কুষ্টিয়া প্রতিনিধি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিন্টু ফকিরের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ২০ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে এ ঘটনায় মামলার পরে আদালতের মাধ্যমে পুলিশ তাঁদের কারাগারে পাঠায়।
আসামিরা আওয়ামী লীগের নৌকার প্রার্থী মোমিন মন্ডল এবং বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতীকের মিজানুর রহমানের সমর্থক।
এর আগে মঙ্গলবার সংঘর্ষ চলাকালীন এবং সংঘর্ষ পরবর্তী সময় কবুরহাট এবং খাজানগর থেকে আটক তাঁদের আটক করে পুলিশ। এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা চার থেকে পাঁচ হাজার জনের বিরুদ্ধে পুলিশ ওই মামলা করেন। কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) দিপঙ্কর রায় বাদী হয়ে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নিশিকান্ত সরকার।
এ ছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিন্টু ফকিরের ওপর হামলার ঘটনায় তাঁর মা সেফালি খাতুন বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে থানায় আরেকটি মামলা করেন।
এদিকে সংঘর্ষের ঘটনায় এখনো ওই ইউনিয়নে থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকা ঘুরে দেখা যায় এখানো মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কবুরহাট দোস্তপাড়া এলাকার বিভিন্ন জায়গায় হামলার সময় ভাঙচুর করা মোটরসাইকেলগুলো পড়ে আছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা করার দরকার পুলিশ তার সবকিছুই করবে। এখানে কারও প্রভাব বিস্তার করার সুযোগ নেই।’
ওসি বলেন, ‘বটতৈলের পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। সেখানে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।’
প্রসঙ্গত, পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের গত মঙ্গলবার সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিন্টু ফকিরের একটি মোটরসাইকেল শোভাযাত্রা দোস্তপাড়া লাইব্রেরি মোড়ে পৌঁছালে নৌকা সমর্থিত প্রার্থী মোমিন মন্ডলের সমর্থকেরা তাদের ওপর হামলা চালায়। এ সময় মিন্টু ফকিরকে পিটিয়ে এবং কুপিয়ে আহত করেন হামলাকারীরা। হামলায় মিন্টু ফকিরসহ তাঁর ছয় সমর্থক গুরুতর জখম হন।
এই খবর মিন্টু ফকিরের এলাকায় ছড়িয়ে পড়লে তাঁর কয়েক হাজার সমর্থক খাজানগরে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা, কাঁদুনে গ্যাস ছোড়া ও কয়েক শ রাউন্ড ফাঁকা গুলি করে। সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিন্টু ফকিরের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ২০ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে এ ঘটনায় মামলার পরে আদালতের মাধ্যমে পুলিশ তাঁদের কারাগারে পাঠায়।
আসামিরা আওয়ামী লীগের নৌকার প্রার্থী মোমিন মন্ডল এবং বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতীকের মিজানুর রহমানের সমর্থক।
এর আগে মঙ্গলবার সংঘর্ষ চলাকালীন এবং সংঘর্ষ পরবর্তী সময় কবুরহাট এবং খাজানগর থেকে আটক তাঁদের আটক করে পুলিশ। এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা চার থেকে পাঁচ হাজার জনের বিরুদ্ধে পুলিশ ওই মামলা করেন। কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) দিপঙ্কর রায় বাদী হয়ে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নিশিকান্ত সরকার।
এ ছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিন্টু ফকিরের ওপর হামলার ঘটনায় তাঁর মা সেফালি খাতুন বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে থানায় আরেকটি মামলা করেন।
এদিকে সংঘর্ষের ঘটনায় এখনো ওই ইউনিয়নে থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকা ঘুরে দেখা যায় এখানো মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কবুরহাট দোস্তপাড়া এলাকার বিভিন্ন জায়গায় হামলার সময় ভাঙচুর করা মোটরসাইকেলগুলো পড়ে আছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা করার দরকার পুলিশ তার সবকিছুই করবে। এখানে কারও প্রভাব বিস্তার করার সুযোগ নেই।’
ওসি বলেন, ‘বটতৈলের পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। সেখানে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।’
প্রসঙ্গত, পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের গত মঙ্গলবার সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিন্টু ফকিরের একটি মোটরসাইকেল শোভাযাত্রা দোস্তপাড়া লাইব্রেরি মোড়ে পৌঁছালে নৌকা সমর্থিত প্রার্থী মোমিন মন্ডলের সমর্থকেরা তাদের ওপর হামলা চালায়। এ সময় মিন্টু ফকিরকে পিটিয়ে এবং কুপিয়ে আহত করেন হামলাকারীরা। হামলায় মিন্টু ফকিরসহ তাঁর ছয় সমর্থক গুরুতর জখম হন।
এই খবর মিন্টু ফকিরের এলাকায় ছড়িয়ে পড়লে তাঁর কয়েক হাজার সমর্থক খাজানগরে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা, কাঁদুনে গ্যাস ছোড়া ও কয়েক শ রাউন্ড ফাঁকা গুলি করে। সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে