ফেনী প্রতিনিধি
নদীবেষ্টিত ফেনী সদরের চিত্র পাল্টে দিতে যাচ্ছে নির্মাণাধীন দুটি সেতু। এরই মধ্যে সেতু দুটির নির্মাণকাজ শেষের পথে। সরকার ঘোষিত ‘আমার গ্রাম, আমার শহর’ বাস্তবায়নের লক্ষ্যে চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ফলে গ্রামীণ এই জনপদে লাগছে আধুনিকতার ছোঁয়া।
ফেনী সদর উপজেলার চরহুজুরী গ্রামসংলগ্ন সোনাগাজী উপজেলার চরগোপালগাঁও বিদ্যালয় সড়কের ৫৮০ মিটার চেইনেজে ছোট ফেনী নদীর ওপর দীর্ঘ পিসি গার্ডার ব্রিজ ছোট ফেনী নদীর ওপর সেতুটির কাজ প্রায় শেষ পর্যায়ে। আর ফেনী সদর উপজেলার বক্সবাজার ওরবানের ঘাট সড়কের ৯০০ মিটার চেইনেজে ছোট ফেনী নদীর ওপর ৭৫ মিটার দীর্ঘ সেতুর পানির নিচের কাজ শেষে উপরিভাগের কাজ দ্রুত এগিয়ে চলেছে।
স্থানীয়রা বলছেন, সেতু দুটি নির্মিত হলে ফেনী সদরের সঙ্গে দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার সঙ্গে যোগাযোগ স্থাপিত হবে। সেই সঙ্গে পিছিয়ে পড়া এই অঞ্চলের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন হবে। পাশাপাশি দুই উপজেলার শিক্ষা, কৃষি, চিকিৎসাসহ অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধিতে সড়কের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।
বক্সবাজার ওরবানের ঘাট সেতু চালু হলে দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের সাধারণ জনগণের জেলা সদরের সঙ্গে সহজেই যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। স্বল্প সময়ে সড়কপথে সরাসরি সোনাগাজীর মজলিশপুর ইউনিয়নের মানুষ ফেনী জেলা শহরে যাতায়াত করতে পারবে।
এদিকে নদী দিয়ে বিচ্ছিন্ন থাকার কারণে স্বাধীনতাপরবর্তী সময়ে ফেনী সদর উপজেলার সঙ্গে অন্য দুই উপজেলার মানুষের সড়কপথে কোনো যোগাযোগ ছিল না। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে দীর্ঘদিন বঞ্চিত ছিল এই এলাকার লোকজন। নৌকাই ছিল তাদের চলাচলের বাহন।
স্থানীয় বাসিন্দা নুরুল হক বলেন, ‘বর্তমান সরকার মানুষের দুঃখ-দুর্দশার কথা ভেবে দুটি সেতু তৈরি করছে। তাতে আমরা সহজে ফেনী শহরে যেতে পারব। সরকারের সদিচ্ছার কারণে আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ফেনীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী জানান, ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য সেতু দুটির কাজ আগামী বছরের জুন মাসের মধ্যে সম্পন্ন করা হবে।
ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেন, বিগত সময়ে ফেনীতে তেমন কোনো উন্নয়ন দেখা যায়নি। তবে বর্তমান সরকারের আমলে ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর প্রচেষ্টায় ছোট-বড় প্রকল্পের মধ্য দিয়ে এ অঞ্চলের আমূল পরিবর্তন আনা হয়েছে হচ্ছে।
নদীবেষ্টিত ফেনী সদরের চিত্র পাল্টে দিতে যাচ্ছে নির্মাণাধীন দুটি সেতু। এরই মধ্যে সেতু দুটির নির্মাণকাজ শেষের পথে। সরকার ঘোষিত ‘আমার গ্রাম, আমার শহর’ বাস্তবায়নের লক্ষ্যে চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ফলে গ্রামীণ এই জনপদে লাগছে আধুনিকতার ছোঁয়া।
ফেনী সদর উপজেলার চরহুজুরী গ্রামসংলগ্ন সোনাগাজী উপজেলার চরগোপালগাঁও বিদ্যালয় সড়কের ৫৮০ মিটার চেইনেজে ছোট ফেনী নদীর ওপর দীর্ঘ পিসি গার্ডার ব্রিজ ছোট ফেনী নদীর ওপর সেতুটির কাজ প্রায় শেষ পর্যায়ে। আর ফেনী সদর উপজেলার বক্সবাজার ওরবানের ঘাট সড়কের ৯০০ মিটার চেইনেজে ছোট ফেনী নদীর ওপর ৭৫ মিটার দীর্ঘ সেতুর পানির নিচের কাজ শেষে উপরিভাগের কাজ দ্রুত এগিয়ে চলেছে।
স্থানীয়রা বলছেন, সেতু দুটি নির্মিত হলে ফেনী সদরের সঙ্গে দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার সঙ্গে যোগাযোগ স্থাপিত হবে। সেই সঙ্গে পিছিয়ে পড়া এই অঞ্চলের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন হবে। পাশাপাশি দুই উপজেলার শিক্ষা, কৃষি, চিকিৎসাসহ অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধিতে সড়কের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।
বক্সবাজার ওরবানের ঘাট সেতু চালু হলে দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের সাধারণ জনগণের জেলা সদরের সঙ্গে সহজেই যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। স্বল্প সময়ে সড়কপথে সরাসরি সোনাগাজীর মজলিশপুর ইউনিয়নের মানুষ ফেনী জেলা শহরে যাতায়াত করতে পারবে।
এদিকে নদী দিয়ে বিচ্ছিন্ন থাকার কারণে স্বাধীনতাপরবর্তী সময়ে ফেনী সদর উপজেলার সঙ্গে অন্য দুই উপজেলার মানুষের সড়কপথে কোনো যোগাযোগ ছিল না। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে দীর্ঘদিন বঞ্চিত ছিল এই এলাকার লোকজন। নৌকাই ছিল তাদের চলাচলের বাহন।
স্থানীয় বাসিন্দা নুরুল হক বলেন, ‘বর্তমান সরকার মানুষের দুঃখ-দুর্দশার কথা ভেবে দুটি সেতু তৈরি করছে। তাতে আমরা সহজে ফেনী শহরে যেতে পারব। সরকারের সদিচ্ছার কারণে আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ফেনীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী জানান, ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য সেতু দুটির কাজ আগামী বছরের জুন মাসের মধ্যে সম্পন্ন করা হবে।
ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেন, বিগত সময়ে ফেনীতে তেমন কোনো উন্নয়ন দেখা যায়নি। তবে বর্তমান সরকারের আমলে ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর প্রচেষ্টায় ছোট-বড় প্রকল্পের মধ্য দিয়ে এ অঞ্চলের আমূল পরিবর্তন আনা হয়েছে হচ্ছে।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১৩ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১৬ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে