আজকের পত্রিকা ডেস্ক
গত দুই দিন ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। এতে কনকনে শীতে কাবু হয়ে পড়েছেন মানুষ। বিশেষ করে খেটে খাওয়া মানুষেরা দুর্ভোগে পড়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-
নীলফামারী: সৈয়দপুরের বিমানবন্দর আবহাওয়া অফিস গতকাল শনিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। গত শুক্রবার ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। শনিবার দুপুর থেকে সূর্যের দেখা মিললেও রোদে নেই কোনো উত্তাপ। ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষদের দিনের বেলায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। শীত থেকে রক্ষা করতে গবাদিপশুর শরীর চটের বস্তা ও মোটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। হাসপাতাল ও চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে।
নীলফামারী শহরের ভ্যানচালক আশরাফ আলী জানান, ঠান্ডার কারণে সকাল সকাল দোকানপাট খুলছে না। ফলে শহরে মানুষজনের আনাগোনা অনেক কম। দুপুরের দিকে সূর্যের দেখা মিললে তবেই মানুষের দেখা মিলে। তিনি জানান, সন্ধ্যার পরেই শহরের ও গ্রামের হাট-বাজারে দোকানগুলো ক্রেতা সংকটের কারণে বন্ধ হয়ে যাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারছেন না।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন জানান, হালকা কুয়াশার সঙ্গে বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ায় তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে।
দিনাজপুর: দিনাজপুরে গত দুই দিনে তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। গতকাল শনিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাস্তায় মানুষের চলাচল একবারেই সীমিত। নিতান্তই প্রয়োজন কিংবা জীবিকার তাগিদে ছুটে চলা মানুষের দেখা মিলছে পথে-ঘাটে। ছিন্নমূল আর গ্রামীণ মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। ঘন কুয়াশার কারণে দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনগুলোকে।
এদিকে, তীব্র শীতে ইরি-বোরোর চারা রোপণ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছে না, যাঁদের পাওয়া যাচ্ছে তাঁদের দিতে হচ্ছে বেশি টাকা। এতে খরচ বেড়ে যাচ্ছে।
জেলার চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর গ্রামের ইমরান আলী বলেন, ‘এত ঠান্ডায় কাজ করা খুব মুশকিল। তার ওপর গ্রামে কাজ করার লোক পাওয়া যায় না। যে দু-একজন কাজ করছে তাঁদের বেশি টাকা দিতে হচ্ছে।’
দিনাজপুর আবহাওয়া অফিসের তথ্য মতে, গতকাল শনিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৫ কিলোমিটার।
আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। আগামী ২/১ দিনের মধ্যে রাতের তাপমাত্রা সামান্য কিছুটা বৃদ্ধি পেতে পারে।’
গত দুই দিন ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। এতে কনকনে শীতে কাবু হয়ে পড়েছেন মানুষ। বিশেষ করে খেটে খাওয়া মানুষেরা দুর্ভোগে পড়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-
নীলফামারী: সৈয়দপুরের বিমানবন্দর আবহাওয়া অফিস গতকাল শনিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। গত শুক্রবার ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। শনিবার দুপুর থেকে সূর্যের দেখা মিললেও রোদে নেই কোনো উত্তাপ। ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষদের দিনের বেলায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। শীত থেকে রক্ষা করতে গবাদিপশুর শরীর চটের বস্তা ও মোটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। হাসপাতাল ও চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে।
নীলফামারী শহরের ভ্যানচালক আশরাফ আলী জানান, ঠান্ডার কারণে সকাল সকাল দোকানপাট খুলছে না। ফলে শহরে মানুষজনের আনাগোনা অনেক কম। দুপুরের দিকে সূর্যের দেখা মিললে তবেই মানুষের দেখা মিলে। তিনি জানান, সন্ধ্যার পরেই শহরের ও গ্রামের হাট-বাজারে দোকানগুলো ক্রেতা সংকটের কারণে বন্ধ হয়ে যাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারছেন না।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন জানান, হালকা কুয়াশার সঙ্গে বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ায় তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে।
দিনাজপুর: দিনাজপুরে গত দুই দিনে তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। গতকাল শনিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাস্তায় মানুষের চলাচল একবারেই সীমিত। নিতান্তই প্রয়োজন কিংবা জীবিকার তাগিদে ছুটে চলা মানুষের দেখা মিলছে পথে-ঘাটে। ছিন্নমূল আর গ্রামীণ মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। ঘন কুয়াশার কারণে দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনগুলোকে।
এদিকে, তীব্র শীতে ইরি-বোরোর চারা রোপণ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছে না, যাঁদের পাওয়া যাচ্ছে তাঁদের দিতে হচ্ছে বেশি টাকা। এতে খরচ বেড়ে যাচ্ছে।
জেলার চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর গ্রামের ইমরান আলী বলেন, ‘এত ঠান্ডায় কাজ করা খুব মুশকিল। তার ওপর গ্রামে কাজ করার লোক পাওয়া যায় না। যে দু-একজন কাজ করছে তাঁদের বেশি টাকা দিতে হচ্ছে।’
দিনাজপুর আবহাওয়া অফিসের তথ্য মতে, গতকাল শনিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৫ কিলোমিটার।
আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। আগামী ২/১ দিনের মধ্যে রাতের তাপমাত্রা সামান্য কিছুটা বৃদ্ধি পেতে পারে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে