কুমিল্লা প্রতিনিধি
অসচ্ছল বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদান ও মামলার জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থল হিসেবে প্রতিষ্ঠা করা হয় লিগ্যাল এইড। আদালতের নির্ধারিত প্রক্রিয়ার বাইরে গিয়ে স্বল্পতম সময়ে বিরোধ নিষ্পত্তিতে মামলার জট কমছে কুমিল্লায়। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইডের কার্যক্রমে কমে আসছে মামলার সংখ্যাও।
কুমিল্লা লিগ্যাল এইড কমিটি সূত্রে জানা যায়, বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে আবেদন করা হয়েছে ৩৬৫টি মামলার। ২০২০ সালে আবেদন করা হয়েছে ২৯৫ টি, ২০২১ সালে ১৭৫টি ও ২০২২ সালের মার্চ পর্যন্ত ৬৭টি পারিবারিক মামলা। এর মধ্যে ২০১৯ সালে সমাধান হয়েছে ১৬৭ টি, ২০২০ সালে ১০০ টি, ২০২১ সালে ৫০টি ও ২০২২ সালের মার্চ পর্যন্ত ১৮টি পারিবারিক মামলা।
লিগ্যাল এইডের জেলা কার্যালয়ে ২০১৯ সালে আইনি পরামর্শ গ্রহণ করেন ৯৭১ জন, ২০২০ সালে ৮৩৫ জন, ২০২১ সালে ৫১২ জন, ২০২২ সালের মার্চ পর্যন্ত তিন মাসে ১৫৬ জন। গেল ৩ বছর তিন মাসে বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য পারিবারিক, ফৌজদারি ও দেওয়ানি মামলাসহ মোট ১ হাজার ২৬০টি মামলার আবেদন করা হয়েছে। এর মধ্যে সমাধান করা হয়েছে ২৯৫টি মামলা।
জানা গেছে, লিগ্যাল এইড কুমিল্লায় ২০১৪ সাল থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত নারী ও পুরুষ মিলে ৪ হাজার ৪৩৩ জন আইনি পরামর্শ গ্রহণ করেছেন। বিকল্প বিরোধ নিষ্পত্তির আবেদন করা হয়েছে ১ হাজার ৮৯৩ টি। এর মধ্যে ৪৮৯টি সমাধান হয়েছে। ১ হাজার ৭৬টি মামলা নথিজাত করা হয়েছে। এসব মামলায় আইনজীবী নিয়োগ হয়েছে ৬ হাজার ৯৩৩ জন। এ সময়ে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে ২০১৬ সাল থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত ৩ কোটি ২৯ লাখ ৭৮ হাজার ৬৩৩ টাকা ক্ষতিগ্রস্তদের আদায় করে দেওয়া হয়।
লিগ্যাল এইডের আইনজীবী মো. হারুনুর রশিদ বলেন, ‘ছোটখাটো অনেক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ হয়ে আদালত পর্যন্ত গড়ায়। তা ছাড়া জমি সংক্রান্ত বিরোধও আছে। এসব মামলায় আমরা দুপক্ষকেই নোটিশ দিয়ে ডেকে আনি। তাঁদের উপস্থিতিতে আলোচনা করে বুঝিয়ে সহজ সমাধানের চেষ্টা করি।’
জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সহকারী জজ এফ এম শেফায়েত ছালাম আজকের পত্রিকাকে বলেন, দরিদ্র ও অসচ্ছল জনগোষ্ঠী, শ্রমিক, সহিংসতার শিকার নারী-শিশু এবং পাচারের শিকার মানুষের জন্য আইনি সেবা নিশ্চিতে কাজ করছে জেলা লিগ্যাল এইড, কুমিল্লা। তৃণমূল পর্যায়ে সরকারের জনকল্যাণমূলক আইনি সেবা পৌঁছে দিতে, আইনি সহায়তা সহজীকরণ করতে লিগ্যাল এইডের জেলা কমিটির পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন এইড কমিটি গঠন করা হয়েছে। এতে জেলা কার্যালয়ে না এসেও মানুষ নিজ এলাকায় সেবা পাচ্ছেন। অনেক বিরোধ সেখানেই নিষ্পত্তি হয়ে যাচ্ছে। ফলে বিরোধ নিষ্পত্তিসহ মামলা জট কমে আসছে।’
‘বিনা খরচে নিন আইনি সহায়তা-শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’-স্লোগানে আজ বৃহস্পতিবার কুমিল্লায় পালিত হবে জাতীয় আইনগত সহায়তা দিবস। এ উপলক্ষে জেলা আদালত প্রাঙ্গণে আলোচনা সভা ও আইনজীবীদের পুরস্কার দেওয়া হবে। জেলা লিগ্যাল এইড কর্মকর্তা এফ এম শেফায়েত ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ।
অসচ্ছল বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদান ও মামলার জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থল হিসেবে প্রতিষ্ঠা করা হয় লিগ্যাল এইড। আদালতের নির্ধারিত প্রক্রিয়ার বাইরে গিয়ে স্বল্পতম সময়ে বিরোধ নিষ্পত্তিতে মামলার জট কমছে কুমিল্লায়। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইডের কার্যক্রমে কমে আসছে মামলার সংখ্যাও।
কুমিল্লা লিগ্যাল এইড কমিটি সূত্রে জানা যায়, বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে আবেদন করা হয়েছে ৩৬৫টি মামলার। ২০২০ সালে আবেদন করা হয়েছে ২৯৫ টি, ২০২১ সালে ১৭৫টি ও ২০২২ সালের মার্চ পর্যন্ত ৬৭টি পারিবারিক মামলা। এর মধ্যে ২০১৯ সালে সমাধান হয়েছে ১৬৭ টি, ২০২০ সালে ১০০ টি, ২০২১ সালে ৫০টি ও ২০২২ সালের মার্চ পর্যন্ত ১৮টি পারিবারিক মামলা।
লিগ্যাল এইডের জেলা কার্যালয়ে ২০১৯ সালে আইনি পরামর্শ গ্রহণ করেন ৯৭১ জন, ২০২০ সালে ৮৩৫ জন, ২০২১ সালে ৫১২ জন, ২০২২ সালের মার্চ পর্যন্ত তিন মাসে ১৫৬ জন। গেল ৩ বছর তিন মাসে বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য পারিবারিক, ফৌজদারি ও দেওয়ানি মামলাসহ মোট ১ হাজার ২৬০টি মামলার আবেদন করা হয়েছে। এর মধ্যে সমাধান করা হয়েছে ২৯৫টি মামলা।
জানা গেছে, লিগ্যাল এইড কুমিল্লায় ২০১৪ সাল থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত নারী ও পুরুষ মিলে ৪ হাজার ৪৩৩ জন আইনি পরামর্শ গ্রহণ করেছেন। বিকল্প বিরোধ নিষ্পত্তির আবেদন করা হয়েছে ১ হাজার ৮৯৩ টি। এর মধ্যে ৪৮৯টি সমাধান হয়েছে। ১ হাজার ৭৬টি মামলা নথিজাত করা হয়েছে। এসব মামলায় আইনজীবী নিয়োগ হয়েছে ৬ হাজার ৯৩৩ জন। এ সময়ে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে ২০১৬ সাল থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত ৩ কোটি ২৯ লাখ ৭৮ হাজার ৬৩৩ টাকা ক্ষতিগ্রস্তদের আদায় করে দেওয়া হয়।
লিগ্যাল এইডের আইনজীবী মো. হারুনুর রশিদ বলেন, ‘ছোটখাটো অনেক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ হয়ে আদালত পর্যন্ত গড়ায়। তা ছাড়া জমি সংক্রান্ত বিরোধও আছে। এসব মামলায় আমরা দুপক্ষকেই নোটিশ দিয়ে ডেকে আনি। তাঁদের উপস্থিতিতে আলোচনা করে বুঝিয়ে সহজ সমাধানের চেষ্টা করি।’
জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সহকারী জজ এফ এম শেফায়েত ছালাম আজকের পত্রিকাকে বলেন, দরিদ্র ও অসচ্ছল জনগোষ্ঠী, শ্রমিক, সহিংসতার শিকার নারী-শিশু এবং পাচারের শিকার মানুষের জন্য আইনি সেবা নিশ্চিতে কাজ করছে জেলা লিগ্যাল এইড, কুমিল্লা। তৃণমূল পর্যায়ে সরকারের জনকল্যাণমূলক আইনি সেবা পৌঁছে দিতে, আইনি সহায়তা সহজীকরণ করতে লিগ্যাল এইডের জেলা কমিটির পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন এইড কমিটি গঠন করা হয়েছে। এতে জেলা কার্যালয়ে না এসেও মানুষ নিজ এলাকায় সেবা পাচ্ছেন। অনেক বিরোধ সেখানেই নিষ্পত্তি হয়ে যাচ্ছে। ফলে বিরোধ নিষ্পত্তিসহ মামলা জট কমে আসছে।’
‘বিনা খরচে নিন আইনি সহায়তা-শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’-স্লোগানে আজ বৃহস্পতিবার কুমিল্লায় পালিত হবে জাতীয় আইনগত সহায়তা দিবস। এ উপলক্ষে জেলা আদালত প্রাঙ্গণে আলোচনা সভা ও আইনজীবীদের পুরস্কার দেওয়া হবে। জেলা লিগ্যাল এইড কর্মকর্তা এফ এম শেফায়েত ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে