আগৈলঝাড়া প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় পাঁচটি ইউনিয়নের ২৭টি প্রকল্পের আওতায় অভ্যন্তরীণ ৮৬ কিলোমিটার খাল খননের প্রকল্প গত দুই যুগেও বাস্তবায়ন হয়নি। এতে সেচ সংকটে অনেক কৃষি জমি অনাবাদি রয়েছে। অভ্যন্তরীণ খালগুলো ভরাটের কারণে পানির তীব্র সংকটের কারণে চলতি বোরো মৌসুমে চাষ করা জমিতেও আশাতীত ফলন না হওয়ার আশঙ্কায় চরম হতাশ চাষিরা। পানি সংকটের মুখে জরুরিভাবে খালগুলো পুনঃখননের দাবি জানিয়েছেন কৃষকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় জানান, সেচের জন্য খাল খননের প্রকল্পটি দাখিল করা হয়েছে অন্তত দুই যুগ আগে। কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি।
ওই কর্মকর্তা আরও জানান, দাখিলকৃত প্রকল্পের মধ্যে উপজেলার রাজিহার ইউনিয়নে মোট ২২কিমি খালের মধ্যে রয়েছে বাশাইল গ্রামের মতিউর রহমানের সমিল থেকে ছোট বাশাইল-গোয়াইল-ছোট ডুমুরিয়া পর্যন্ত ৮কিমি। একই এলাকায় কামাল সরদারের বাড়ি থেকে হায়াতুল্লাহ ফলিয়ার বাড়ি পর্যন্ত দেড় কিমি। দক্ষিণ বাহাদুরপুর থেকে মাগুরা ছাদেক বেপারীর বাড়ি পর্যন্ত ৩কিমি। বাহাদুরপুর রেজিঃ প্রাঃ বিদ্যালয় থেকে বটু বকুলার বাড়ি পর্যন্ত দেড় কিমি। রামানন্দের আঁক স্কুল থেকে ক্লাব বাড়ি পর্যন্ত আড়াই কিমি। বাশাইল খন্দকার বাড়ির ব্রিজ থেকে চেংগুটিয়া ঢালীবাড়ী মসজিদ পর্যন্ত আড়াই কিমি। রাজিহার জোড়া ব্রিজ থেকে কুমার ভাঙা পর্যন্ত ৩ কিলোমিটারসহ ২২কিমি খাল খনন জরুরি হয়ে পড়েছে।
বাকাল ইউনিয়নে শুকিয়ে যাওয়া খালের পরিমাণ ১৭কিমি। এর মধ্যে ১নম্বর ব্রিজ থেকে আদাবাড়ী পর্যন্ত দেড় কিমি কোদালধোয়া থেকে বড়মগরা পর্যন্ত ২ কিমি। কোদালধোয়া থেকে ফেনাবাড়ী পর্যন্ত ২ কিমি। কোদালধোয়া শিমুলবাড়ি পর্যন্ত দেড় কিমি। বাকাল ১নম্বর ব্রিজ থেকে কোদালধোয়া পর্যন্ত ৪ কিমি। বাকাল হাট থেকে আমবাড়ী পর্যন্ত ২ কিমি ও রাজিহার বাজার থেকে বাকাল হাট পর্যন্ত ৪কিমিসহ ১৭কিমি খাল পুনঃখননের জন্য নির্ধারণ করা হয়েছে।
একইভাবে গৈলা ইউনিয়নে ২৫ কিমি খালে পানি সরবরাহ না থাকায় পুনঃখনন দরকার।
রাজিহার গ্রামের শাহআলম মোল্লা জানান, তার এলাকার মতো অনেক ইরি ব্লকের জমি এ বছর পানির অভাবে চাষ করতে পারছে না কৃষকেরা। তার ওপর ধানের বাজার মূল্য কম থাকায়ও জমি চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক।
বরিশালের আগৈলঝাড়ায় পাঁচটি ইউনিয়নের ২৭টি প্রকল্পের আওতায় অভ্যন্তরীণ ৮৬ কিলোমিটার খাল খননের প্রকল্প গত দুই যুগেও বাস্তবায়ন হয়নি। এতে সেচ সংকটে অনেক কৃষি জমি অনাবাদি রয়েছে। অভ্যন্তরীণ খালগুলো ভরাটের কারণে পানির তীব্র সংকটের কারণে চলতি বোরো মৌসুমে চাষ করা জমিতেও আশাতীত ফলন না হওয়ার আশঙ্কায় চরম হতাশ চাষিরা। পানি সংকটের মুখে জরুরিভাবে খালগুলো পুনঃখননের দাবি জানিয়েছেন কৃষকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় জানান, সেচের জন্য খাল খননের প্রকল্পটি দাখিল করা হয়েছে অন্তত দুই যুগ আগে। কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি।
ওই কর্মকর্তা আরও জানান, দাখিলকৃত প্রকল্পের মধ্যে উপজেলার রাজিহার ইউনিয়নে মোট ২২কিমি খালের মধ্যে রয়েছে বাশাইল গ্রামের মতিউর রহমানের সমিল থেকে ছোট বাশাইল-গোয়াইল-ছোট ডুমুরিয়া পর্যন্ত ৮কিমি। একই এলাকায় কামাল সরদারের বাড়ি থেকে হায়াতুল্লাহ ফলিয়ার বাড়ি পর্যন্ত দেড় কিমি। দক্ষিণ বাহাদুরপুর থেকে মাগুরা ছাদেক বেপারীর বাড়ি পর্যন্ত ৩কিমি। বাহাদুরপুর রেজিঃ প্রাঃ বিদ্যালয় থেকে বটু বকুলার বাড়ি পর্যন্ত দেড় কিমি। রামানন্দের আঁক স্কুল থেকে ক্লাব বাড়ি পর্যন্ত আড়াই কিমি। বাশাইল খন্দকার বাড়ির ব্রিজ থেকে চেংগুটিয়া ঢালীবাড়ী মসজিদ পর্যন্ত আড়াই কিমি। রাজিহার জোড়া ব্রিজ থেকে কুমার ভাঙা পর্যন্ত ৩ কিলোমিটারসহ ২২কিমি খাল খনন জরুরি হয়ে পড়েছে।
বাকাল ইউনিয়নে শুকিয়ে যাওয়া খালের পরিমাণ ১৭কিমি। এর মধ্যে ১নম্বর ব্রিজ থেকে আদাবাড়ী পর্যন্ত দেড় কিমি কোদালধোয়া থেকে বড়মগরা পর্যন্ত ২ কিমি। কোদালধোয়া থেকে ফেনাবাড়ী পর্যন্ত ২ কিমি। কোদালধোয়া শিমুলবাড়ি পর্যন্ত দেড় কিমি। বাকাল ১নম্বর ব্রিজ থেকে কোদালধোয়া পর্যন্ত ৪ কিমি। বাকাল হাট থেকে আমবাড়ী পর্যন্ত ২ কিমি ও রাজিহার বাজার থেকে বাকাল হাট পর্যন্ত ৪কিমিসহ ১৭কিমি খাল পুনঃখননের জন্য নির্ধারণ করা হয়েছে।
একইভাবে গৈলা ইউনিয়নে ২৫ কিমি খালে পানি সরবরাহ না থাকায় পুনঃখনন দরকার।
রাজিহার গ্রামের শাহআলম মোল্লা জানান, তার এলাকার মতো অনেক ইরি ব্লকের জমি এ বছর পানির অভাবে চাষ করতে পারছে না কৃষকেরা। তার ওপর ধানের বাজার মূল্য কম থাকায়ও জমি চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে