ওপর নির্মিত হাঁটুভাঙা সেতুর টোল দিতে হয়। এর আধা কিলোমিটারেরও কম দূরত্বে আবার ট্রাক মালিক সমিতির নামে চাঁদা দিতে বাধ্য করা হচ্ছে। তাঁরা কারা কেন নিচ্ছেন টাকা কিছুই জানেন না এসব চালকেরা।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, কিছুদিন আগে ওই সড়কে এভাবে চাঁদাবাজি করত অন্য একটি গ্রুপ। কিন্তু সম্প্রতি সেখানে গোড়াই এলাকার মাহাবুব আলম বিল্টু ও মীর টিপু সুলতান নামে দুই শ্রমিক নেতার নামে চাঁদাবাজি চলছে। একই কথা জানালেন, লাঠি হাতে দাঁড়িয়ে থাকা দুই যুবকও।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন গোড়াই-সখীপুর সড়ক দিয়ে অর্ধশতাধিক পণ্যবাহী ট্রাক ও মিনি ট্রাক চলাচল করে। বিশেষ করে দিনে এই সড়কে ট্রাক চলাচল আরও বেড়ে যায়। এর মধ্যে শনিবার কাইতল্যার গরুর হাটের দিনটি উল্লেখযোগ্য।
এ ব্যাপারে মাহাবুব আলম বিল্টুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি ওই মালিক সমিতির সভাপতি ও মীর টিপু সুলতান সাধারণ সম্পাদকের দায়িত্ব আছেন ঠিকই। তবে চাঁদা নেওয়ার বিষয়ে কিছুই জানেন না তিনি। এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ বলেন, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দুই যুবক সড়কের দুপাশে লাঠি হাতে দাঁড়িয়ে থাকেন। ট্রাক আসার সঙ্গে সঙ্গে লাঠি উঁচু করে দুদিক থেকে তেড়ে আসেন তাঁরা। চাহিদামতো চাঁদা না দিলেই চালকের ওপর চড়াও হন। চাঁদা নেওয়ার এই নিত্য দৃশ্য মির্জাপুর উপজেলার গোড়াই-সখীপুর সড়কের সৈয়দপুর এলাকার। টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতি গোড়াই হাঁটুভাঙা বাজার শাখার নামে এ চাঁদাবাজি করা হচ্ছে বলে জানা গেছে।
অভিযোগ পাওয়া গেছে, প্রতিটি পণ্যবাহী ট্রাক থেকে ৫০ টাকা ও মিনি ট্রাক থেকে ৩০ টাকা হারে চাঁদা আদায় করা হয়। চাঁদা কেউ দিতে অস্বীকার করলেই লাঠি হাতে দাঁড়িয়ে থাকা যুবকেরা চালকের ওপর জবরদস্তি চালান।
ওই সড়কে চলাচলকারী একাধিক ট্রাক ও মিনি ট্রাকচালক জানান, এই সড়কে বংশাই নদীর ওপর নির্মিত হাঁটুভাঙা সেতুর টোল দিতে হয়। এর আধা কিলোমিটারেরও কম দূরত্বে আবার ট্রাক মালিক সমিতির নামে চাঁদা দিতে বাধ্য করা হচ্ছে। তাঁরা কারা কেন নিচ্ছেন টাকা কিছুই জানেন না এসব চালকেরা।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, কিছুদিন আগে ওই সড়কে এভাবে চাঁদাবাজি করত অন্য একটি গ্রুপ। কিন্তু সম্প্রতি সেখানে গোড়াই এলাকার মাহাবুব আলম বিল্টু ও মীর টিপু সুলতান নামে দুই শ্রমিক নেতার নামে চাঁদাবাজি চলছে। একই কথা জানালেন, লাঠি হাতে দাঁড়িয়ে থাকা দুই যুবকও।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন গোড়াই-সখীপুর সড়ক দিয়ে অর্ধশতাধিক পণ্যবাহী ট্রাক ও মিনি ট্রাক চলাচল করে। বিশেষ করে দিনে এই সড়কে ট্রাক চলাচল আরও বেড়ে যায়। এর মধ্যে শনিবার কাইতল্যার গরুর হাটের দিনটি উল্লেখযোগ্য।
এ ব্যাপারে মাহাবুব আলম বিল্টুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি ওই মালিক সমিতির সভাপতি ও মীর টিপু সুলতান সাধারণ সম্পাদকের দায়িত্ব আছেন ঠিকই। তবে চাঁদা নেওয়ার বিষয়ে কিছুই জানেন না তিনি। এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ বলেন, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে