মাসুদুর রহমান মাসুদ, ঝিকরগাছা
ফাল্গুনের সকালের মিষ্টি রোদ তখন আর নেই। কেবল ঝাঁজালো প্রখরতা ছড়াতে শুরু করেছে সূর্য। গতকাল সোমবার ঝিকরগাছার বল্লা মাঠে একদল নারী শ্রমিককে খেতে কাজ করতে দেখা যায়। দলে আট নারী ও দুজন পুরুষ রয়েছেন। তাঁরা খেতের গ্লাডিউলাস ফুলের মুতা (মূল) ওঠাচ্ছেন।
তাঁদের এ দৃশ্য ক্যামেরাবন্দী করতেই গোলজান বিবি (৬০) নামে এক নারী শ্রমিক বলে উঠলেন, ‘ছবি তুলে কী করবেন? ছবি তুললে কি আমাদের মজুরি বাড়বে, নাকি মাঠে আর কাজ করা লাগবে না। সরকার কি আর আমাদের সহযোগিতা করবে। নারীরা মাঠে কাজ করলে কি সমস্যা?’ এর পর আস্তে আস্তে আরও কী যেন বলছিলেন, তা আর শোনা গেল না।
আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। একবিংশ শতাব্দীতে এসেও নারী-পুরুষের বৈষম্য কতটা দূর হলো তা জানতে বল্লা মাঠে যাওয়া। কিন্তু সেই হতাশা ও আক্ষেপের কথা শোনা গেল নারী শ্রমিকদের মুখে।
জানা গেল, একসঙ্গে কাজ করা আটজন নারীই সীমাহীন দরিদ্র ও অসহায়। গোলজান বিবি ২২ বছর ধরে কৃষিতে নারী শ্রমিক হিসেবে কাজ করছেন। স্বামী মারা গেছেন অনেক আগে। তখন থেকেই অন্যের কাজ করে সংসার চলে তাঁর। থাকেন পরের জায়গায়।
এসব নারী শ্রমিকের কৃষিকাজে খুবই পারদর্শী। সকাল ৬টা থেকে টানা দুপুর ১টা পর্যন্ত খেত-খামারে কাজ করেন। মজুরি হিসেবে পান মাত্র ২০০ টাকা করে। অথচ পুরুষ শ্রমিকেরা সকাল ৭টায় কাজ শুরু করলেও তাঁরা মজুরি পান ৩০০ টাকা।
সত্তর বছরের বিধবা রাবিয়া খাতুন বলেন, ‘মহাজনেরা পুরুষদের চেয়ে আমাদের বেশি খাটায়, অথচ মজুরি দেয় কম।’
ওই ৮ নারী শ্রমিকের সবাই ঝিকরগাছার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। যাদের মধ্যে মশিয়ার রহমানের স্ত্রী জোহরা খাতুন, আব্দুল খালেকের স্ত্রী কোহিনূর খাতুন, সুজাত আলীর স্ত্রী ফুলঝুরি খাতুন, মৃত জাহাঙ্গীর হোসেনের স্ত্রী কোহিনূর খাতুন, শাহাদত হোসেনের স্ত্রী আমেনা খাতুন, পঙ্গু আকিজ উদ্দীনের স্ত্রী মরিয়ম খাতুন।
তাঁরা বলেন, ‘আমাদের কথা একটু পত্রিকায় লেখেন। সরকার যেন আমাদের টাকা বাড়িয়ে দেয়। আর আমাদের একটু মাথা গোঁজার ঠাঁই করে দেয়।’
তাঁদের সঙ্গে কাজ করা পুরুষ শ্রমিক কানাইরালী গ্রামের সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা পুরুষ শ্রমিক ৩০০ টাকা করে পাই। আর নারীরা পান ২০০ টাকা করে।’
আলুচাষি নূর বিল্লাহ লাভলু বলেন, ‘পুরুষ শ্রমিককে তিন শ আর নারী শ্রমিককে দু শ টাকা দিতে হয়। সব সময় পুরুষ শ্রমিকের মজুরি একটু বেশি থাকে।’
বিশেষ করে ফুলের রাজধানীখ্যাত গদখালী ও পানিসারা এলাকায়ও পুরুষের চেয়ে নারী শ্রমিকের সংখ্যা অনেক বেশি। তবে সেখানেও নারী শ্রমিক মজুরি বৈষম্যের স্বীকার।
ঝিকরগাছা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী বলেন, ‘নারীরা এখনো অনেক ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। সব ক্ষেত্রে বৈষম্য দূর না করলে সামগ্রিক উন্নয়ন সম্ভব না।’
ফাল্গুনের সকালের মিষ্টি রোদ তখন আর নেই। কেবল ঝাঁজালো প্রখরতা ছড়াতে শুরু করেছে সূর্য। গতকাল সোমবার ঝিকরগাছার বল্লা মাঠে একদল নারী শ্রমিককে খেতে কাজ করতে দেখা যায়। দলে আট নারী ও দুজন পুরুষ রয়েছেন। তাঁরা খেতের গ্লাডিউলাস ফুলের মুতা (মূল) ওঠাচ্ছেন।
তাঁদের এ দৃশ্য ক্যামেরাবন্দী করতেই গোলজান বিবি (৬০) নামে এক নারী শ্রমিক বলে উঠলেন, ‘ছবি তুলে কী করবেন? ছবি তুললে কি আমাদের মজুরি বাড়বে, নাকি মাঠে আর কাজ করা লাগবে না। সরকার কি আর আমাদের সহযোগিতা করবে। নারীরা মাঠে কাজ করলে কি সমস্যা?’ এর পর আস্তে আস্তে আরও কী যেন বলছিলেন, তা আর শোনা গেল না।
আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। একবিংশ শতাব্দীতে এসেও নারী-পুরুষের বৈষম্য কতটা দূর হলো তা জানতে বল্লা মাঠে যাওয়া। কিন্তু সেই হতাশা ও আক্ষেপের কথা শোনা গেল নারী শ্রমিকদের মুখে।
জানা গেল, একসঙ্গে কাজ করা আটজন নারীই সীমাহীন দরিদ্র ও অসহায়। গোলজান বিবি ২২ বছর ধরে কৃষিতে নারী শ্রমিক হিসেবে কাজ করছেন। স্বামী মারা গেছেন অনেক আগে। তখন থেকেই অন্যের কাজ করে সংসার চলে তাঁর। থাকেন পরের জায়গায়।
এসব নারী শ্রমিকের কৃষিকাজে খুবই পারদর্শী। সকাল ৬টা থেকে টানা দুপুর ১টা পর্যন্ত খেত-খামারে কাজ করেন। মজুরি হিসেবে পান মাত্র ২০০ টাকা করে। অথচ পুরুষ শ্রমিকেরা সকাল ৭টায় কাজ শুরু করলেও তাঁরা মজুরি পান ৩০০ টাকা।
সত্তর বছরের বিধবা রাবিয়া খাতুন বলেন, ‘মহাজনেরা পুরুষদের চেয়ে আমাদের বেশি খাটায়, অথচ মজুরি দেয় কম।’
ওই ৮ নারী শ্রমিকের সবাই ঝিকরগাছার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। যাদের মধ্যে মশিয়ার রহমানের স্ত্রী জোহরা খাতুন, আব্দুল খালেকের স্ত্রী কোহিনূর খাতুন, সুজাত আলীর স্ত্রী ফুলঝুরি খাতুন, মৃত জাহাঙ্গীর হোসেনের স্ত্রী কোহিনূর খাতুন, শাহাদত হোসেনের স্ত্রী আমেনা খাতুন, পঙ্গু আকিজ উদ্দীনের স্ত্রী মরিয়ম খাতুন।
তাঁরা বলেন, ‘আমাদের কথা একটু পত্রিকায় লেখেন। সরকার যেন আমাদের টাকা বাড়িয়ে দেয়। আর আমাদের একটু মাথা গোঁজার ঠাঁই করে দেয়।’
তাঁদের সঙ্গে কাজ করা পুরুষ শ্রমিক কানাইরালী গ্রামের সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা পুরুষ শ্রমিক ৩০০ টাকা করে পাই। আর নারীরা পান ২০০ টাকা করে।’
আলুচাষি নূর বিল্লাহ লাভলু বলেন, ‘পুরুষ শ্রমিককে তিন শ আর নারী শ্রমিককে দু শ টাকা দিতে হয়। সব সময় পুরুষ শ্রমিকের মজুরি একটু বেশি থাকে।’
বিশেষ করে ফুলের রাজধানীখ্যাত গদখালী ও পানিসারা এলাকায়ও পুরুষের চেয়ে নারী শ্রমিকের সংখ্যা অনেক বেশি। তবে সেখানেও নারী শ্রমিক মজুরি বৈষম্যের স্বীকার।
ঝিকরগাছা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী বলেন, ‘নারীরা এখনো অনেক ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। সব ক্ষেত্রে বৈষম্য দূর না করলে সামগ্রিক উন্নয়ন সম্ভব না।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে