সম্পাদকীয়
১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের জেলখানায়, তখন তাঁর বাবা আর মা অসুস্থ হয়ে পড়েন। পত্রিকায় সে খবর দুটি প্রকাশিত হয়।
তখনকার পিজি হাসপাতালে তাঁদের চিকিৎসা করার দায়িত্ব পান ডা. নুরুল ইসলাম। তিনি দেখলেন, এই যুদ্ধের সময় তাঁরা যদি হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান, তাহলে সমস্যায় পড়বেন। তাই তিনি বঙ্গবন্ধুর মা-বাবাকে যুদ্ধের পুরো নয় মাস রেখে দিলেন পিজি হাসপাতালে।
পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন হয়ে ঢাকায় ফিরলেন বঙ্গবন্ধু। এর কিছুদিন পর বঙ্গবন্ধুর সঙ্গে দেখা হলো ডা. নুরুল ইসলামের। বঙ্গবন্ধু তত দিনে জেনে গেছেন তাঁর মা-বাবাকে আগলে রেখেছিলেন এই চিকিৎসক। নুরুল ইসলামকে তিনি জিজ্ঞেস করলেন, ‘আপনি কী চান?’
নুরুল ইসলাম জানতেন, তিনি সে সময় বাড়ি, গাড়ি চাইলে সবকিছুই বঙ্গবন্ধু দিয়ে দিতেন তাঁকে। কিন্তু নুরুল ইসলাম বললেন, ‘আমি কিছুই চাই না, আমি যা চেয়েছি তা পেয়েছি।’
বঙ্গবন্ধু জিজ্ঞেস করলেন, ‘আপনি কী চেয়েছেন?’
নুরুল ইসলাম বললেন, ‘আমি চেয়েছিলাম, আপনি পাকিস্তান থেকে বাংলাদেশে আসুন। আপনি এসে গেছেন। কাজেই আমার আর কিছু চাওয়ার নেই।’
সেই বঙ্গবন্ধুর মা-বাবাকে নিয়েই আরেকটি ঘটনা। একদিন দেখা গেল, বঙ্গবন্ধুর মা-বাবাকে পিজি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের হলি ফ্যামিলি হাসপাতাল থেকে নিতে এসেছে। নুরুল ইসলাম ফোন করলেন বঙ্গবন্ধুকে। বললেন, ‘স্যার, আপনার মা-বাবাকে তো হলি ফ্যামিলিতে নিয়ে যাওয়া হয়েছে।’
তিনি বললেন, ‘সেটা হোক, কিন্তু আপনি তাঁদের দেখবেন।’
নুরুল ইসলাম বললেন, ‘সেটা কীভাবে সম্ভব? এক হাসপাতালে ডাক্তার অন্য হাসপাতালের রোগী দেখবে কেন? তা ছাড়া লোকজন বলবে, বঙ্গবন্ধু নুরুল ইসলামের ওপর আস্থা হারিয়েছেন।’
এ কথা শুনে বঙ্গবন্ধু বুঝতে পারলেন সমস্যাটা। তারপর বললেন, ‘রোগী আপনার আন্ডারে যাবে। হলি ফ্যামিলিতে যাবে না। আমি এখনই হলি ফ্যামিলিকে বলে দিচ্ছি।’
সূত্র: বিধানচন্দ্র পাল সম্পাদিত সেতুবন্ধন, পৃষ্ঠা ৭৯-৮০
১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের জেলখানায়, তখন তাঁর বাবা আর মা অসুস্থ হয়ে পড়েন। পত্রিকায় সে খবর দুটি প্রকাশিত হয়।
তখনকার পিজি হাসপাতালে তাঁদের চিকিৎসা করার দায়িত্ব পান ডা. নুরুল ইসলাম। তিনি দেখলেন, এই যুদ্ধের সময় তাঁরা যদি হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান, তাহলে সমস্যায় পড়বেন। তাই তিনি বঙ্গবন্ধুর মা-বাবাকে যুদ্ধের পুরো নয় মাস রেখে দিলেন পিজি হাসপাতালে।
পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন হয়ে ঢাকায় ফিরলেন বঙ্গবন্ধু। এর কিছুদিন পর বঙ্গবন্ধুর সঙ্গে দেখা হলো ডা. নুরুল ইসলামের। বঙ্গবন্ধু তত দিনে জেনে গেছেন তাঁর মা-বাবাকে আগলে রেখেছিলেন এই চিকিৎসক। নুরুল ইসলামকে তিনি জিজ্ঞেস করলেন, ‘আপনি কী চান?’
নুরুল ইসলাম জানতেন, তিনি সে সময় বাড়ি, গাড়ি চাইলে সবকিছুই বঙ্গবন্ধু দিয়ে দিতেন তাঁকে। কিন্তু নুরুল ইসলাম বললেন, ‘আমি কিছুই চাই না, আমি যা চেয়েছি তা পেয়েছি।’
বঙ্গবন্ধু জিজ্ঞেস করলেন, ‘আপনি কী চেয়েছেন?’
নুরুল ইসলাম বললেন, ‘আমি চেয়েছিলাম, আপনি পাকিস্তান থেকে বাংলাদেশে আসুন। আপনি এসে গেছেন। কাজেই আমার আর কিছু চাওয়ার নেই।’
সেই বঙ্গবন্ধুর মা-বাবাকে নিয়েই আরেকটি ঘটনা। একদিন দেখা গেল, বঙ্গবন্ধুর মা-বাবাকে পিজি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের হলি ফ্যামিলি হাসপাতাল থেকে নিতে এসেছে। নুরুল ইসলাম ফোন করলেন বঙ্গবন্ধুকে। বললেন, ‘স্যার, আপনার মা-বাবাকে তো হলি ফ্যামিলিতে নিয়ে যাওয়া হয়েছে।’
তিনি বললেন, ‘সেটা হোক, কিন্তু আপনি তাঁদের দেখবেন।’
নুরুল ইসলাম বললেন, ‘সেটা কীভাবে সম্ভব? এক হাসপাতালে ডাক্তার অন্য হাসপাতালের রোগী দেখবে কেন? তা ছাড়া লোকজন বলবে, বঙ্গবন্ধু নুরুল ইসলামের ওপর আস্থা হারিয়েছেন।’
এ কথা শুনে বঙ্গবন্ধু বুঝতে পারলেন সমস্যাটা। তারপর বললেন, ‘রোগী আপনার আন্ডারে যাবে। হলি ফ্যামিলিতে যাবে না। আমি এখনই হলি ফ্যামিলিকে বলে দিচ্ছি।’
সূত্র: বিধানচন্দ্র পাল সম্পাদিত সেতুবন্ধন, পৃষ্ঠা ৭৯-৮০
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে