নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হাবিব উল্লাহসহ ১৬ জনের বিরুদ্ধে নারী নির্যাতন, অলংকার ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন এক নারী।
গত বুধবার বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে অভিযোগ দেন বাদী। গতকাল শনিবার বাদীর আইনজীবী উবাথোয়াই মারমা বিষয়টি নিশ্চিত করেন। তবে মামলাটি ‘মিথ্যা’ ও ‘ষড়যন্ত্রমূলক’ বলে দাবি করেছেন বিবাদী হাবিব উল্লাহ।
এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী নিজের জায়গায় গাছের চারা লাগাতে গেলে সাবেক ইউপি চেয়ারম্যান ও তাঁর সহযোগীরা বাধা দেন। পরে তাঁরা ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ছাড়া গত ১৪ মে সকালে অপরিচিত কয়েকজন এসে মামলার বাদীকে জানান, তাঁর ভাই ও ছেলেকে দোছড়ি হইয়াতলি পাহাড়ের দিকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে তিন বোনসহ বাদী ওই স্থানে গেলে সাবেক চেয়ারম্যান দলবলে ঘেরাও করে বাদীর শ্লীলতাহানি ছাড়াও মাথা থেঁতলে ও পা ভেঙে দেয়।
বাদীর আইনজীবী জানান, ঘটনার পর নাইক্ষ্যংছড়ি থানায় অভিযোগ করতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। চিকিৎসা শেষে গত বুধবার বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে অভিযোগ দায়ের করেন। অভিযোগ আমলে নিয়ে বান্দরবান ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলমকে তদন্তের নির্দেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক।
জানতে চাইলে সাবেক ইউপি চেয়ারম্যান হাবিব উল্লাহ বলেন, মামলার বাদী ও সাক্ষীরা পরস্পর যোগসাজশে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। মামলার বাদীর বিরুদ্ধে ইতিমধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা চলমান আছে।
মামলাটি ‘মিথ্যা’ দাবি করে হাবিবুল্লাহ আরও বলেন, ‘আমাকে ছাড়াও মামলায় আমার ছেলে, ভাতিজাসহ ঘনিষ্ঠ স্বজনদের আসামি করা হয়েছে, যা হাস্যকর।’
ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট বাচিং থুয়াই মারমা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত ট্যুরিস্ট পুলিশের ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হাবিব উল্লাহসহ ১৬ জনের বিরুদ্ধে নারী নির্যাতন, অলংকার ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন এক নারী।
গত বুধবার বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে অভিযোগ দেন বাদী। গতকাল শনিবার বাদীর আইনজীবী উবাথোয়াই মারমা বিষয়টি নিশ্চিত করেন। তবে মামলাটি ‘মিথ্যা’ ও ‘ষড়যন্ত্রমূলক’ বলে দাবি করেছেন বিবাদী হাবিব উল্লাহ।
এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী নিজের জায়গায় গাছের চারা লাগাতে গেলে সাবেক ইউপি চেয়ারম্যান ও তাঁর সহযোগীরা বাধা দেন। পরে তাঁরা ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ছাড়া গত ১৪ মে সকালে অপরিচিত কয়েকজন এসে মামলার বাদীকে জানান, তাঁর ভাই ও ছেলেকে দোছড়ি হইয়াতলি পাহাড়ের দিকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে তিন বোনসহ বাদী ওই স্থানে গেলে সাবেক চেয়ারম্যান দলবলে ঘেরাও করে বাদীর শ্লীলতাহানি ছাড়াও মাথা থেঁতলে ও পা ভেঙে দেয়।
বাদীর আইনজীবী জানান, ঘটনার পর নাইক্ষ্যংছড়ি থানায় অভিযোগ করতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। চিকিৎসা শেষে গত বুধবার বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে অভিযোগ দায়ের করেন। অভিযোগ আমলে নিয়ে বান্দরবান ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলমকে তদন্তের নির্দেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক।
জানতে চাইলে সাবেক ইউপি চেয়ারম্যান হাবিব উল্লাহ বলেন, মামলার বাদী ও সাক্ষীরা পরস্পর যোগসাজশে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। মামলার বাদীর বিরুদ্ধে ইতিমধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা চলমান আছে।
মামলাটি ‘মিথ্যা’ দাবি করে হাবিবুল্লাহ আরও বলেন, ‘আমাকে ছাড়াও মামলায় আমার ছেলে, ভাতিজাসহ ঘনিষ্ঠ স্বজনদের আসামি করা হয়েছে, যা হাস্যকর।’
ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট বাচিং থুয়াই মারমা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত ট্যুরিস্ট পুলিশের ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে