লক্ষ্মীপুর ও রায়পুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে টিসিবির পণ্য কিনতে এসে প্রায় আড়াই ঘণ্টা রোদে পুড়েছেন ক্রেতারা। পণ্য বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা আসবেন বলে তাঁদের অপেক্ষা করানো হয়। এতে অনেক নারী-পুরুষ ক্রেতারা বিরক্ত ও ক্ষুব্ধ হন। গতকাল রোববার সকাল ৮টা থেকে লক্ষ্মীপুর পৌর শহরের হ্যাপি সিনেমা হল এলাকায় টিসিবির পণ্য কিনতে ভিড় জমান তাঁরা।
ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্প আয়ের মানুষের মধ্যে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধনী দিনে সকাল সাড়ে ৯টায় উপস্থিত থাকার কথা ছিল অতিথিদের। সকাল থেকে সেখানে সময় কাটাতে দেখা যায় অনেককে। অতিথিরা নির্ধারিত সময়ে না আসায় বিড়ম্বনায় পড়েন ক্রেতারা।
টিসিবির পণ্য বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া যথাসময়ে উপস্থিত হলেও প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা এসেছেন নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ১০ মিনিট পর (১০টা ৪০ মিনিটে)। তখনো সেখানে টিসিবির পণ্য এসে পৌঁছায়নি। ততক্ষণে লাইনে দাঁড়িয়ে রোদে পুড়ে হাঁপিয়ে ওঠেন নারী-পুরুষ ক্রেতারা। এর ১০ মিনিট পর পণ্য এসে পৌঁছায়। তবে প্যাকেট করে আনা হয়নি। তাৎক্ষণিক তিনটি পণ্যের ১০-১২টি প্যাকেট করে অতিথিরা আলোচনা শেষে ক্রেতাদের হাতে তুলে দিয়ে কার্যক্রম উদ্বোধন করে সভাস্থল ত্যাগ করেন।
অতিথিরা চলে যাওয়ার পর মঞ্চের সামনে নারী-পুরুষ হুমড়ি খেয়ে পড়েন। আবার লাইনে দাঁড়িয়ে হাতে প্লাস্টিকের বস্তা মাথায় দিয়ে রোদ থেকে বাঁচার চেষ্টায় ছিলেন অনেকে। তখন মুখ-শরীর বেয়ে ঘাম ঝরতে দেখা যায় তাদের। অনেকে সকালে নাশতাও করে আসেননি।
জানতে চাইলে এক নারী ক্ষোভ প্রকাশ করে বলে ওঠেন, সকাল ৮টায় এসেছি। জিজ্ঞেস করেন কেন, নাশতা করাবেন? এভাবে রোদে দাঁড় করিয়ে রাখার মানে হয়?
এ ব্যাপারে ক্যামেরায় সামনে বক্তব্য দিতে আপত্তি জানিয়ে কয়েকজন নারী-পুরুষ ক্রেতা বলেন, কাউন্সিলরদের পেছন ঘুরতে ঘুরতে কার্ডগুলো পেয়েছি। এখন ক্যামেরায় বক্তব্য দিতে গেলে কাউন্সিলররা চিনে ফেলবে আমাদের। পরে আমাদের কার্ডগুলো নিয়ে যাবে।
পণ্য কিনতে এসে দাঁড়িয়ে থাকা সুখকর নয়, তবে স্বল্পমূল্যে পাওয়া যাচ্ছে, এটাই অনেক। এত কষ্টের পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন তারা।
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) ড. এ এইচ এম কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।
এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করছেন। ঢাকায় বসে প্রধানমন্ত্রী সারা দেশের বিভিন্ন পেশার মানুষের কথা ভাবছেন। নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে ভর্তুকি দিয়ে তার নির্দেশেই সারা দেশে ১ কোটি পরিবারের মধ্যে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়েছে। স্থানীয় প্রশাসনের পরিচালনায় সুষ্ঠুভাবে এ কার্যক্রম চলছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, রমজান উপলক্ষে স্বল্প মূল্যে লক্ষ্মীপুরের ১ লাখ ১৫ হাজার পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হবে। এতে তেল, চিনি, মসুর ডাল ও ছোলা থাকবে। প্রত্যেকে ২ লিটার তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল পাচ্ছেন। প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা, চিনি ৫৫ টাকা ও মসুর ৬৫ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
লক্ষ্মীপুরে টিসিবির পণ্য কিনতে এসে প্রায় আড়াই ঘণ্টা রোদে পুড়েছেন ক্রেতারা। পণ্য বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা আসবেন বলে তাঁদের অপেক্ষা করানো হয়। এতে অনেক নারী-পুরুষ ক্রেতারা বিরক্ত ও ক্ষুব্ধ হন। গতকাল রোববার সকাল ৮টা থেকে লক্ষ্মীপুর পৌর শহরের হ্যাপি সিনেমা হল এলাকায় টিসিবির পণ্য কিনতে ভিড় জমান তাঁরা।
ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্প আয়ের মানুষের মধ্যে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধনী দিনে সকাল সাড়ে ৯টায় উপস্থিত থাকার কথা ছিল অতিথিদের। সকাল থেকে সেখানে সময় কাটাতে দেখা যায় অনেককে। অতিথিরা নির্ধারিত সময়ে না আসায় বিড়ম্বনায় পড়েন ক্রেতারা।
টিসিবির পণ্য বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া যথাসময়ে উপস্থিত হলেও প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা এসেছেন নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ১০ মিনিট পর (১০টা ৪০ মিনিটে)। তখনো সেখানে টিসিবির পণ্য এসে পৌঁছায়নি। ততক্ষণে লাইনে দাঁড়িয়ে রোদে পুড়ে হাঁপিয়ে ওঠেন নারী-পুরুষ ক্রেতারা। এর ১০ মিনিট পর পণ্য এসে পৌঁছায়। তবে প্যাকেট করে আনা হয়নি। তাৎক্ষণিক তিনটি পণ্যের ১০-১২টি প্যাকেট করে অতিথিরা আলোচনা শেষে ক্রেতাদের হাতে তুলে দিয়ে কার্যক্রম উদ্বোধন করে সভাস্থল ত্যাগ করেন।
অতিথিরা চলে যাওয়ার পর মঞ্চের সামনে নারী-পুরুষ হুমড়ি খেয়ে পড়েন। আবার লাইনে দাঁড়িয়ে হাতে প্লাস্টিকের বস্তা মাথায় দিয়ে রোদ থেকে বাঁচার চেষ্টায় ছিলেন অনেকে। তখন মুখ-শরীর বেয়ে ঘাম ঝরতে দেখা যায় তাদের। অনেকে সকালে নাশতাও করে আসেননি।
জানতে চাইলে এক নারী ক্ষোভ প্রকাশ করে বলে ওঠেন, সকাল ৮টায় এসেছি। জিজ্ঞেস করেন কেন, নাশতা করাবেন? এভাবে রোদে দাঁড় করিয়ে রাখার মানে হয়?
এ ব্যাপারে ক্যামেরায় সামনে বক্তব্য দিতে আপত্তি জানিয়ে কয়েকজন নারী-পুরুষ ক্রেতা বলেন, কাউন্সিলরদের পেছন ঘুরতে ঘুরতে কার্ডগুলো পেয়েছি। এখন ক্যামেরায় বক্তব্য দিতে গেলে কাউন্সিলররা চিনে ফেলবে আমাদের। পরে আমাদের কার্ডগুলো নিয়ে যাবে।
পণ্য কিনতে এসে দাঁড়িয়ে থাকা সুখকর নয়, তবে স্বল্পমূল্যে পাওয়া যাচ্ছে, এটাই অনেক। এত কষ্টের পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন তারা।
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) ড. এ এইচ এম কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।
এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করছেন। ঢাকায় বসে প্রধানমন্ত্রী সারা দেশের বিভিন্ন পেশার মানুষের কথা ভাবছেন। নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে ভর্তুকি দিয়ে তার নির্দেশেই সারা দেশে ১ কোটি পরিবারের মধ্যে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়েছে। স্থানীয় প্রশাসনের পরিচালনায় সুষ্ঠুভাবে এ কার্যক্রম চলছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, রমজান উপলক্ষে স্বল্প মূল্যে লক্ষ্মীপুরের ১ লাখ ১৫ হাজার পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হবে। এতে তেল, চিনি, মসুর ডাল ও ছোলা থাকবে। প্রত্যেকে ২ লিটার তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল পাচ্ছেন। প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা, চিনি ৫৫ টাকা ও মসুর ৬৫ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে