জাতির পিতাকে নিয়ে সিনেমা নির্মাণ করতে ৫০ বছর পেরিয়ে গেল। আরও আগেই তো তাঁকে নিয়ে সিনেমা নির্মাণ হওয়া উচিত ছিল। আপনার কী মতামত?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশটা, এ রাষ্ট্রটাকে স্বাধীন করছেন, স্বপ্ন দেখিয়েছেন। তাঁকে নিয়েই কোনো সিনেমা নির্মাণ হলো না। এই দশ বছরে কিছু কাজ হয়েছে, কোনোটাই আমার কাছে ভালো মনে হয়নি। তবে ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ অসাধারণ কাজ হয়েছে। এটাই একমাত্র সিনেমা, যেটা গত ৫০ বছরে জাতির পিতাকে নিয়ে ভালো মানের কাজ। আর কোনো সিনেমা নেই। আমার কাছে মনে হয়েছে, এটা আমাদের একটা বড় ধরনের ব্যর্থতা। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, বঙ্গবন্ধুর ব্যাপারটা যদি ওপেন করে দেওয়া হয়, সবাই যে যার মতো করে যদি বঙ্গবন্ধুকে চিনতে চায়, ব্যাখ্যা করতে চায় শিল্পের মধ্য দিয়ে, সেটাও একরকম ভালো কথা।
নির্মাতারা কি বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমা বানাতে ভয় পান?
আমি ঠিক জানি না। তবে একটা বিষয় আছে, বঙ্গবন্ধুকে কেউ কমার্শিয়াল প্রোডাক্ট করতে চায় না। করলেও সেটা শোভন হবে না। বঙ্গবন্ধু অত্যন্ত শিল্পসম্মত একটা চরিত্র, তাঁর ব্যক্তিজীবন ও বাস্তব জীবনে। সেই চরিত্র নিয়ে যদি সিনেমা বানায় কেউ, বানাতে পারবে। তবে মুশকিলটা হচ্ছে, বঙ্গবন্ধু তো খুব সেনসেটিভ ইস্যু। ওই জায়গায় অনেকের দ্বিধা আছে। বঙ্গবন্ধুর পুরো জীবন নিয়েই সিনেমা হতে হবে, এমন কোনো কথা নেই। বঙ্গবন্ধুর জীবনের উল্লেখযোগ্য ঘটনা নিয়েও সিনেমা হতে পারে। আগরতলা মামলা নিয়ে হতে পারে। তাঁর শুরুর জীবন নিয়ে হতে পারে। এমন অনেক ঘটনা আছে।
এত সম্ভাবনার পরও কেন তাঁকে নিয়ে সিনেমা বানানো যায়নি?
আমরা করিনি, আমাদের অনেক ব্যর্থতা আছে। আসলে কোলাহল, খুবই উত্তেজনা এবং খুবই চিৎকার-চেঁচামেচি, মারামারি, হত্যাকাণ্ড-অস্থিরতার মধ্য দিয়ে আমাদের জীবনটা কেটেছে। আমরা সুস্থির হয়ে বসতে পারিনি। ২০০৮ সালের পর কিছুটা সুস্থির হয়ে বসা গেছে। ২০০৯ সালে প্রস্তুতি নিয়ে ২০১০ সালে শুটিং করে আমি ‘গেরিলা’ করলাম। ২০১১ সালে মুক্তি পেল। অনেক খাটুনি হয়েছে।
আমার স্ত্রী শিমুল ইউসুফের একটা ফ্ল্যাট বিক্রি করে দিয়েছি। মানুষের দেনা শোধ করেছি। আসলে এ ধরনের একটা সিনেমা বানানোও অনেক খরচের ব্যাপার। গেরিলা অনেক এক্সপেনসিভ একটা সিনেমা। অথচ সিনেমাটা পাইরেসি হয়ে গেল। আমি টাকার মুখ দেখতে পেলাম না।
বঙ্গবন্ধুর পুরো জীবন নিয়েই সিনেমা হতে হবে, এমন কোনো কথা নেই। আগরতলা মামলা নিয়ে হতে পারে। তাঁর শুরুর জীবন নিয়ে হতে পারে। এমন অনেক ঘটনা আছে।
আপনার মতো নির্মাতা যখন সিনেমা বানিয়ে অর্থ ফেরত পান না, হতাশ হয়ে যান তখন অন্য নির্মাতারাও নিশ্চয়ই দুশ্চিন্তায় পতিত হন। এ ক্ষেত্রে করণীয় কী?
আসলে আমাদের তেমন কিছু করার নেই এখানে। যেটা করতে হবে, পাইরেসি ঠেকাতে হবে। পাইরেসি আটকাতে পারলে সিনেমার টাকা উঠে আসবে। গেরিলার জন্য যে টাকা খরচ হয়েছে, সেটা আসবে না। ৪ কোটি টাকা অনেক। এই মার্কেটে এত টাকা উঠে আসা মুখের কথা নয়। এক-দেড় কোটি টাকার মধ্যে সিনেমা করলে যে কটি হল বা সিনেপ্লেক্স আছে, যদি দর্শক সিনেমাটা গ্রহণ করে তাহলে টাকা উঠে আসার সম্ভাবনা আছে। কিন্তু যদি আমাদের এখানে দেড় শ থেকে আড়াই শ ডিজিটাল প্রজেকশন হয়, এ্ন ডিজিটাল যুগে নতুন ছেলেমেয়েদের মতো করে যদি প্রেজেন্ট করা যায় তাদের মধ্যে, তাহলে সিনেমার টাকা ফিরে আসবে।
সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। পর্যাপ্ত হল নাই, এটাও তো একটা বড় প্রতিবন্ধকতা?
হল নাই, হল হচ্ছে। হল হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, শিল্পকলা একাডেমির সারা দেশের দেড় শটা শাখায় উনি দেড় শটা সিনেপ্লেক্স করবেন, দুটি করে স্ক্রিন হবে। খুবই ভালো উদ্যোগ। তবে, সেগুলো বেসরকারি পর্যায়ে হ্যান্ডওভার করে প্রাইভেট পার্টনারশিপে যাওয়া উচিত। সরকারের টাকাটাও ঠিকমতো ফেরত পাওয়া যাবে, মেইনটেন্যান্সও ভালো হবে।
এই যে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় এত টাকা ব্যয় করে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি হলো। ট্রেলার প্রকাশের পর কত আলোচনা সমালোচনার ঝড় বয়ে গেল। আপনার পর্যবেক্ষণ কী বলে?
আমি সিনেমাটি দেখিনি। কাজেই এটা নিয়ে মন্তব্য করতে পারব না। রিলিজ হওয়ার পর সিনেমাটি দেখে কথা বলাটাই সমীচীন হবে বলে মনে করি।
হলিউডের অনেক সিনেমায় মার্কিন প্রেসিডেন্টদের নানা ভূমিকা তুলে ধরা হয়। বলিউডের সিনেমাতেও মহাত্মা গান্ধীর চরিত্র নানা প্রাসঙ্গিকতায় ঠাঁই পায়। গান্ধীর জীবনী ও আইডোলজি নিয়ে সিনেমা তৈরি হয়। আমাদের সিনেমাতেও কি এমনটা হওয়া উচিত? উচিত হলে কেন বঙ্গবন্ধুকে নিয়ে এমন সিনেমা হচ্ছে না?
কেন হচ্ছে না, সেটা আমি নির্দিষ্ট করে বলতে পারব না। তবে হওয়া উচিত এটা বলতে পারি। নানা অনুষঙ্গে, নানা বিষয়ে বঙ্গবন্ধু আমাদের আদর্শ হতে পারেন।
জাতির পিতাকে নিয়ে সিনেমা নির্মাণ করতে ৫০ বছর পেরিয়ে গেল। আরও আগেই তো তাঁকে নিয়ে সিনেমা নির্মাণ হওয়া উচিত ছিল। আপনার কী মতামত?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশটা, এ রাষ্ট্রটাকে স্বাধীন করছেন, স্বপ্ন দেখিয়েছেন। তাঁকে নিয়েই কোনো সিনেমা নির্মাণ হলো না। এই দশ বছরে কিছু কাজ হয়েছে, কোনোটাই আমার কাছে ভালো মনে হয়নি। তবে ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ অসাধারণ কাজ হয়েছে। এটাই একমাত্র সিনেমা, যেটা গত ৫০ বছরে জাতির পিতাকে নিয়ে ভালো মানের কাজ। আর কোনো সিনেমা নেই। আমার কাছে মনে হয়েছে, এটা আমাদের একটা বড় ধরনের ব্যর্থতা। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, বঙ্গবন্ধুর ব্যাপারটা যদি ওপেন করে দেওয়া হয়, সবাই যে যার মতো করে যদি বঙ্গবন্ধুকে চিনতে চায়, ব্যাখ্যা করতে চায় শিল্পের মধ্য দিয়ে, সেটাও একরকম ভালো কথা।
নির্মাতারা কি বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমা বানাতে ভয় পান?
আমি ঠিক জানি না। তবে একটা বিষয় আছে, বঙ্গবন্ধুকে কেউ কমার্শিয়াল প্রোডাক্ট করতে চায় না। করলেও সেটা শোভন হবে না। বঙ্গবন্ধু অত্যন্ত শিল্পসম্মত একটা চরিত্র, তাঁর ব্যক্তিজীবন ও বাস্তব জীবনে। সেই চরিত্র নিয়ে যদি সিনেমা বানায় কেউ, বানাতে পারবে। তবে মুশকিলটা হচ্ছে, বঙ্গবন্ধু তো খুব সেনসেটিভ ইস্যু। ওই জায়গায় অনেকের দ্বিধা আছে। বঙ্গবন্ধুর পুরো জীবন নিয়েই সিনেমা হতে হবে, এমন কোনো কথা নেই। বঙ্গবন্ধুর জীবনের উল্লেখযোগ্য ঘটনা নিয়েও সিনেমা হতে পারে। আগরতলা মামলা নিয়ে হতে পারে। তাঁর শুরুর জীবন নিয়ে হতে পারে। এমন অনেক ঘটনা আছে।
এত সম্ভাবনার পরও কেন তাঁকে নিয়ে সিনেমা বানানো যায়নি?
আমরা করিনি, আমাদের অনেক ব্যর্থতা আছে। আসলে কোলাহল, খুবই উত্তেজনা এবং খুবই চিৎকার-চেঁচামেচি, মারামারি, হত্যাকাণ্ড-অস্থিরতার মধ্য দিয়ে আমাদের জীবনটা কেটেছে। আমরা সুস্থির হয়ে বসতে পারিনি। ২০০৮ সালের পর কিছুটা সুস্থির হয়ে বসা গেছে। ২০০৯ সালে প্রস্তুতি নিয়ে ২০১০ সালে শুটিং করে আমি ‘গেরিলা’ করলাম। ২০১১ সালে মুক্তি পেল। অনেক খাটুনি হয়েছে।
আমার স্ত্রী শিমুল ইউসুফের একটা ফ্ল্যাট বিক্রি করে দিয়েছি। মানুষের দেনা শোধ করেছি। আসলে এ ধরনের একটা সিনেমা বানানোও অনেক খরচের ব্যাপার। গেরিলা অনেক এক্সপেনসিভ একটা সিনেমা। অথচ সিনেমাটা পাইরেসি হয়ে গেল। আমি টাকার মুখ দেখতে পেলাম না।
বঙ্গবন্ধুর পুরো জীবন নিয়েই সিনেমা হতে হবে, এমন কোনো কথা নেই। আগরতলা মামলা নিয়ে হতে পারে। তাঁর শুরুর জীবন নিয়ে হতে পারে। এমন অনেক ঘটনা আছে।
আপনার মতো নির্মাতা যখন সিনেমা বানিয়ে অর্থ ফেরত পান না, হতাশ হয়ে যান তখন অন্য নির্মাতারাও নিশ্চয়ই দুশ্চিন্তায় পতিত হন। এ ক্ষেত্রে করণীয় কী?
আসলে আমাদের তেমন কিছু করার নেই এখানে। যেটা করতে হবে, পাইরেসি ঠেকাতে হবে। পাইরেসি আটকাতে পারলে সিনেমার টাকা উঠে আসবে। গেরিলার জন্য যে টাকা খরচ হয়েছে, সেটা আসবে না। ৪ কোটি টাকা অনেক। এই মার্কেটে এত টাকা উঠে আসা মুখের কথা নয়। এক-দেড় কোটি টাকার মধ্যে সিনেমা করলে যে কটি হল বা সিনেপ্লেক্স আছে, যদি দর্শক সিনেমাটা গ্রহণ করে তাহলে টাকা উঠে আসার সম্ভাবনা আছে। কিন্তু যদি আমাদের এখানে দেড় শ থেকে আড়াই শ ডিজিটাল প্রজেকশন হয়, এ্ন ডিজিটাল যুগে নতুন ছেলেমেয়েদের মতো করে যদি প্রেজেন্ট করা যায় তাদের মধ্যে, তাহলে সিনেমার টাকা ফিরে আসবে।
সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। পর্যাপ্ত হল নাই, এটাও তো একটা বড় প্রতিবন্ধকতা?
হল নাই, হল হচ্ছে। হল হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, শিল্পকলা একাডেমির সারা দেশের দেড় শটা শাখায় উনি দেড় শটা সিনেপ্লেক্স করবেন, দুটি করে স্ক্রিন হবে। খুবই ভালো উদ্যোগ। তবে, সেগুলো বেসরকারি পর্যায়ে হ্যান্ডওভার করে প্রাইভেট পার্টনারশিপে যাওয়া উচিত। সরকারের টাকাটাও ঠিকমতো ফেরত পাওয়া যাবে, মেইনটেন্যান্সও ভালো হবে।
এই যে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় এত টাকা ব্যয় করে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি হলো। ট্রেলার প্রকাশের পর কত আলোচনা সমালোচনার ঝড় বয়ে গেল। আপনার পর্যবেক্ষণ কী বলে?
আমি সিনেমাটি দেখিনি। কাজেই এটা নিয়ে মন্তব্য করতে পারব না। রিলিজ হওয়ার পর সিনেমাটি দেখে কথা বলাটাই সমীচীন হবে বলে মনে করি।
হলিউডের অনেক সিনেমায় মার্কিন প্রেসিডেন্টদের নানা ভূমিকা তুলে ধরা হয়। বলিউডের সিনেমাতেও মহাত্মা গান্ধীর চরিত্র নানা প্রাসঙ্গিকতায় ঠাঁই পায়। গান্ধীর জীবনী ও আইডোলজি নিয়ে সিনেমা তৈরি হয়। আমাদের সিনেমাতেও কি এমনটা হওয়া উচিত? উচিত হলে কেন বঙ্গবন্ধুকে নিয়ে এমন সিনেমা হচ্ছে না?
কেন হচ্ছে না, সেটা আমি নির্দিষ্ট করে বলতে পারব না। তবে হওয়া উচিত এটা বলতে পারি। নানা অনুষঙ্গে, নানা বিষয়ে বঙ্গবন্ধু আমাদের আদর্শ হতে পারেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে