সম্পাদকীয়
মুষ্টিযুদ্ধে বিশ্ব চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী একসময় পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন ছিলেন। তাঁকে শতাব্দীর সেরা খেলোয়াড় অভিধা দেওয়া হয়েছে। কীভাবে তিনি একের পর এক বাধা পার হয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন, ভিয়েতনাম যুদ্ধে যোগ দিতে অস্বীকৃতি জানানোয় কীভাবে শিরোপা হারিয়েছিলেন, জেল খেটেছিলেন, সেই ইতিহাসও কারও অজানা নয়। আজ অবশ্য সেই কাহিনি নয়, আজ বলা হবে সাইকেল হারানোর গল্পের মাধ্যমে মুষ্টিযুদ্ধের সঙ্গে আলাপ আর প্রথম বিমানে ওঠার কাহিনি।
সীমাহীন দারিদ্র্যের মধ্যে কেনটাকির লুইসভিলে বেড়ে উঠছিল ক্যাসিয়াস মার্সেলাস ক্লে নামে এক বালক, পরবর্তীকালে যিনি নাম ও ধর্ম পরিবর্তন করেছিলেন।
১২ বছর বয়সে তিনি মুষ্টিযুদ্ধে নাম লিখিয়েছিলেন। ক্যাসিয়াস ক্লের ছিল একটা বাইসাইকেল। সে সময় তিনি লুইসভিল বিশ্ববিদ্যালয়ে মেঝে পরিষ্কার করার কাজ করতেন। একদিন তাঁর সাইকেলটা চুরি হয়ে গেল। পুলিশের শরণাপন্ন হলেন তিনি। রেগেমেগে পুলিশকে বললেন, চোরটাকে পেলে পিটুনি দেবেন।
ক্লে, অর্থাৎ আলীর কথা শুনে একজন পুলিশ সদস্য বললেন, ‘যদি সত্যিই ঠ্যাঙাতে চাও, তাহলে মুষ্টিযুদ্ধ শেখো।’
দুই সপ্তাহ পরে ছেলেটি বক্সিং শেখার জন্য জিমনেসিয়ামে যাওয়া শুরু করল।
মুষ্টিযুদ্ধটা ভালো লাগতে শুরু করল তার। এটাকেই পেশা হিসেবে নেওয়ার আগ্রহ জাগল। কিন্তু পেশাদার হওয়ার আগে ১৯৬০ সালের অলিম্পিকে যোগ দিতে বললেন প্রশিক্ষকেরা। ১৮ বছর বয়সে লাইট ওয়েট ক্যাটাগরিতে অলিম্পিক চ্যাম্পিয়ন হন আলী। কিন্তু সে ঘটনাটি না-ও ঘটতে পারত, যদি প্লেনে ওঠার আতঙ্ক তাঁকে পেয়ে বসত। কিন্তু প্লেনে না উঠলে অলিম্পিকে যাবেন কী করে?
‘আমি প্লেনে করে কোথাও যাব না।’ বললেন আলী।
তাঁকে বোঝানো হলো, ‘অলিম্পিকে পদক না জিতলে তুমি পেশাদার মুষ্টিযোদ্ধা হবে কী করে?’
সেটা তো সত্যি! তখন যুদ্ধের সরঞ্জাম বিক্রি করে যে দোকান, সেই দোকানে গিয়ে প্যারাস্যুট কিনলেন আলী। সেই প্যারাস্যুট সঙ্গে নিয়ে প্রস্তুত হয়েই প্লেনে গিয়ে বসলেন।
সূত্র: ই ফাকতি ডট রু
মুষ্টিযুদ্ধে বিশ্ব চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী একসময় পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন ছিলেন। তাঁকে শতাব্দীর সেরা খেলোয়াড় অভিধা দেওয়া হয়েছে। কীভাবে তিনি একের পর এক বাধা পার হয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন, ভিয়েতনাম যুদ্ধে যোগ দিতে অস্বীকৃতি জানানোয় কীভাবে শিরোপা হারিয়েছিলেন, জেল খেটেছিলেন, সেই ইতিহাসও কারও অজানা নয়। আজ অবশ্য সেই কাহিনি নয়, আজ বলা হবে সাইকেল হারানোর গল্পের মাধ্যমে মুষ্টিযুদ্ধের সঙ্গে আলাপ আর প্রথম বিমানে ওঠার কাহিনি।
সীমাহীন দারিদ্র্যের মধ্যে কেনটাকির লুইসভিলে বেড়ে উঠছিল ক্যাসিয়াস মার্সেলাস ক্লে নামে এক বালক, পরবর্তীকালে যিনি নাম ও ধর্ম পরিবর্তন করেছিলেন।
১২ বছর বয়সে তিনি মুষ্টিযুদ্ধে নাম লিখিয়েছিলেন। ক্যাসিয়াস ক্লের ছিল একটা বাইসাইকেল। সে সময় তিনি লুইসভিল বিশ্ববিদ্যালয়ে মেঝে পরিষ্কার করার কাজ করতেন। একদিন তাঁর সাইকেলটা চুরি হয়ে গেল। পুলিশের শরণাপন্ন হলেন তিনি। রেগেমেগে পুলিশকে বললেন, চোরটাকে পেলে পিটুনি দেবেন।
ক্লে, অর্থাৎ আলীর কথা শুনে একজন পুলিশ সদস্য বললেন, ‘যদি সত্যিই ঠ্যাঙাতে চাও, তাহলে মুষ্টিযুদ্ধ শেখো।’
দুই সপ্তাহ পরে ছেলেটি বক্সিং শেখার জন্য জিমনেসিয়ামে যাওয়া শুরু করল।
মুষ্টিযুদ্ধটা ভালো লাগতে শুরু করল তার। এটাকেই পেশা হিসেবে নেওয়ার আগ্রহ জাগল। কিন্তু পেশাদার হওয়ার আগে ১৯৬০ সালের অলিম্পিকে যোগ দিতে বললেন প্রশিক্ষকেরা। ১৮ বছর বয়সে লাইট ওয়েট ক্যাটাগরিতে অলিম্পিক চ্যাম্পিয়ন হন আলী। কিন্তু সে ঘটনাটি না-ও ঘটতে পারত, যদি প্লেনে ওঠার আতঙ্ক তাঁকে পেয়ে বসত। কিন্তু প্লেনে না উঠলে অলিম্পিকে যাবেন কী করে?
‘আমি প্লেনে করে কোথাও যাব না।’ বললেন আলী।
তাঁকে বোঝানো হলো, ‘অলিম্পিকে পদক না জিতলে তুমি পেশাদার মুষ্টিযোদ্ধা হবে কী করে?’
সেটা তো সত্যি! তখন যুদ্ধের সরঞ্জাম বিক্রি করে যে দোকান, সেই দোকানে গিয়ে প্যারাস্যুট কিনলেন আলী। সেই প্যারাস্যুট সঙ্গে নিয়ে প্রস্তুত হয়েই প্লেনে গিয়ে বসলেন।
সূত্র: ই ফাকতি ডট রু
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে