মোহাম্মদ উজ্জ্বল, মহম্মদপুর (মাগুরা)
আব্দুর রশীদ যশোরী ২০০১ সালে সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার হিসেবে স্বর্ণপদক গ্রহণ করেন। শিক্ষকতার পাশাপাশি আব্দুর রশীদ কথাসাহিত্যিকও। ৫০টির বেশি প্রকাশিত গ্রন্থ রয়েছে তাঁর। একসময় করতেন সাংবাদিকতা। সাহিত্য ও সংবাদপত্র সম্পাদনার কাজও করেছেন।
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের বাসিন্দা এই গুণী মানুষটি ভালো নেই। পক্ষাঘাতগ্রস্ত হয়ে ৯ বছরের বেশি সময় তিনি বাকরুদ্ধ। চলাচলে অক্ষম আব্দুর রশীদের অনেকটা নিঃসঙ্গ অবস্থায় দিন কাটছে। স্ত্রী সেলিনা বেগম তাঁর একমাত্র অবলম্বন।
জানা গেছে, ২০১২ সালের ২৭ অক্টোবর স্ট্রোকজনিত কারণে শরীরের ডানপাশ প্যারালাইজড হয়ে যায় আব্দুর রশীদের। তখন থেকে তিনি চলাচলে অক্ষম এবং হারিয়েছেন বাক। এরপর থেকে নিজ বাড়িতে অবস্থান করছেন। লেখার হাত অচল হয়ে যাওয়ায় তিনি লিখতে পারেন না। লিখতে না পারার কষ্ট তাঁকে প্রতিনিয়ত পীড়া দেয়।
আব্দুর রশীদ ১৯৪৯ সালে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকে লেখালেখিতে ঝুঁকে পড়েন তিনি। মহম্মদপুর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। মধুমতী নামের একটি পত্রিকা সম্পাদনা করেছেন। ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন আব্দুর রশীদ। ২০০১ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হন। তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে স্বর্ণপদক লাভ করেন।
আব্দুর রশীদের স্ত্রী সেলিনা বেগম জানান, তাঁর স্বামী শিক্ষক, সাহিত্যিক ও সাংবাদিক ছিলেন। তাঁর খোঁজ এখন আর কেউ নেন না। তিনি কথা বলেতে পারেন না। খুবই কষ্টে আছেন। স্বামীর উন্নত চিকিৎসার জন্য সরকারের সহযোগিতা চান সেলিনা।
আব্দুর রশীদের ভাই মো. বাদশা মিয়া জানান, তাঁর ভাই খুব কষ্টে আছেন। দেশসেরা শিক্ষক তিনি। অর্থের অভাবে তাঁর উন্নত চিকিৎসা হচ্ছে না। এ বিষয়ে তিনি সবার সুদৃষ্টি কামনা করেন।
মহম্মদপুরের বিশিষ্ট সমাজসেবক জিয়াউল হক বাচ্চু বলেন, ‘আব্দুর রশীদ সমাজকে অনেক দিয়েছেন। এবার তাঁর জন্য আমাদের দেওয়ার পালা। তাঁর হাতে গড়া শিক্ষার্থীরা দেশ-বিদেশে অবদান রাখছেন। তিনি আজ খুবই অসুস্থ, বাকরুদ্ধ। তাঁর উন্নত চিকিৎসা খুবই দরকার।’
এ বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল জানান, আব্দুর রশীদ যশোরীর এ অবস্থা জেনে তিনি ব্যথিত। খোঁজ নিয়ে তাঁকে সব ধরনের সহায়তা করবেন।
আব্দুর রশীদ যশোরী ২০০১ সালে সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার হিসেবে স্বর্ণপদক গ্রহণ করেন। শিক্ষকতার পাশাপাশি আব্দুর রশীদ কথাসাহিত্যিকও। ৫০টির বেশি প্রকাশিত গ্রন্থ রয়েছে তাঁর। একসময় করতেন সাংবাদিকতা। সাহিত্য ও সংবাদপত্র সম্পাদনার কাজও করেছেন।
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের বাসিন্দা এই গুণী মানুষটি ভালো নেই। পক্ষাঘাতগ্রস্ত হয়ে ৯ বছরের বেশি সময় তিনি বাকরুদ্ধ। চলাচলে অক্ষম আব্দুর রশীদের অনেকটা নিঃসঙ্গ অবস্থায় দিন কাটছে। স্ত্রী সেলিনা বেগম তাঁর একমাত্র অবলম্বন।
জানা গেছে, ২০১২ সালের ২৭ অক্টোবর স্ট্রোকজনিত কারণে শরীরের ডানপাশ প্যারালাইজড হয়ে যায় আব্দুর রশীদের। তখন থেকে তিনি চলাচলে অক্ষম এবং হারিয়েছেন বাক। এরপর থেকে নিজ বাড়িতে অবস্থান করছেন। লেখার হাত অচল হয়ে যাওয়ায় তিনি লিখতে পারেন না। লিখতে না পারার কষ্ট তাঁকে প্রতিনিয়ত পীড়া দেয়।
আব্দুর রশীদ ১৯৪৯ সালে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকে লেখালেখিতে ঝুঁকে পড়েন তিনি। মহম্মদপুর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। মধুমতী নামের একটি পত্রিকা সম্পাদনা করেছেন। ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন আব্দুর রশীদ। ২০০১ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হন। তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে স্বর্ণপদক লাভ করেন।
আব্দুর রশীদের স্ত্রী সেলিনা বেগম জানান, তাঁর স্বামী শিক্ষক, সাহিত্যিক ও সাংবাদিক ছিলেন। তাঁর খোঁজ এখন আর কেউ নেন না। তিনি কথা বলেতে পারেন না। খুবই কষ্টে আছেন। স্বামীর উন্নত চিকিৎসার জন্য সরকারের সহযোগিতা চান সেলিনা।
আব্দুর রশীদের ভাই মো. বাদশা মিয়া জানান, তাঁর ভাই খুব কষ্টে আছেন। দেশসেরা শিক্ষক তিনি। অর্থের অভাবে তাঁর উন্নত চিকিৎসা হচ্ছে না। এ বিষয়ে তিনি সবার সুদৃষ্টি কামনা করেন।
মহম্মদপুরের বিশিষ্ট সমাজসেবক জিয়াউল হক বাচ্চু বলেন, ‘আব্দুর রশীদ সমাজকে অনেক দিয়েছেন। এবার তাঁর জন্য আমাদের দেওয়ার পালা। তাঁর হাতে গড়া শিক্ষার্থীরা দেশ-বিদেশে অবদান রাখছেন। তিনি আজ খুবই অসুস্থ, বাকরুদ্ধ। তাঁর উন্নত চিকিৎসা খুবই দরকার।’
এ বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল জানান, আব্দুর রশীদ যশোরীর এ অবস্থা জেনে তিনি ব্যথিত। খোঁজ নিয়ে তাঁকে সব ধরনের সহায়তা করবেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে