রায়পুরায় দোকান মালিকের মারধরে ১০ শিক্ষার্থী আহত

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২২, ০৮: ৪৮
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৪: ৪৪

নরসিংদীর রায়পুরা উপজেলায় বিদ্যালয় ছুটির পরে দোকানের সামনে দাঁড়ানো নিয়ে কথা-কাটাকাটির জেরে ছাত্রদের মারধর করেছেন দোকান মালিক ও তাঁর লোকজন। এ সময় কমপক্ষে ১০ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সেরাজনগর এমএ পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ফরিদ মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতি সোমবার বিদ্যালয়ে অর্ধেক ক্লাস হয়। গতকাল বেলা একটায় বিদ্যালয় ছুটি হয়ে যায়। এ সময় রেলক্রসিংয়ের কারণে উপজেলা প্রধান সড়কে বিদ্যালয়ের সামনে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। তার ওপর বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক সঙ্গে বের হওয়ায় ফটকের সামনে জটলা বাঁধে। কয়েকজন শিক্ষার্থী রাস্তার পাশে ফরিদ মিয়ার স্টেশনারি দোকানের সামনে দাঁড়ায়। দোকানদার ক্ষুব্ধ হয়ে তাদের গালমন্দ করলে তারাও পাল্টা জবাব দেয়। একপর্যায়ে দোকান মালিক ফরিদ মিয়া ও তাঁর লোকজন রড ও লাঠিসোঁটা দিয়ে শিক্ষার্থীদের এলোপাতাড়ি মারধর করেন। মারধরে কমপক্ষে ১০ জন শিক্ষার্থী আহত হয়। তার মধ্যে এক শিক্ষার্থী রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রায়পুরা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে বাজার কমিটির সভাপতি ডা. মোগল হোসেন বলেন, অপরাধ করলে বিচার হবে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত হয়নি।

সেরাজনগর এমএ পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন বলেন, ‘স্কুল ছুটি হলে এক সঙ্গে ২ সহস্রাধিক শিক্ষার্থী বের হলে এমনিতেই কিছু যানজট তৈরি হয়। একই সঙ্গে প্রধান সড়ক ও নিকটে রেলক্রসিং থাকায় প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। আমার শিক্ষার্থী যদি কোনো অন্যায় করে থাকে তাহলে আমাদের জানালে আমরা ব্যবস্থা নেব। বহিরাগতরা কেন আমার ছাত্রের ওপর হাত তুলবে।’

রায়পুরা থানার উপপরিদর্শক জহিরুল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত