রংপুর প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর যুবদল।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মহানগর যুবদলের একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হয়। এরপর সম্মিলিত একটি মিছিল দলীয় কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
এ সময় যুবদলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। পরে দলীয় কার্যালয়ের মূল ফটকের সামনে তাঁরা বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে মহানগর যুবদলের সহসভাপতি রাজীব চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক লিটন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন, সহসাংগঠনিক সম্পাদক ওয়াহেদ মুরাদ প্রমুখ। এটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জহির আলম নয়ন।
এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সালেক পাম্পের সামনে থেকে জেলা যুবদলের একটি বিক্ষোভ মিছিল বের হতে চাইলে পুলিশ ব্যারিকেড দেয়। পরে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে কার্যালয়ের আশপাশ।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সিনিয়র সহসভাপতি রাকিব হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেমস, যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু প্রমুখ।
যুবদলের কর্মসূচিকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গতকাল মহানগরীর মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়। এ ছাড়া বিএনপি কার্যালয়ের সামনে জলকামানের দুটি গাড়ি প্রস্তুত রাখা হয়।
খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে নিয়ে সুচিকিৎসার দাবিতে এর আগে বুধবার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয় রংপুর জেলা বিএনপি। এতে জেলা বিএনপির সহসভাপতি আফতাব উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. রইচ আহমেদ স্বাক্ষর করেন। স্মারকলিপিতে অবিলম্বে মানবিক বিবেচনায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুচিকিৎসার বিষয়টি সরকারকে গুরুত্ব সহকারে নেওয়ার আহ্বান জানানো হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর যুবদল।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মহানগর যুবদলের একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হয়। এরপর সম্মিলিত একটি মিছিল দলীয় কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
এ সময় যুবদলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। পরে দলীয় কার্যালয়ের মূল ফটকের সামনে তাঁরা বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে মহানগর যুবদলের সহসভাপতি রাজীব চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক লিটন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন, সহসাংগঠনিক সম্পাদক ওয়াহেদ মুরাদ প্রমুখ। এটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জহির আলম নয়ন।
এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সালেক পাম্পের সামনে থেকে জেলা যুবদলের একটি বিক্ষোভ মিছিল বের হতে চাইলে পুলিশ ব্যারিকেড দেয়। পরে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে কার্যালয়ের আশপাশ।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সিনিয়র সহসভাপতি রাকিব হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেমস, যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু প্রমুখ।
যুবদলের কর্মসূচিকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গতকাল মহানগরীর মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়। এ ছাড়া বিএনপি কার্যালয়ের সামনে জলকামানের দুটি গাড়ি প্রস্তুত রাখা হয়।
খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে নিয়ে সুচিকিৎসার দাবিতে এর আগে বুধবার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয় রংপুর জেলা বিএনপি। এতে জেলা বিএনপির সহসভাপতি আফতাব উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. রইচ আহমেদ স্বাক্ষর করেন। স্মারকলিপিতে অবিলম্বে মানবিক বিবেচনায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুচিকিৎসার বিষয়টি সরকারকে গুরুত্ব সহকারে নেওয়ার আহ্বান জানানো হয়।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৬ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে