শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
পদ্মা সেতুর পাড়ে শিবচরে সায়েন্স সিটিসহ নভোথিয়েটারের জায়গা নির্ধারণের জন্য মাদারীপুর জেলার শিবচরের বিভিন্ন স্থান পরিদর্শন করেছে উচ্চপর্যায়ের এক বিশেষজ্ঞ দল।
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরীর নেতৃত্বে গতকাল শনিবার এই প্রতিনিধিদল শিবচরের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন নভোথিয়েটারের মহাপরিচালক, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা।
প্রতিনিধিদলটি পদ্মা সেতু-সংলগ্ন মাদারীপুর জেলার শিবচরের ভৌগোলিক গুরুত্ব তুলে ধরে এই এলাকায় সায়েন্স সিটি স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। প্রতিনিধি দলটি শনিবার সকাল থেকে ঢাকা-খুলনা এক্সপ্রেস হাইওয়ের কাছে শিবচর উপজেলার সন্নাসীরচরসহ বিভিন্ন এলাকায় সায়েন্স সিটি নির্মাণের লক্ষ্যে জায়গা পরিদর্শন করেন।
উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের মহাপরিচালক ড. আব্দুর রাজ্জাক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মেজবাহ উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের অধ্যাপক এসএম মাহবুব প্রমুখ।
প্রতিনিধি দলের পক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মেজবাহ উদ্দিন বলেন, ‘পদ্মাসেতু হওয়ার কারণে বর্তমানে শিবচর একটি গুরুত্বপূর্ণ স্থান। এ অঞ্চলে ধীরে ধীরে মানুষের আনাগোনা বাড়বে। মানুষের সুস্থ বিনোদন ও শিক্ষণীয় বিষয়গুলি চিন্তা করে সায়েন্স সিটি ও বঙ্গবন্ধু নভোথিয়েটারের জন্য আমরা এ এলাকা দেখতে এসেছি।’
পদ্মা সেতুর পাড়ে শিবচরে সায়েন্স সিটিসহ নভোথিয়েটারের জায়গা নির্ধারণের জন্য মাদারীপুর জেলার শিবচরের বিভিন্ন স্থান পরিদর্শন করেছে উচ্চপর্যায়ের এক বিশেষজ্ঞ দল।
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরীর নেতৃত্বে গতকাল শনিবার এই প্রতিনিধিদল শিবচরের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন নভোথিয়েটারের মহাপরিচালক, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা।
প্রতিনিধিদলটি পদ্মা সেতু-সংলগ্ন মাদারীপুর জেলার শিবচরের ভৌগোলিক গুরুত্ব তুলে ধরে এই এলাকায় সায়েন্স সিটি স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। প্রতিনিধি দলটি শনিবার সকাল থেকে ঢাকা-খুলনা এক্সপ্রেস হাইওয়ের কাছে শিবচর উপজেলার সন্নাসীরচরসহ বিভিন্ন এলাকায় সায়েন্স সিটি নির্মাণের লক্ষ্যে জায়গা পরিদর্শন করেন।
উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের মহাপরিচালক ড. আব্দুর রাজ্জাক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মেজবাহ উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের অধ্যাপক এসএম মাহবুব প্রমুখ।
প্রতিনিধি দলের পক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মেজবাহ উদ্দিন বলেন, ‘পদ্মাসেতু হওয়ার কারণে বর্তমানে শিবচর একটি গুরুত্বপূর্ণ স্থান। এ অঞ্চলে ধীরে ধীরে মানুষের আনাগোনা বাড়বে। মানুষের সুস্থ বিনোদন ও শিক্ষণীয় বিষয়গুলি চিন্তা করে সায়েন্স সিটি ও বঙ্গবন্ধু নভোথিয়েটারের জন্য আমরা এ এলাকা দেখতে এসেছি।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে