সম্পাদকীয়
সত্যজিৎ রায়কে একজন অসাধারণ অভিনেতা বলে মনে করতেন রবি ঘোষ। সত্যজিৎ রায়ের ‘বাঘা বাইন’ কিন্তু শুধু বাঘা হয়েই সত্যজিতের সঙ্গে থাকেননি। আরও কয়েকটি ছবিতে করেছেন অভিনয়। সেই ১৯৫২-৫৩ সালের দিকে কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউর কফি হাউসে যখন আড্ডা হতো, তখন লর্ডস আর কমনসেও চলত আড্ডা। সেই সময় এই লর্ডসেই সত্যজিৎ রায়কে প্রথম দেখেছিলেন রবি ঘোষ। সে সময় ‘মি. রয়’ একজন কমার্শিয়াল আর্টিস্ট মাত্র। এরপরই তো ‘পথের পাঁচালী’। এরপরই তো নামধাম।
ষাটের দশকে মঞ্চে ‘অঙ্গার’ নাটকটি দেখতে এসেছিলেন সত্যজিৎ রায়। প্রশংসা করেছিলেন। রবি ঘোষ তখন মঞ্চে অভিনয় করেন। তবে দিনে দিনে সেই সুযোগ কমতে লাগল। দলের সঙ্গে সম্পর্কও ছিন্ন করলেন রবি। এ রকম এক সময় শুনলেন সত্যজিৎ রায় তাঁকে খুঁজছেন। জীবনে এই প্রথম সত্যজিতের সঙ্গে সামনাসামনি কথা হলো রবি ঘোষের। সত্যজিৎ তখন রবির মানিকদা। মানিকদা বললেন, ‘তোমাকে একটা পার্ট করতে হবে। মোটরগাড়ির ক্লিনার। করবে তো?’
করবে মানে! রবি তো তখন আনন্দে সপ্তম আসমানে! কী করতে হবে, তা যেভাবে অভিনয় করে বুঝিয়ে দিতেন সত্যজিৎ যে নতুন করে কিছু ভাবতে হতো না অভিনয়শিল্পীকে—ইমপ্রোভাইজটুকু করা ছাড়া। যতক্ষণ ফ্রেম নষ্ট না হচ্ছে, ততক্ষণ অভিনয়শিল্পীকে সেই সুযোগ দিতেন সত্যজিৎ।
‘অভিযান’ সিনেমার একটি দৃশ্যে ওয়াহিদা রহমানের সঙ্গে হেঁটে যাচ্ছেন রবি। তাঁর হাতে একটি খেলনা। এই শটে শুধু হেঁটে যাওয়ারই নির্দেশ ছিল। কিন্তু শটের মধ্যে রবি দেখতে পেলেন একটা মোষ শুয়ে আছে মাটিতে। তিনি একটা লাফ দিয়ে মোষটাকে টপকে চলে গেলেন। মোষটাও দাঁড়িয়ে গেল। রবি ভয় পেলেন—বোধ হয় শটটা নষ্ট করে ফেলেছেন। কিন্তু অভয় পেলেন স্বয়ং সত্যজিতের কাছ
থেকে, ‘ফাইন!’ অর্থাৎ বাড়তি এই কাণ্ডটাকে মেনে নিলেন পরিচালক।
সূত্র: রবি ঘোষ, আপনমনে, সম্পাদনা: অভীক চট্ট্যোপাধ্যায়
সত্যজিৎ রায়কে একজন অসাধারণ অভিনেতা বলে মনে করতেন রবি ঘোষ। সত্যজিৎ রায়ের ‘বাঘা বাইন’ কিন্তু শুধু বাঘা হয়েই সত্যজিতের সঙ্গে থাকেননি। আরও কয়েকটি ছবিতে করেছেন অভিনয়। সেই ১৯৫২-৫৩ সালের দিকে কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউর কফি হাউসে যখন আড্ডা হতো, তখন লর্ডস আর কমনসেও চলত আড্ডা। সেই সময় এই লর্ডসেই সত্যজিৎ রায়কে প্রথম দেখেছিলেন রবি ঘোষ। সে সময় ‘মি. রয়’ একজন কমার্শিয়াল আর্টিস্ট মাত্র। এরপরই তো ‘পথের পাঁচালী’। এরপরই তো নামধাম।
ষাটের দশকে মঞ্চে ‘অঙ্গার’ নাটকটি দেখতে এসেছিলেন সত্যজিৎ রায়। প্রশংসা করেছিলেন। রবি ঘোষ তখন মঞ্চে অভিনয় করেন। তবে দিনে দিনে সেই সুযোগ কমতে লাগল। দলের সঙ্গে সম্পর্কও ছিন্ন করলেন রবি। এ রকম এক সময় শুনলেন সত্যজিৎ রায় তাঁকে খুঁজছেন। জীবনে এই প্রথম সত্যজিতের সঙ্গে সামনাসামনি কথা হলো রবি ঘোষের। সত্যজিৎ তখন রবির মানিকদা। মানিকদা বললেন, ‘তোমাকে একটা পার্ট করতে হবে। মোটরগাড়ির ক্লিনার। করবে তো?’
করবে মানে! রবি তো তখন আনন্দে সপ্তম আসমানে! কী করতে হবে, তা যেভাবে অভিনয় করে বুঝিয়ে দিতেন সত্যজিৎ যে নতুন করে কিছু ভাবতে হতো না অভিনয়শিল্পীকে—ইমপ্রোভাইজটুকু করা ছাড়া। যতক্ষণ ফ্রেম নষ্ট না হচ্ছে, ততক্ষণ অভিনয়শিল্পীকে সেই সুযোগ দিতেন সত্যজিৎ।
‘অভিযান’ সিনেমার একটি দৃশ্যে ওয়াহিদা রহমানের সঙ্গে হেঁটে যাচ্ছেন রবি। তাঁর হাতে একটি খেলনা। এই শটে শুধু হেঁটে যাওয়ারই নির্দেশ ছিল। কিন্তু শটের মধ্যে রবি দেখতে পেলেন একটা মোষ শুয়ে আছে মাটিতে। তিনি একটা লাফ দিয়ে মোষটাকে টপকে চলে গেলেন। মোষটাও দাঁড়িয়ে গেল। রবি ভয় পেলেন—বোধ হয় শটটা নষ্ট করে ফেলেছেন। কিন্তু অভয় পেলেন স্বয়ং সত্যজিতের কাছ
থেকে, ‘ফাইন!’ অর্থাৎ বাড়তি এই কাণ্ডটাকে মেনে নিলেন পরিচালক।
সূত্র: রবি ঘোষ, আপনমনে, সম্পাদনা: অভীক চট্ট্যোপাধ্যায়
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে