রানা আব্বাস, ঢাকা
আগামী ৭ জুন ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের ফাইনাল সামনে রেখে গত পরশু প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। তাতে বাংলাদেশের অর্থযোগ নেহাত মন্দ নয়। গত চক্রের মতো এবারও পয়েন্ট তালিকায় শেষ চার দলের একটি হয়ে বাংলাদেশ প্রাইজমানি হিসাবে পেয়েছে ১ লাখ ডলার বা কোটি টাকা।
টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের টানা দুটি চক্রে বাংলাদেশের বিশেষ কোনো উন্নতি নেই। এ প্রতিযোগিতার পয়েন্ট তালিকা দেখে যদি মন খারাপ হয়, আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের বাংলাদেশের অবস্থান সাকিব-তামিমদের মুখে চওড়া হাসি এনে দিয়েছে। গত তিন বছরে ৫০ ওভারের ক্রিকেটে ধারাবাহিক ভালো খেলে টেবিলের তিনে থেকে ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশ। এ তালিকায় তারা পেছনে ফেলেছে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তানের মতো দলকে। বাংলাদেশ একই সময় দুটি আইসিসির প্রতিযোগিতায় অংশ নিয়ে একটিতে সবার নিচে আবার আরেকটিতে শীর্ষ তিনে। এই চিত্র দেখে বোঝা কঠিন, বাংলাদেশ ক্রিকেটে এগোচ্ছে না পেছাচ্ছে!
দুই সংস্করণে দুই অবস্থান নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কতটা উদ্বিগ্ন—প্রশ্নটি গত পরশু করা হয়েছিল বোর্ডপ্রধান নাজমুল হাসান পাপনকে। গুলশানে ক্রিকেট সমর্থকদের সংগঠন বিসিএসএর অনুষ্ঠান শেষে আজকের পত্রিকাকে পাপন বলেছেন, ‘টেস্টে তো আমরা খারাপই, এটা জানি।’ এখানে উন্নতি করতে বিসিবি যে এখন খুব একটা তৎপর হচ্ছে না, সেটিও বললেন পাপন, ‘এখনো না (উন্নতি করতে পরিকল্পনা), সামনের বছর আমরা টেস্ট নিয়ে কাজ শুরু করব। এখন ওয়ানডে আর টি-টোয়েন্টি... (সংস্করণে বেশি মনোযোগ)।’
বিসিবির অগ্রাধিকার তালিকায় এখন সাদা বল বিশেষ করে ৫০ ওভারের ক্রিকেট থাকার একটাই কারণ—সামনে দুটি বড় টুর্নামেন্ট।ভারতে অনেকটা চেনা কন্ডিশনে অনুষ্ঠেয় এই বিশ্বকাপে দারুণ কিছু করার সুযোগটা কাজে লাগাতে চাইছে বিসিবি। এ লক্ষ্যে এগোতে গিয়ে টেস্ট ক্রিকেট যে আপাতত পেছনে পড়ছে, সেটি অকপটেই জানিয়েছেন বিসিবি সভাপতি।
অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপে ধারাবাহিক ভালো করা দলগুলো সাদা বলের ক্রিকেটেও যথেষ্ট সফল। বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড ওয়ানডে সুপার লিগেও সবার ওপরে। শুধু বিসিবি সভাপতিই নন, ক্রিকেটারদের ভাবনাতেও সাদা বলের জন্য জায়গাটা বেশি। এ বাস্তবতা সামনে এনেছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন, ‘এখন চ্যালেঞ্জ আরও বেশি হবে, টি-টোয়েন্টির যুগ তো, সাদা বলের ক্রিকেটে আগ্রহটা সবার একটু বেশি। এটাও ঠিক, যারা টি-টোয়েন্টিতে সফল, তারা লাল বলের ক্রিকেটেও ভালো খেলে।এটা আমাদের ক্রিকেটারদের বোঝানোর চেষ্টা করি।’
একটা সময় বাংলাদেশ আফসোস করত পর্যাপ্ত টেস্ট খেলতে না পারায়। টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো প্রতিযোগিতা আসায় এখন বাংলাদেশ বছরে গড়ে ৮-১০টি টেস্ট খেলার সুযোগ পেয়ে থাকে। তবু এখানে বলার মতো উন্নতি নেই। ২০১৯-২১ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ ৭ টেস্ট খেলে একটিও জিততে পারেনি। ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ ১২ টেস্টে জিতেছে ১টিতে। এ চক্রে বড় প্রাপ্তি ২০২২ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়।
টেস্টে উন্নতি করতে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের কাঠামো পরিবর্তনে বছর দু-এক আগে বিসিবিকে বিশেষ প্রস্তাব দিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। প্রস্তাব বাস্তবায়ন না হওয়ায় একটু হতাশ তিনি, ‘আমাদের প্রথম শ্রেণির ক্রিকেট ভালো কোনো কাঠামো আছে? আমি একটা প্রস্তাব দিয়েছি, সেটা নিয়ে প্রতি বছর আলোচনা হয় কিন্তু বাস্তবায়ন হয় না। ৪৮ ঘণ্টা আগে কোচ ঠিক করি আমরা। কোনো বিভাগে আমাদের প্রথম শ্রেণির ক্রিকেটের কাঠামো আছে? অন্তত দুই বছরের জন্য প্রতিটি বিভাগের একটা টিম ম্যানেজমেন্ট তো থাকা উচিত। আমাদের ক্লাব ক্রিকেট যেভাবে সংগঠিতভাবে হয়, লাল বলে সেটা আরও বেশি হওয়া উচিত।’
২০১৫ থেকে ২০২২ এই সাত বছরে আইসিসির লভ্যাংশ আর টেস্ট তহবিল থেকে বিসিবি পেয়েছিল ৫৫১ কোটি টাকা। বিসিবি সভাপতি এ বছর টেস্টে বিশেষ মনোযোগ দিতে না চাইলেও টেস্ট খেলুড়ে দেশ হিসেবে আইসিসি থেকে পাওয়া বড় অঙ্কের রাজস্ব বিসিবির অ্যাকাউন্টে কিন্তু ঠিকই ঢুকে গেছে বা যাবে।
আগামী ৭ জুন ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের ফাইনাল সামনে রেখে গত পরশু প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। তাতে বাংলাদেশের অর্থযোগ নেহাত মন্দ নয়। গত চক্রের মতো এবারও পয়েন্ট তালিকায় শেষ চার দলের একটি হয়ে বাংলাদেশ প্রাইজমানি হিসাবে পেয়েছে ১ লাখ ডলার বা কোটি টাকা।
টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের টানা দুটি চক্রে বাংলাদেশের বিশেষ কোনো উন্নতি নেই। এ প্রতিযোগিতার পয়েন্ট তালিকা দেখে যদি মন খারাপ হয়, আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের বাংলাদেশের অবস্থান সাকিব-তামিমদের মুখে চওড়া হাসি এনে দিয়েছে। গত তিন বছরে ৫০ ওভারের ক্রিকেটে ধারাবাহিক ভালো খেলে টেবিলের তিনে থেকে ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশ। এ তালিকায় তারা পেছনে ফেলেছে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তানের মতো দলকে। বাংলাদেশ একই সময় দুটি আইসিসির প্রতিযোগিতায় অংশ নিয়ে একটিতে সবার নিচে আবার আরেকটিতে শীর্ষ তিনে। এই চিত্র দেখে বোঝা কঠিন, বাংলাদেশ ক্রিকেটে এগোচ্ছে না পেছাচ্ছে!
দুই সংস্করণে দুই অবস্থান নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কতটা উদ্বিগ্ন—প্রশ্নটি গত পরশু করা হয়েছিল বোর্ডপ্রধান নাজমুল হাসান পাপনকে। গুলশানে ক্রিকেট সমর্থকদের সংগঠন বিসিএসএর অনুষ্ঠান শেষে আজকের পত্রিকাকে পাপন বলেছেন, ‘টেস্টে তো আমরা খারাপই, এটা জানি।’ এখানে উন্নতি করতে বিসিবি যে এখন খুব একটা তৎপর হচ্ছে না, সেটিও বললেন পাপন, ‘এখনো না (উন্নতি করতে পরিকল্পনা), সামনের বছর আমরা টেস্ট নিয়ে কাজ শুরু করব। এখন ওয়ানডে আর টি-টোয়েন্টি... (সংস্করণে বেশি মনোযোগ)।’
বিসিবির অগ্রাধিকার তালিকায় এখন সাদা বল বিশেষ করে ৫০ ওভারের ক্রিকেট থাকার একটাই কারণ—সামনে দুটি বড় টুর্নামেন্ট।ভারতে অনেকটা চেনা কন্ডিশনে অনুষ্ঠেয় এই বিশ্বকাপে দারুণ কিছু করার সুযোগটা কাজে লাগাতে চাইছে বিসিবি। এ লক্ষ্যে এগোতে গিয়ে টেস্ট ক্রিকেট যে আপাতত পেছনে পড়ছে, সেটি অকপটেই জানিয়েছেন বিসিবি সভাপতি।
অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপে ধারাবাহিক ভালো করা দলগুলো সাদা বলের ক্রিকেটেও যথেষ্ট সফল। বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড ওয়ানডে সুপার লিগেও সবার ওপরে। শুধু বিসিবি সভাপতিই নন, ক্রিকেটারদের ভাবনাতেও সাদা বলের জন্য জায়গাটা বেশি। এ বাস্তবতা সামনে এনেছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন, ‘এখন চ্যালেঞ্জ আরও বেশি হবে, টি-টোয়েন্টির যুগ তো, সাদা বলের ক্রিকেটে আগ্রহটা সবার একটু বেশি। এটাও ঠিক, যারা টি-টোয়েন্টিতে সফল, তারা লাল বলের ক্রিকেটেও ভালো খেলে।এটা আমাদের ক্রিকেটারদের বোঝানোর চেষ্টা করি।’
একটা সময় বাংলাদেশ আফসোস করত পর্যাপ্ত টেস্ট খেলতে না পারায়। টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো প্রতিযোগিতা আসায় এখন বাংলাদেশ বছরে গড়ে ৮-১০টি টেস্ট খেলার সুযোগ পেয়ে থাকে। তবু এখানে বলার মতো উন্নতি নেই। ২০১৯-২১ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ ৭ টেস্ট খেলে একটিও জিততে পারেনি। ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ ১২ টেস্টে জিতেছে ১টিতে। এ চক্রে বড় প্রাপ্তি ২০২২ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়।
টেস্টে উন্নতি করতে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের কাঠামো পরিবর্তনে বছর দু-এক আগে বিসিবিকে বিশেষ প্রস্তাব দিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। প্রস্তাব বাস্তবায়ন না হওয়ায় একটু হতাশ তিনি, ‘আমাদের প্রথম শ্রেণির ক্রিকেট ভালো কোনো কাঠামো আছে? আমি একটা প্রস্তাব দিয়েছি, সেটা নিয়ে প্রতি বছর আলোচনা হয় কিন্তু বাস্তবায়ন হয় না। ৪৮ ঘণ্টা আগে কোচ ঠিক করি আমরা। কোনো বিভাগে আমাদের প্রথম শ্রেণির ক্রিকেটের কাঠামো আছে? অন্তত দুই বছরের জন্য প্রতিটি বিভাগের একটা টিম ম্যানেজমেন্ট তো থাকা উচিত। আমাদের ক্লাব ক্রিকেট যেভাবে সংগঠিতভাবে হয়, লাল বলে সেটা আরও বেশি হওয়া উচিত।’
২০১৫ থেকে ২০২২ এই সাত বছরে আইসিসির লভ্যাংশ আর টেস্ট তহবিল থেকে বিসিবি পেয়েছিল ৫৫১ কোটি টাকা। বিসিবি সভাপতি এ বছর টেস্টে বিশেষ মনোযোগ দিতে না চাইলেও টেস্ট খেলুড়ে দেশ হিসেবে আইসিসি থেকে পাওয়া বড় অঙ্কের রাজস্ব বিসিবির অ্যাকাউন্টে কিন্তু ঠিকই ঢুকে গেছে বা যাবে।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
৭ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১০ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে