মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এরই মধ্যে প্রায় ৫০০ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। চারা তৈরির উপযুক্ত আবহাওয়া বিরাজ করায় স্বস্তিতে রয়েছেন তাঁরা।
কৃষকেরা বলছেন, দিনের বেলায় রোদ ও রাতে ঠান্ডা বিরাজ করছে। এখন পর্যন্ত কুয়াশা পড়েনি, শৈত্যপ্রবাহও নেই। শীত বেশি হলে চারা গজানো কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই বর্তমান সময়কে উপযুক্ত মনে করে আগাম জাতের ধানের চারা তৈরিতে তাঁদের ব্যস্ত সময় কাটছে।
কৃষকদের দাবি, শৈত্যপ্রবাহ শুরু হলে তাপমাত্রা অনেক কমে যায়। কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে চারা হলুদ ও বিবর্ণ হওয়ার আশঙ্কা থাকে। নওগাঁর বদলগাছি আবহাওয়া দপ্তরে দায়িত্বরত কর্মকর্তা হামিদুল হক বলেন, গত সোমবার দুপুর পর্যন্ত এ অঞ্চলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকাল ৯টায় ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। পর্যায়ক্রমে তাপমাত্রা কমতে থাকবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১৪ ইউনিয়নে ১৯ হাজার হেক্টর জমিতে বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর বিপরীতে ৯৫০ থেকে ১ হাজার হেক্টর জমিতে বীজতলা তৈরি হবে। রোপণ পর্যন্ত আবহাওয়া অনুকূল হলে এলাকার চাহিদা মিটিয়ে আশপাশের উপজেলায় চারা সরবরাহ করেন কৃষকেরা।
আরও জানা গেছে, উপজেলায় চলতি মৌসুমে জিরাশাইল, ব্রি ধান-৮১, ব্রি ধান-২৮, ব্রি ধান-২৯, ব্রি ধান-৫০, ব্রি ধান-৫৮, কাটারিসহ হাইব্রিড জাতের ধান চাষে কৃষকেরা আগ্রহ প্রকাশ করেছেন। চাষের লক্ষ্যে এসব জাতের বীজ সংগ্রহ করছেন তাঁরা। তবে মুজিব শতবর্ষ উপলক্ষে জাতির জনককে বিশেষ সম্মাননা জানাতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত জাত ‘বঙ্গবন্ধু ধান ১০০’ উপজেলার দুটি প্রদর্শনী প্লটে চাষ হচ্ছে।
বিলউথরাইল গ্রামের কৃষক মসলেম উদ্দিন বলেন, আবহাওয়া ভালো থাকায় দুই সপ্তাহ আগে বীজতলায় গজানো ধান বপন করেন। এরই মধ্যে চারা গজিয়ে বেশ সতেজ ও সবুজ বর্ণ ধারণ করেছে। এবার চারার মান অনেক ভালো হবে বলেও আশা প্রকাশ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, চলতি মৌসুমে ১৯ হাজার হেক্টর জমিতে বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রোপণের বিপরীতে বীজতলা তৈরি করছেন কৃষকেরা।
শায়লা শারমিন আরও বলেন, এখন পর্যন্ত বীজতলা তৈরির উপযুক্ত আবহাওয়া বিরাজ করছে। চারা নষ্ট হয়ে যাওয়ার মতো প্রতিকূল পরিবেশ নেই। শৈত্যপ্রবাহ শুরু হলে বীজতলা পলিথিন পেপার দিয়ে ঢেকে দিলে চারা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না।
নওগাঁর মান্দায় বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এরই মধ্যে প্রায় ৫০০ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। চারা তৈরির উপযুক্ত আবহাওয়া বিরাজ করায় স্বস্তিতে রয়েছেন তাঁরা।
কৃষকেরা বলছেন, দিনের বেলায় রোদ ও রাতে ঠান্ডা বিরাজ করছে। এখন পর্যন্ত কুয়াশা পড়েনি, শৈত্যপ্রবাহও নেই। শীত বেশি হলে চারা গজানো কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই বর্তমান সময়কে উপযুক্ত মনে করে আগাম জাতের ধানের চারা তৈরিতে তাঁদের ব্যস্ত সময় কাটছে।
কৃষকদের দাবি, শৈত্যপ্রবাহ শুরু হলে তাপমাত্রা অনেক কমে যায়। কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে চারা হলুদ ও বিবর্ণ হওয়ার আশঙ্কা থাকে। নওগাঁর বদলগাছি আবহাওয়া দপ্তরে দায়িত্বরত কর্মকর্তা হামিদুল হক বলেন, গত সোমবার দুপুর পর্যন্ত এ অঞ্চলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকাল ৯টায় ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। পর্যায়ক্রমে তাপমাত্রা কমতে থাকবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১৪ ইউনিয়নে ১৯ হাজার হেক্টর জমিতে বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর বিপরীতে ৯৫০ থেকে ১ হাজার হেক্টর জমিতে বীজতলা তৈরি হবে। রোপণ পর্যন্ত আবহাওয়া অনুকূল হলে এলাকার চাহিদা মিটিয়ে আশপাশের উপজেলায় চারা সরবরাহ করেন কৃষকেরা।
আরও জানা গেছে, উপজেলায় চলতি মৌসুমে জিরাশাইল, ব্রি ধান-৮১, ব্রি ধান-২৮, ব্রি ধান-২৯, ব্রি ধান-৫০, ব্রি ধান-৫৮, কাটারিসহ হাইব্রিড জাতের ধান চাষে কৃষকেরা আগ্রহ প্রকাশ করেছেন। চাষের লক্ষ্যে এসব জাতের বীজ সংগ্রহ করছেন তাঁরা। তবে মুজিব শতবর্ষ উপলক্ষে জাতির জনককে বিশেষ সম্মাননা জানাতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত জাত ‘বঙ্গবন্ধু ধান ১০০’ উপজেলার দুটি প্রদর্শনী প্লটে চাষ হচ্ছে।
বিলউথরাইল গ্রামের কৃষক মসলেম উদ্দিন বলেন, আবহাওয়া ভালো থাকায় দুই সপ্তাহ আগে বীজতলায় গজানো ধান বপন করেন। এরই মধ্যে চারা গজিয়ে বেশ সতেজ ও সবুজ বর্ণ ধারণ করেছে। এবার চারার মান অনেক ভালো হবে বলেও আশা প্রকাশ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, চলতি মৌসুমে ১৯ হাজার হেক্টর জমিতে বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রোপণের বিপরীতে বীজতলা তৈরি করছেন কৃষকেরা।
শায়লা শারমিন আরও বলেন, এখন পর্যন্ত বীজতলা তৈরির উপযুক্ত আবহাওয়া বিরাজ করছে। চারা নষ্ট হয়ে যাওয়ার মতো প্রতিকূল পরিবেশ নেই। শৈত্যপ্রবাহ শুরু হলে বীজতলা পলিথিন পেপার দিয়ে ঢেকে দিলে চারা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১৬ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১৮ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে