ইট উঠে যাওয়ায় চলে না গাড়ি, হেঁটেই যাতায়াত

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১১: ১২

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র থেকে পার্শ্ববর্তী জৈনসার ইউনিয়নে যাতায়াতের রাস্তার দৈর্ঘ্য প্রায় ২ কিলোমিটার। পাঁচ বছর আগে এই সড়কে করা ইটের সলিং উঠে গিয়ে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে সড়কে যানবাহন চলাচল করতে চায় না, ফলে বাধ্য হয়ে হেঁটেই চলাচল করছে কয়েকটি গ্রামের মানুষ। সবচেয়ে দুর্ভোগে পড়েন স্বাস্থ্যকেন্দ্রে আসা রোগী ও তাঁর স্বজনেরা।

উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রসংলগ্ন সড়কটি উত্তর মধ্যপাড়া গ্রামসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষের চলাচলের প্রধান মাধ্যম। সম্প্রতি দেখা গেছে, প্রায় ২ কিলোমিটার রাস্তাটি চলাচলের প্রায় অনুপযোগী। মূল সড়কের শাখা এ রাস্তাটি ৪-৫ বছর আগে ইটসলিং করা হয়। কিন্তু ইতিমধ্যে ইট উঠে গিয়ে বেশ কয়েকটি স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে এই রাস্তায় কোনো যানবাহন যাতায়াত করতে চায় না। এতে হেঁটে চলাচল করতে হয় স্থানীয়দের।

দক্ষিণ মধ্যপাড়া গ্রামের বাসিন্দা হুমায়ূন তালুকদার বলেন, ‘রাস্তার ইট উঠে সৃষ্ট গর্তে পানি জমে থাকে। রিকশা, অটোরিকশা চলাচল করে না। আমাদের হেঁটে চলাচল করতে হয়। একটু বৃষ্টি হলে হেঁটে চলাচলও করা যায় না। কাদামাটি ছিটকে জামা-কাপড় নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন রাস্তার অবস্থা খারাপ হলেও কেউ মেরামত করেও দিচ্ছে না।’

তোহাব ডালি বলেন, ‘হাটবাজার থেকে ফেরার পথে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সামনের সেতুর কাছে এসে অটোরিকশা থামিয়ে দেয়। এরপর হেঁটে বাড়ি যেতে হয়।’
অটোরিকশাচালক মো. আল-আমিন বলেন, ‘ইট উঠে গিয়ে রাস্তার বাজে অবস্থা হয়েছে। অটোরিকশা নিয়ে চলাচল করা যায় না, গর্তে আটকে যায়। তাই সেতুর সামনেই যাত্রী নামিয়ে দিই। মেরামত করা করা হলে ওই রাস্তায় চলাচল করা যাবে, তা না হলে যাওয়া সম্ভব না।’

মধ্যপাড়া ইউপির চেয়ারম্যান শেখ আব্দুল করিম বলেন, ‘মধ্যপাড়া ও জৈনসার ইউনিয়নে যাতায়াতের রাস্তায় খানাখন্দের কারণে এলাকাবাসীর চলাচলের দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটি এলজিইডির অধীন। রাস্তা সংস্কারের বিষয়ে উপজেলা এলজিইডি কার্যালয়ে আমি জানিয়েছি। তাঁরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।’

উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. রেজাউল ইসলাম বলেন, ‘ওই রাস্তাসহ আরও কয়েকটি রাস্তা পাকা করার জন্য আবেদন করেছি। অনুমোদন পেলে কাজ শুরু করা হবে।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত