খান রফিক, বরিশাল
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসক-সংকট কিছুতেই কাটছে না। বিভাগে প্রায় ৪ শ নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও তাঁদের কারও পদায়ন হয়নি এ হাসপাতালে। বরং গত মাসে ৯ বিশেষজ্ঞ চিকিৎসককে শেবাচিম হাসপাতাল থেকে অন্যত্র বদলি করা হয়েছে। এ সংকটে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের অদক্ষতা ও উদাসীনতাকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা। এদিকে হাসপাতালটির নানা সেক্টরে চরম অব্যবস্থাপনা চোখে পড়েছে।
জানা গেছে, গত মাসের শেষে বিভাগের ছয় জেলা হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৬৮ শূন্য পদের বিপরীতে ৩৮৬ চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। ৪২তম বিসিএস (স্বাস্থ্য) থেকে এসব চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়েছে। যদিও শেবাচিম হাসপাতালে একজন চিকিৎসকও দেওয়া হয়নি। এর আগে গত মাসের শেষে ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসককে অন্যত্র বদলি করা হয়।
বদলি হওয়া অর্থোপেডিকস বিভাগের জুনিয়র কনসালট্যান্ট সুদীপ্ত কুমার হালদার বলেন, কেন বদলি করছে, মন্ত্রণালয় ভালো জানে। তাঁরা মেডিকেল ফাঁকা করে চিকিৎসকদের জেলা শহরে পাঠাচ্ছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী বিভাগের মধ্যে সবচেয়ে বেশি চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে বরিশাল জেলায়। এই জেলায় সর্বোচ্চ ৯৭ চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়েছে। বরিশাল স্বাস্থ্য বিভাগীয় অফিসের উপপরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল সাংবাদিকদের বলেন, তাঁরা প্রত্যাশা অনুযায়ী চিকিৎসক পেয়েছেন। শেবাচিম হাসপাতালে কেন এর মধ্যে কাউকে পদায়ন করা হয়নি, তা জানা নেই।
হাসপাতালের তথ্য প্রদানকারী কর্মকর্তা জাকারিয়া খান স্বপন বলেন, ৮৩ চিকিৎসক দিয়ে চলছে শেবাচিম হাসপাতালের আন্তবিভাগ ও বহির্বিভাগ। সেখানে দৈনিক ২ হাজার রোগীর চিকিৎসাসেবা চলে।
এদিকে শেবাচিম হাসপাতাল ঘুরে দেখা গেছে এর বহির্বিভাগে মোটরসাইকেল স্ট্যান্ড করা থাকছে। ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা ওয়ার্ডে ওয়ার্ডে অবস্থান নিয়ে বিশৃঙ্খলাও করছেন। আবার ভ্রাম্যমাণ দোকানিরাও হাসপাতালের মধ্যে ঢুকে পড়ছেন। হাসপাতালের প্রসূতি ওয়ার্ড, পোস্ট করোনারি কেয়ার ইউনিট, শিশু ওয়ার্ডের মধ্য স্পর্শকাতর স্থানে হকারদের পণ্য বিক্রি করতে দেখা গেছে। শিশু ওয়ার্ডের এক রোগীর অভিভাবক মো. নাসিম বলেন, এভাবে যে কেউ ঢুকে পড়লে হাসপাতাল আর স্বাস্থ্যসম্মত থাকে না। সেবাও ব্যাহত হয়।
হাসপাতালের আন্তবিভাগে ওষুধ প্রতিনিধিদের রোগীর ব্যবস্থাপত্র নিয়ে টানাটানির দৃশ্যও দেখা গেছে। যদিও অসহায় দরিদ্র রোগীরা ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের কিছুই বলতে পারেন না। বিভিন্ন ওয়ার্ডের বারান্দা আবার রোগীর স্বজনদের দখলে থাকতে দেখা গেছে।
জানতে চাইলে শেবাচিম হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম জানান, স্বল্প সময়ের মধ্যে হাসপাতালে নতুন চিকিৎসক পদায়ন করা হবে। এ বিষয়ে স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা হয়েছে তাঁর। হাসপাতালে অব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি জনবলসংকটের কথা বলেছেন।
এ ব্যাপারে সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলা সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন বলেন, ‘বরিশাল মেডিকেল অকার্যকর রাখা অনেক চিকিৎসকের কৌশল। এটি সচল হলে বেসরকারি হাসপাতালগুলো রোগীর সংকটে পড়বে। তা ছাড়া যেসব চিকিৎসক প্রশাসনিক দায়িত্বে থাকেন, তাঁরাও দায়িত্ব পালনে উদাসীন। এমন সংকট আর অব্যবস্থাপনায় শেবাচিম হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হতে পারে।’
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসক-সংকট কিছুতেই কাটছে না। বিভাগে প্রায় ৪ শ নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও তাঁদের কারও পদায়ন হয়নি এ হাসপাতালে। বরং গত মাসে ৯ বিশেষজ্ঞ চিকিৎসককে শেবাচিম হাসপাতাল থেকে অন্যত্র বদলি করা হয়েছে। এ সংকটে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের অদক্ষতা ও উদাসীনতাকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা। এদিকে হাসপাতালটির নানা সেক্টরে চরম অব্যবস্থাপনা চোখে পড়েছে।
জানা গেছে, গত মাসের শেষে বিভাগের ছয় জেলা হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৬৮ শূন্য পদের বিপরীতে ৩৮৬ চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। ৪২তম বিসিএস (স্বাস্থ্য) থেকে এসব চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়েছে। যদিও শেবাচিম হাসপাতালে একজন চিকিৎসকও দেওয়া হয়নি। এর আগে গত মাসের শেষে ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসককে অন্যত্র বদলি করা হয়।
বদলি হওয়া অর্থোপেডিকস বিভাগের জুনিয়র কনসালট্যান্ট সুদীপ্ত কুমার হালদার বলেন, কেন বদলি করছে, মন্ত্রণালয় ভালো জানে। তাঁরা মেডিকেল ফাঁকা করে চিকিৎসকদের জেলা শহরে পাঠাচ্ছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী বিভাগের মধ্যে সবচেয়ে বেশি চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে বরিশাল জেলায়। এই জেলায় সর্বোচ্চ ৯৭ চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়েছে। বরিশাল স্বাস্থ্য বিভাগীয় অফিসের উপপরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল সাংবাদিকদের বলেন, তাঁরা প্রত্যাশা অনুযায়ী চিকিৎসক পেয়েছেন। শেবাচিম হাসপাতালে কেন এর মধ্যে কাউকে পদায়ন করা হয়নি, তা জানা নেই।
হাসপাতালের তথ্য প্রদানকারী কর্মকর্তা জাকারিয়া খান স্বপন বলেন, ৮৩ চিকিৎসক দিয়ে চলছে শেবাচিম হাসপাতালের আন্তবিভাগ ও বহির্বিভাগ। সেখানে দৈনিক ২ হাজার রোগীর চিকিৎসাসেবা চলে।
এদিকে শেবাচিম হাসপাতাল ঘুরে দেখা গেছে এর বহির্বিভাগে মোটরসাইকেল স্ট্যান্ড করা থাকছে। ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা ওয়ার্ডে ওয়ার্ডে অবস্থান নিয়ে বিশৃঙ্খলাও করছেন। আবার ভ্রাম্যমাণ দোকানিরাও হাসপাতালের মধ্যে ঢুকে পড়ছেন। হাসপাতালের প্রসূতি ওয়ার্ড, পোস্ট করোনারি কেয়ার ইউনিট, শিশু ওয়ার্ডের মধ্য স্পর্শকাতর স্থানে হকারদের পণ্য বিক্রি করতে দেখা গেছে। শিশু ওয়ার্ডের এক রোগীর অভিভাবক মো. নাসিম বলেন, এভাবে যে কেউ ঢুকে পড়লে হাসপাতাল আর স্বাস্থ্যসম্মত থাকে না। সেবাও ব্যাহত হয়।
হাসপাতালের আন্তবিভাগে ওষুধ প্রতিনিধিদের রোগীর ব্যবস্থাপত্র নিয়ে টানাটানির দৃশ্যও দেখা গেছে। যদিও অসহায় দরিদ্র রোগীরা ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের কিছুই বলতে পারেন না। বিভিন্ন ওয়ার্ডের বারান্দা আবার রোগীর স্বজনদের দখলে থাকতে দেখা গেছে।
জানতে চাইলে শেবাচিম হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম জানান, স্বল্প সময়ের মধ্যে হাসপাতালে নতুন চিকিৎসক পদায়ন করা হবে। এ বিষয়ে স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা হয়েছে তাঁর। হাসপাতালে অব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি জনবলসংকটের কথা বলেছেন।
এ ব্যাপারে সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলা সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন বলেন, ‘বরিশাল মেডিকেল অকার্যকর রাখা অনেক চিকিৎসকের কৌশল। এটি সচল হলে বেসরকারি হাসপাতালগুলো রোগীর সংকটে পড়বে। তা ছাড়া যেসব চিকিৎসক প্রশাসনিক দায়িত্বে থাকেন, তাঁরাও দায়িত্ব পালনে উদাসীন। এমন সংকট আর অব্যবস্থাপনায় শেবাচিম হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হতে পারে।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে