শ্যামল চন্দ্র দাস, মতলব দক্ষিণ
যাত্রীদের জিম্মি করে চাঁদপুরের মতলব দক্ষিণের ধনাগোদা নদীর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। এতে অতিষ্ঠ হয়ে পরেছেন স্থানীয় জনসাধারণ। তাঁদের অভিযোগ-এর আগেও বিভিন্ন সময়ে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে জেলা পরিষদ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তাঁরা। তবে অজ্ঞাত কারণে ইজারাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এর ফলে দুই উপজেলার বাসিন্দা এবং বিশেষ করে মতলব বাজার ব্যবসায়ীদের মাঝে চাপা ক্ষোভ দেখা গেছে।
জানা যায়, মতলব দক্ষিণ ও উত্তর বাসিন্দাদের পারাপারের জন্য প্রাচীন এই খেয়াঘাটে যাত্রীদের থেকে অতিরিক্ত টোল আদায় করে আসছে ঘাট কর্তৃপক্ষ। জনপ্রতি ঘাটের টোল পাঁচ টাকা ও নৌকার ভাড়া পাঁচ টাকা করে দিতে হয় প্রতিবার। আর মাত্র ১০০ মিটারের নদীটি পারাপার হয়ে মতলব দক্ষিণের লোকদের বাজারে যেতে-আসতে খরচ দিতে হয় ২০ টাকা।
ভুক্তভোগীরা বলেন, যেখানে সরকারি কোনো বিনিয়োগ নেই, সেখানে কীসের ভিত্তিতে এই টাকা আদায় করা হয়। আর ইচ্ছে হলেই কেন অতিরিক্ত ভাড়া আমাদের দিতে হবে।
তাঁরা জানান, এই খেয়াঘাট দিয়ে ৭০টি নৌকায় প্রতিদিন ২০ হাজার যাত্রী পারাপার হয়, তাদের মধ্যে স্থানীয় ব্যবসায়ীরাসহ স্কুল কলেজের ছাত্র-ছাত্রী যাতায়াত করে থাকে। এ ছাড়া মতলব উত্তরের কৃষকদের বিভিন্ন কৃষিজাত পণ্য মতলব বাজারে নিয়ে কেনা-বেচা করতে নৌকায় যেতে হয়। অনেক সময় পণ্যের ব্যাগসহ ছোট বস্তাপ্রতিও অধিক টাকা দিতে হয় ঘাট কর্তৃপক্ষকে।
উপজেলার কৃষকদের অভিযোগ, মতলব বাজারে ১০ টাকার কিছু বিক্রি করতে গেলে সেখানেও ইজারা দিতে হয়।
তবে খোঁজ নিয়ে জানা যায়, ঘাট কর্তৃপক্ষের ইজারা নবায়ন না করে অবৈধভাবে সাধারণ জনগণের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন তাঁরা। এর আগেও বিষয়টি নিয়ে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হলে কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। পরে মতলব দক্ষিণ নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত ইজারাদারদের ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ইজারা নবায়ন করার নির্দেশ দেন এবং ভাড়া তালিকা ঘাটে টাঙানোর নির্দেশ দেন। কিন্তু পুনরায় কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও অতিরিক্ত অর্থ আদায় শুরু করেন।
পরে ইজারাদারদের দৌরাত্ম্যের কারণে সাধারণ মানুষ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করলে ভ্রাম্যমাণ আদালত ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করেন। কিন্তু ঘাট কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হওয়ার ঘণ্টা সময় পর থেকে অতিরিক্ত অর্থ আদায় করায় যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়।
এ বিষয়ে জানতে চাইলে মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক বলেন, ‘কয়েকবার অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। আবারও অভিযান পরিচালনা করা হবে।’
মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন বলেন, ‘পৌরসভা থেকে খেয়াঘাটটি ইজারা দেওয়া হয়নি, জেলা পরিষদ থেকে দেওয়া হয়েছে। তবে ইজারাদারের অনিয়ম আর অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ হতে ঘাট বাতিলের জন্য বরাবর লিখিত আবেদন করা হয়েছে। তারপরও জেলা পরিষদ কোনো পদক্ষেপ নিচ্ছেন না।’
অভিযোগের বিষয়ে জানতে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস কে মহিউদ্দিন রাসেলের সঙ্গে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিষয়টি শুনেছি, তবে বেশি কিছু জানি না।’
যাত্রীদের জিম্মি করে চাঁদপুরের মতলব দক্ষিণের ধনাগোদা নদীর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। এতে অতিষ্ঠ হয়ে পরেছেন স্থানীয় জনসাধারণ। তাঁদের অভিযোগ-এর আগেও বিভিন্ন সময়ে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে জেলা পরিষদ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তাঁরা। তবে অজ্ঞাত কারণে ইজারাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এর ফলে দুই উপজেলার বাসিন্দা এবং বিশেষ করে মতলব বাজার ব্যবসায়ীদের মাঝে চাপা ক্ষোভ দেখা গেছে।
জানা যায়, মতলব দক্ষিণ ও উত্তর বাসিন্দাদের পারাপারের জন্য প্রাচীন এই খেয়াঘাটে যাত্রীদের থেকে অতিরিক্ত টোল আদায় করে আসছে ঘাট কর্তৃপক্ষ। জনপ্রতি ঘাটের টোল পাঁচ টাকা ও নৌকার ভাড়া পাঁচ টাকা করে দিতে হয় প্রতিবার। আর মাত্র ১০০ মিটারের নদীটি পারাপার হয়ে মতলব দক্ষিণের লোকদের বাজারে যেতে-আসতে খরচ দিতে হয় ২০ টাকা।
ভুক্তভোগীরা বলেন, যেখানে সরকারি কোনো বিনিয়োগ নেই, সেখানে কীসের ভিত্তিতে এই টাকা আদায় করা হয়। আর ইচ্ছে হলেই কেন অতিরিক্ত ভাড়া আমাদের দিতে হবে।
তাঁরা জানান, এই খেয়াঘাট দিয়ে ৭০টি নৌকায় প্রতিদিন ২০ হাজার যাত্রী পারাপার হয়, তাদের মধ্যে স্থানীয় ব্যবসায়ীরাসহ স্কুল কলেজের ছাত্র-ছাত্রী যাতায়াত করে থাকে। এ ছাড়া মতলব উত্তরের কৃষকদের বিভিন্ন কৃষিজাত পণ্য মতলব বাজারে নিয়ে কেনা-বেচা করতে নৌকায় যেতে হয়। অনেক সময় পণ্যের ব্যাগসহ ছোট বস্তাপ্রতিও অধিক টাকা দিতে হয় ঘাট কর্তৃপক্ষকে।
উপজেলার কৃষকদের অভিযোগ, মতলব বাজারে ১০ টাকার কিছু বিক্রি করতে গেলে সেখানেও ইজারা দিতে হয়।
তবে খোঁজ নিয়ে জানা যায়, ঘাট কর্তৃপক্ষের ইজারা নবায়ন না করে অবৈধভাবে সাধারণ জনগণের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন তাঁরা। এর আগেও বিষয়টি নিয়ে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হলে কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। পরে মতলব দক্ষিণ নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত ইজারাদারদের ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ইজারা নবায়ন করার নির্দেশ দেন এবং ভাড়া তালিকা ঘাটে টাঙানোর নির্দেশ দেন। কিন্তু পুনরায় কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও অতিরিক্ত অর্থ আদায় শুরু করেন।
পরে ইজারাদারদের দৌরাত্ম্যের কারণে সাধারণ মানুষ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করলে ভ্রাম্যমাণ আদালত ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করেন। কিন্তু ঘাট কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হওয়ার ঘণ্টা সময় পর থেকে অতিরিক্ত অর্থ আদায় করায় যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়।
এ বিষয়ে জানতে চাইলে মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক বলেন, ‘কয়েকবার অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। আবারও অভিযান পরিচালনা করা হবে।’
মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন বলেন, ‘পৌরসভা থেকে খেয়াঘাটটি ইজারা দেওয়া হয়নি, জেলা পরিষদ থেকে দেওয়া হয়েছে। তবে ইজারাদারের অনিয়ম আর অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ হতে ঘাট বাতিলের জন্য বরাবর লিখিত আবেদন করা হয়েছে। তারপরও জেলা পরিষদ কোনো পদক্ষেপ নিচ্ছেন না।’
অভিযোগের বিষয়ে জানতে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস কে মহিউদ্দিন রাসেলের সঙ্গে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিষয়টি শুনেছি, তবে বেশি কিছু জানি না।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে