সায়েন্স সিটির সম্ভাব্য জায়গা পরিদর্শন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২১, ০৮: ৩০
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৩: ১০

পদ্মা সেতুর পাড়ে শিবচরে সায়েন্স সিটিসহ নভোথিয়েটারের জায়গা নির্ধারণের জন্য মাদারীপুর জেলার শিবচরের বিভিন্ন স্থান পরিদর্শন করেছে উচ্চপর্যায়ের এক বিশেষজ্ঞ দল।

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরীর নেতৃত্বে গতকাল শনিবার এই প্রতিনিধিদল শিবচরের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন নভোথিয়েটারের মহাপরিচালক, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা।

প্রতিনিধিদলটি পদ্মা সেতু-সংলগ্ন মাদারীপুর জেলার শিবচরের ভৌগোলিক গুরুত্ব তুলে ধরে এই এলাকায় সায়েন্স সিটি স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। প্রতিনিধি দলটি শনিবার সকাল থেকে ঢাকা-খুলনা এক্সপ্রেস হাইওয়ের কাছে শিবচর উপজেলার সন্নাসীরচরসহ বিভিন্ন এলাকায় সায়েন্স সিটি নির্মাণের লক্ষ্যে জায়গা পরিদর্শন করেন।

উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের মহাপরিচালক ড. আব্দুর রাজ্জাক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মেজবাহ উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের অধ্যাপক এসএম মাহবুব প্রমুখ।

প্রতিনিধি দলের পক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মেজবাহ উদ্দিন বলেন, ‘পদ্মাসেতু হওয়ার কারণে বর্তমানে শিবচর একটি গুরুত্বপূর্ণ স্থান। এ অঞ্চলে ধীরে ধীরে মানুষের আনাগোনা বাড়বে। মানুষের সুস্থ বিনোদন ও শিক্ষণীয় বিষয়গুলি চিন্তা করে সায়েন্স সিটি ও বঙ্গবন্ধু নভোথিয়েটারের জন্য আমরা এ এলাকা দেখতে এসেছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত